সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় মায়ানমারের রাখাইন রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বোরোচিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। ইশা ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মোঃ আবু রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনিত খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী নূর আহম্মদ। বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের খুলনা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিএল কলেজ সভাপতি এম এ হাসিবুল্লাহ, শেখ নাজমুল হুদা, মাওঃ বোরহান হোসেন, গাজী সালাম, ফারুক খলিফা। মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে মায়ানমার প্রেসিডেন্ট অং সাং সূচী’র নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবী জানান। সবশেষে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য দোয়া করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন