শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

পাইকগাছা-কয়রা সীমান্তে সুড়িখালী বাজারের সরকারি সম্পত্তি দখলের অভিযোগ

বিশেষ প্রতিনিধি॥
পাইকগাছা কয়রা সীমান্তে সুড়িখালী বাজারে রাতারাতি ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে সরকারি সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ সম্পত্তিতে টিনের ঘর তৈরী করে দখল চেষ্ঠা করেন হাতিয়ারডাঙ্গা গ্রামের প্রাণেশ্বর বাছাড়ের দু’ছেলে। স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানাগেছে। সুড়িখালী হাট ইজারাদার মুজিবর রহমান ও স্থানীয় ব্যবসায়ী সুকেশ বাছাড় ও পিটার মন্ডল জানান-ঘটনার সময় গভীর রাতে হাতিয়ারডাঙ্গার পুষ্পেন ও সুবেন্দু বাছাড় নামে দু’যুবক বহিরাগতদের নিয়ে সরকারি প্রায় ১ শতক জায়গার উপর টিনের ঘর তৈরী করে চায়ের দোকান গড়ে তোলার চেষ্ঠা করেন। সকালে জানাজানির পর এ ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য প্রশান্ত কুমার বাইন এ প্রতিনিধিকে বলেন- ইউপি চেয়ারম্যানের নির্দেশে বাজার কমিটির সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন। এ অভিযোগ সম্পর্কে পুষ্পেন বাছাড় বলেন তার ভাই হাটের জায়গায় ঘর বাঁধলে চেয়ারম্যানের নির্দেশে এ ঘর অপসারণ হয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন