শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বাড়ীতে চুরি সংঘটিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার নতুন বাজারের ৩টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও পাশ্ববর্তী একটি বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থ সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একটি চোর চক্র গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের উত্তমের চাউলের দোকান থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা, প্রভাত ঘোষের মিষ্টির দোকান থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী, সাব্বির হোসেনের শেখ এন্টারপ্রাইজ থেকে নগদ ৬ হাজার টাকা সহ ৩০ হাজার টাকার মালামাল ও পাশ্ববর্তী গোপালপুর গ্রামের রবি রায় চৌধুরীর বাড়ী থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকর চুরি করে পালিয়ে যায়। বিষয়টি সকালে জানাজানি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন