মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগনেতা মাহি’র মাতার দাফন সম্পন্ন


পাইকগাছা প্রতিনিধি ॥
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহিউদ্দীন মাহি’র মাতা মাজিদা বেগম (৫৫) এর জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য মাজিদা বেগম দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর সোমবার সকালে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইলস্থ’ নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। পরে বিকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব রশীদুজ্জামান, যুবলীগনেতা জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম ও আব্দুল ওহাব বাবলু এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন