বুধবার, ২৭ জুলাই, ২০১৬

পাইকগাছা যুব স্বেচ্ছাসেবক লীগের সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় কেক কাঁটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও যুব স্বেচ্ছাসেবক লীগের প্রধান উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত হয়েছে। উপজেলা আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুব স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসিফ ইকবল রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী। বিশেষ অতিথি ছিলেন আ’লীগনেতা রতন কুমার ভদ্র, উপাধ্যক্ষ আফসার আলী, গোলাম রব্বানী, আবু হায়দার মোল্লা, আমিরুল ইসলাম, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান। বক্তব্য রাখেন যুব স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক সঞ্জয় কুমার ঘোষ, কাউন্সিলর আসমা আহম্মেদ, প্রভাষক বাবলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জীবন সরদার, সুমিত বিশ্বাস, হাবিবুর রহমান, মেহেদী হাসান নান্টু, জিনারুল ইসলাম, মুক্তার হোসেন, সাহেব আলী, আমিন হোসেন, বুলবুল হোসেন, আব্দুল খালেক, তুহিন, রনি, শামিম, রানা, ডাঃ আবু রায়হান, বিবেক চন্দ্র ধর, ছাত্রলীগনেতা মশিয়ার রহমান, রশিদা বেগম, আজিবর রহমান ও কামরুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন