শুক্রবার, ১০ জুন, ২০১৬

#‎পাইকগাছায়‬ পুলিশের বিশেষ অভিযানে ৮ জন আটক

‪#‎পাইকগাছা‬ প্রতিনিধি॥
সারাদেশের ন্যায় পাইকগাছাতেও শুরু হয়েছে পুলিশ ও র‌্যাবের যৌথ সাড়াশি অভিযান। অভিযান চলাকালীন সময়েও চলছে দুধর্ষ চুরির ঘটনা। থানা পুলিশকে ফাকি দিয়ে চোরেরা তাদের কার্য সিদ্ধি করছে। শুক্রবার দিবাগত রাতে এমনই একটি দুধর্ষ চুরির ঘটনা ঘটে গোপালপুর গ্রামে।
‪#‎থানাসুত্রে‬ জানাযায়- পুলিশের বিশেষ সাড়াশি অভিযানে গাজা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ ব্যক্তিকে
আটক করা হয়েছে। ওসি আশরাফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের সাড়াশি অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতের পর অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজাসহ পৌরসভার সরল গ্রামের রমাকান্ত শীলের ছেলে তপন শীল (৪০), জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী রাড়ুলী গ্রামের মানিক গাজীর ছেলে মোকাম গাজী, বিরাশী গ্রামের মাহাতাব সরদারের স্ত্রী শরিফা বেগম, শিলেমানপুর গ্রামের নূরুল গাজীর ছেলে জিল্লুর রহমান ও বিল্লাল গাজী, শ্রীকন্ঠপুর গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে হোসেন আলী ও সিআর মামলার ২ আসামীসহ ৮ ব্যক্তিকে আটক করে। সাড়াশি অভিযানের অংশ হিসাবে এ সকল আসামীদের আটক করা হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন