শনিবার, ১ অক্টোবর, ২০১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের আসন, জনবল ও সেবার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নিত করণ, ডাক্তার-নার্স সংকট নিরসন, পরিচ্ছনতা বজায় রাখা, নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন ও রোগীদের সেবার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর এ দাবী যুক্তি সংগত উল্লেখ করে একমত পোষন করেছেন সিভিল সার্জন অফিসের উর্দ্ধতন কর্তৃপক্ষ। পাইকগাছা পৌরসভা ক্লাবের উদ্যোগে শনিবার সকালে হাসপাতাল রোডে জাহিদুর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কাউন্সিলর রবি শংকর মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম ও আব্দুল ওহাব বাবলু, কবির হোসেন, মফিজ উদ্দীন, ফয়সাল রাসেদ সনি, কামরুল ইসলাম, মারুফ হোসেন, রাকিব, রাহাদ, রমযান, বাদশা, বাবু, বাবুল, রাসেল, ফয়সাল ও সেলিম রেজা। মানববন্ধনের শুরুতেই এলাকাবাসীর এ দাবীর সাথে একমত পোষন করে আন্দোলনকারীদের সাথে কথা বলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মঈন উদ্দীন মোল্লা, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান, এসএমটি মফিজ উদ্দীন ও উপজেলা স্বাস্থ্য ও  প. প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন