বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয়া দুর্গোৎসব সম্পন্ন

বিশেষ প্রতিনিধি। 
পাইকগাছায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে শারদীয়া দুর্গোৎসব। মঙ্গলবার বিজয়া দশমী শেষে কিছু কিছু মন্ডপের প্রতিমা বিসর্জন করা হলেও অধিকাংশ মন্ডপের প্রতিমা বিসর্জন বুধবার সম্পন্ন করা হয়। এর আগে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, সাবেক সংসদ সদস্য এ্যাড সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ উল মোস্তাক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু, কেন্দ্রীয় আ’লীগনেতা প্রেম কুমার মন্ডল, আ’লীগনেতা গাজী মোহাম্মদ আলী, ডাঃ শেখ শহিদ উল্লাহ, শেখ মনিরুল ইসলাম, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, এ বছর উপজেলার ১৩৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই  অতিতের যে কোন সময়ের চেয়ে এ বছর শারদীয়া দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানান। পূজাকে কেন্দ্র করে পৌরসভার বিভিন্ন মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয় বলে মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্দির কমিটি, পুলিশ, আনসার ও ভিডিপি এবং স্বেচ্ছাসেবক সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে বলে ইউএনও নাহিদ উল মোস্তাক জানান। এদিকে মঙ্গলবার বিজয়া দশমীর মধ্যদিয়ে মূল পূজা শেষ হলেও সনাতন ধর্মালম্বীদের মতে দিনটি ভারি হওয়ায় এদিন অধিকাংশ মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয় না। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মন্ডপের প্রতিমা বিসর্জন করার মধ্যদিয়ে শারদীয়া দুর্গোৎসব সম্পন্ন হয়। এদিন সকালে প্রতিমা বিসর্জনের পূর্বে মন্ডপ গুলোতে সনাতন ধর্মালম্বী নারী দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ঘটে। সকলে শেষ বারের মতো দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বিদায় জানায়। পাশাপাশি নিজেদের মধ্যে একে অপরকে সিঁদুর লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করে। দেবী দুর্গার বিদায় লগ্নে যেন নারী ও তণীদের মধ্যে মিলন মেলায় পরিণত হয়। দর্শনার্থী শম্পা মল্লিক জানান, দেবী দুর্গাকে বিদায় জানানো অনেক বেদনার বিষয়। তবে একে অপরকে সিঁদুর লাগিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে কিছুটা হলেও আনন্দ উপভোগ করেছি। বুধবার দুপুরে শিববাটী সংলগ্ন শিবসা নদীতে প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করা হয় বলে সরল কালিবাড়ী কেন্দ্র্রীয় পূজা মন্দির কমিটির জগদীশ চন্দ্র রায় জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন