রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় এক সন্তানের জননী ধর্ষনের শিকার; থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি॥
পাইকগাছায় স্বামী বাড়ীতে না থাকার সুযোগে এক সন্তানের জননী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার শ্যামাকালী পূজার রাতে উপজেলার রাড়–লীর ষষ্টীতলায় এ ঘটনা ঘটেছে বলে পরিবার সুত্রে জানাগেছে।
শনিবার দুপুরে পুলিশের কাছে জবানবন্দিকালে-রাড়–লীর আজাদুল গাজীর স্ত্রী এক সন্তানের জননী ধর্ষিতা গৃহবধু অভিযোগ করেছেন রাতের খাবার খেয়ে তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে ঘরের বেড়া কেটে প্রতিবেশি মহিদ ও সালাম নামে দু’যুবক ঘরে ঢুকে গলা ও মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এসময় আরো দু’যুবক পাহারায় ছিল বলে সে জানিয়েছে। এ গৃহবধু আরো জানিয়েছেন জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে বলে জানান। বিষয়টি জানাজানির পর স্থানীয় ইউপি চেয়ারম্যান পর্যন্ত গড়ায় এবং সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার এ প্রতিনিধিকে জানিয়েছেন খবর পেয়ে স্পর্শকাতর বিষয় হওয়ায় ক্ষতিগ্রস্থদের থানায় যাওয়ার পরামর্শ দেই। ভিকটিম ও তার পরিবারের কাছে অভিযোগ পাওয়ার পরপরই ঘটনায় জড়িতদের আটকের চেষ্ঠা অব্যহত আছে বলে ওসি মারুফ আহম্মেদ বলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন