শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কমিউনিটি পুলিশিং ফোরাম

পাইকগাছায় মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্লাহ
নিজস্ব প্রতিবেদক॥
    পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ফোরামের এক মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের পৌরসভা সভাপতি শেখ আনিসুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। উপজেলা সম্পাদক মোঃ দাউদ শরীফের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ ) এস এম শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (দাকোপ সার্কেল) মোঃ আব্দুল কাদের বেগ, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এস এম জাবীদ হাসান, পুলিশিং ফোরামের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক মলঙ্গী, আলীগ নেতা রতন ভদ্র, উপজেলা যুবলীগের সভাপতি এস এম শামছুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি এম মিজানুর রহমান সাবেক সভাপতি গাজী সালাম। বক্তব্য রাখেন গাজী মিজানুর রহমান, আব্দুল হাকিম গোলদার, ইকবাল হোসেন খোকন, বিভূতি ভূষণ সানা , নির্মল মন্ডল, শংকর দেবনাথ, শেখ আব্দুস সাত্তার, অসিম কুমার দাশ, স.ম আব্দুল বারেক, সুশীল কুমার সানা, আব্দুল গফুর, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান ও হেকিম শাহদাৎ হোসেন। সভায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা বলেন যারা মানুষ হত্যার মাধ্যমে সন্ত্রাস করছে তারা এদেশের নাগরিক নয়, দেশের কোন সংগঠনে তাদের থাকার অধিকার নেই। এ ধরনের ব্যক্তি যদি কেউ পুলিশিং ফোরামে থেকে থাকে অবিলেম্ব তাদের বহিষ্কার করা হবে উল্লেখ করে পুলিশ কর্মকর্তারা আরো বলেন মাদক হচ্ছে অপরাধের প্রধান কারণ, এ জন্য মাদকের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না, এমনকী এ কাজে যদি কোন পুলিশ জড়িত থাকে তাকে ও আইনের আওতায় আনা হবে। এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা বলেন নারী সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে কমিউনিটি পুলিশিং ফোরামকে ঢেলে সাজানো হবে। যারা ভাল কাজ করবে তাদেরকে পুরুষ্কৃত করা হবে উল্লেখ করে পুলিশের পাশাপাশি ফোরামের সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন