রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

পাইকগাছার ইউপি চেয়ারম্যান দিবাকরকে প্রাণনাশের হুমকি

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ইউনিয়ন পরিষদে সন্ত্রাসী কর্মকান্ড ও ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি প্রদান করায় বাশার গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ওসি মারুফ আহম্মদের নিকট লিখিত এ অভিযোগ দায়ের করা হয়।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার কাঠামারি গ্রামের মোজাম গাজীর ছেলে বাশার গাজী, গত ৮ অক্টোবর লতা ইউনিয়ন পরিষদে প্রবেশ করে ইউপি চেয়ারম্যান ও আ’লীগনেতা দিবাকর বিশ্বাসের সাথে অসৌজন্যমূলক আচারন করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ২০ অক্টোবর পরিষদের সাধারণ সভায় উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত মোতাবেক রোববার বাশার গাজীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস , ইউপি সচিব জাভেদ ইকবাল, ইউপি সদস্য সুষমা রায়, কাদম্বিনী মন্ডল, শিউলী রায়, স ম আব্দুল বারিক, দেবাশীষ রায়, শিবানন্দ মন্ডল, কৃষ্ণ রায়, বিশ্বজিৎ শীল, আজিজুল বিশ্বাস, আলমগীর খলিফা, মীর ইব্রাহিম খলিল ও প্রদীপ মহলদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন