মহিলাকে বেঁধে রেখে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পরিবার পরিকল্পনা দপ্তরের প্রাক্তন এক কর্মকর্তার বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা পরিবারের লোকজনকে বেঁধে রেখে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদঅর্থ লুটকরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার সরল গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাকের বৌমা খাদিজা খাতুন বৃষ্টি জানান, ৫ জনের একটি ডাকাত দল বাড়ির দোতলার গ্রীল কেটে শয়ন কক্ষে প্রবেশ করে প্রথমে ওড়না দিয়ে আমাকে বেঁধে রেখে আমার কক্ষের আলমারীর মধ্যে থাকা সমস্ত স্বর্ণালংকার লুট করে এরপর পাশের কক্ষে খালা সাহেরা খাতুনকে বেঁধে রেখে ঐ কক্ষে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। সবশেষে নিচতলার ভাড়াটিয়া ব্র্যাক কর্মকর্তা সুব্রত ঘোষের কক্ষের গ্রীল কেটে ঐ রুমে থাকা ২৩ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। বাড়ির মালিক প্রাক্তন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রাজ্জাক গাজী জানান, ডাকাতদের প্রত্যেকের হাফ প্যান্ট পরা ছিল এবং প্রত্যেকের কাছে লোহার রড ছিল। ডাকাতরা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় বলে তিনি প্রাথমিক ধারণা করছেন। এ খবর জানতে পরে সকালে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পরিবার পরিকল্পনা দপ্তরের প্রাক্তন এক কর্মকর্তার বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা পরিবারের লোকজনকে বেঁধে রেখে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদঅর্থ লুটকরে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার সরল গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাকের বৌমা খাদিজা খাতুন বৃষ্টি জানান, ৫ জনের একটি ডাকাত দল বাড়ির দোতলার গ্রীল কেটে শয়ন কক্ষে প্রবেশ করে প্রথমে ওড়না দিয়ে আমাকে বেঁধে রেখে আমার কক্ষের আলমারীর মধ্যে থাকা সমস্ত স্বর্ণালংকার লুট করে এরপর পাশের কক্ষে খালা সাহেরা খাতুনকে বেঁধে রেখে ঐ কক্ষে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে। সবশেষে নিচতলার ভাড়াটিয়া ব্র্যাক কর্মকর্তা সুব্রত ঘোষের কক্ষের গ্রীল কেটে ঐ রুমে থাকা ২৩ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। বাড়ির মালিক প্রাক্তন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রাজ্জাক গাজী জানান, ডাকাতদের প্রত্যেকের হাফ প্যান্ট পরা ছিল এবং প্রত্যেকের কাছে লোহার রড ছিল। ডাকাতরা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় বলে তিনি প্রাথমিক ধারণা করছেন। এ খবর জানতে পরে সকালে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন