শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কপিলমুনি প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), কপিলমুনি শাখার উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বাণিজ্যিক শহর কপিলমুনির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সহচরী বিদ্যামন্দির শহীদ মিনার চত্ত্বরে সংগঠণের স্থানীয় সভাপতি এইচ,এম, শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় ‘দোষারোপ নয়, দূর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওসি মারুফ আহম্মাদ। বক্তব্য রাখেন, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এস,এম, আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, ক্যাম্প ইনচার্জ এস,আই বরকত আলী, নিসচা’র উপদেষ্টা মঈনুল হাসান শিমুল, আ’লীগনেতা সরদার গোলাম মোস্তফা ও সাবরিন আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন