বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

বাবু সভাপতি, মইনুল সম্পাদক-পাইকগাছায় গড়ইখালীর বনিক সমিতির নির্বাচন সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি॥
পাইকগাছা গড়ইখালী বনিক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা বাবুল হোসেন বাবু গাইন সভাপতি ও মইনুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকালে গড়ইখালী বাজারস্থ সমিতির কার্যালয়ে  ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগ নেতা রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে রাজনৈতিক, পেশাজীবি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে ৯ সদস্যের বনিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবু হায়দার আইয়ুব, কোষাধ্যক্ষ নেয়ামত আলী সরদার, সদস্য অখিল মন্ডল (কালিবাবু), ডাঃ রেজাউল করিম, আব্দুস সবুর সরদার, এসএম হায়দার আলী ও কানাই লাল। কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা এসএম আইয়ুব আলী, গাজী মিজানুর রহমান, ব্এিম শফি, ইউপি সদস্য আব্দুস সালাম কেরু, হাফিজুর রহমান, গাউসুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন