শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় ২ শতাধিক স্থানে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ব্যাপক ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পৌর সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২ শতাধিক স্থানে পূজার আয়োজন করা হয়। পূজাকে ঘীরে প্রতিটি মন্ডপ সাজানো হয় নান্দনিক আলোক সজ্জ্বায়। প্রবেশদ্বারে করা হয় বিশাল আকারের তোরণ বা গেট। মূল পূজাস্থলে সাজানো হয় প্যান্ডেল দিয়ে। প্রধান সড়ক থেকে পূজাস্থলে যাওয়ার পথ সাজানো হয় বিভিন্ন রঙ্গের বাতি দিয়ে। সন্ধ্যারপর মন্ডপ গুলোতে তৈরী হয় জাকজমকপূর্ণ মনোরম পরিবেশ। এ বছর পৌর এলাকায় সরল দাশ পাড়া, সরল উত্তর পাড়া, সরল পরমানিক পাড়া, সরল মাঝের পাড়া, সরল কালিবাড়ী পূজা মন্দির, সরল নবপল্লী, বাসস্টান্ড, বাজার মন্দির ও শিববাটীতে জাকজমকপূর্ণ পরিবেশে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ন্যায় উপজেলার বিভিন্ন স্থানে অনুরূপ দুই শতাধিকেরও অধিক স্থানে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয় বলে খবর পাওয়া যায়। শনিবার মধ্যরাত থেকে মূল পূজা শুরু হয়। এ উপলক্ষে মন্ডপে মন্ডপে চলে প্রসাদ বিতরণ, ধর্মীয় পূজা আর্চনা ও অঞ্জলী প্রদান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন