
ঢাকা থেকে ঈদে বাড়ী ফেরা নিয়ে হয়রানী ও ভোগান্তিতে পড়ছেন দূর পাল্লার যাত্রীরা। একাধিক টিকিট কাটার পরও মিলছেনা বসার আসন। ফলে ছাঁদের উপর চড়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌছাতে হচ্ছে গন্তব্য স্থলে। এমন অমানবিক ঘটনা ঘটেছে ঢাকার গাবতলি থেকে ছেড়ে আসা পাইকগাছা গামী আরপি পরিবহনে। ভুক্তভোগী যাত্রী কয়রার মদিনাবাদ গ্রামের আব্দুস মিঠু জানান, ঈদের বাড়ী ফেরার জন্য সোমবার রাতে ঢাকার গাবতলি থেকে আরপি পরিবহনের ২২ নং কোচের ৩৪, ৩৫ ও ৩৬ নং ৩টি ছিট ১ হাজার ৮শ টাকা দিয়ে ক্রয় করি কোচ ছাড়ার মূহুর্তে যানজটের কারণে আমাদের ২ জন যাত্রী কোচ ধরতে পারেনি অর্থাৎ ১ জন যাত্রীর জন্য ৩ টি ছিট থাকার কথা। অথচ বাসে চড়ার পর দেখি আমার ক্রয় কৃত ছিট গুলো কমপক্ষে ২ থেকে ৩ বার বিক্রি করা হয়েছে। ফলে আমাকে কোন ছিট না দেওয়ায় আমি ঝড় বৃষ্টির মধ্যে সারা রাত ছাদের উপর চড়ে পাইকগাছায় পৌছায়। পরবর্তীতে মঙ্গলবার সকালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয় বলে ভুক্তভোগী মিঠু জানান। এ ব্যাপারে পাইকগাছায় স্থানীয় কাউন্টারের আরপি পরিবহন কর্তৃপক্ষ জানান বিষয়টি অত্যান্ত দুঃখ জনক তবে ঐ যাত্রী পাইকগাছায় পৌছানোর পর তাকে ৫ শত টাকা ফেরত দেওয়া হয়েছে। এদিকে এ ধরণের দূরপাল্লার যাতায়াতে সাধারণ যাত্রীদের হয়রানী ও ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ঈদে বাড়ী ফেরা দূরপাল্লার যাত্রীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন