
বিশেষ প্রতিনিধি॥
খুলনার পাইকগাছায় ১০ টাকার চাল বিক্রির রেশন কার্ডের তালিকা কাট ছাটের মাঝে এবার ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে বিএনপি’র এক দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাহী অফিসারের কাছে অভিযোগ, সময়মত তালিকা না দেয়ায় আর এক চেয়ারম্যানকে শোকজ, মামলা আতংকে লতা ছাড়া কোন ইউপি চেয়ারম্যান স্বচ্ছ তালিকার অঙ্গিকারনামার নির্দেশনায় সাড়া দেইনি। উদ্বুদ্ধ পরিস্থিতিতে রোববার উপজেলা খাদ্য কমিটির সভা ডাকা হয়েছে। এদিকে সময় বিলম্বের কারনে গত মাসের মত এ মাসেরও বরাদ্ধ বাতিলের আশংকায় রয়েছে নিয়োগকৃত ডিলার ও সুবিধাবঞ্চিতরা।
খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় দরিদ্রদের তালিকা তৈরীর ক্ষেত্রে এবার উপজেলার চাঁদখালীর বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক অনিয়মের খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে এ তালিকায় ইউপি চেয়ারম্যান, মেম্বরদের নিকট আত্মীয়, ভাতাভোগী, একই পরিবারভূক্ত, বিদেশে কর্মরত পরিবারের সদস্যসহ স্বচ্ছল ও ধনী পরিবারের সদস্যরা স্থান পেয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ৪নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোশারাফ হোসেন মোড়ল বাদী হয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জোয়াদ্দার রসুল বাবু ওয়ার্ড সদস্য শফিক সরদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছে। এ অভিযোগ সম্বন্ধে জানতে চাইলে ঢালাও এ অভিযোগ সত্য নয় বলে চেয়ারম্যান জোয়াদ্দুর রসুল বাবু বলেন। প্রায় একমাস ধরে মাঠ পর্যায়ে তদন্ত করে ও ইউপি মেম্বরদের তালিকা সমন্বয় করে সংশ্লিষ্ট খাদ্য দপ্তরে সম্পূর্ণ তালিকা জমা দেয়া হয়েছে। খাদ্য দপ্তর থেকে জানাগেছে-১০ ইউপিতে ১৩ হাজার ১২৩ দরিদ্র পরিবারের মাঝে ২৫ জন ডিলার নিয়োগের পরও ৫ মাসের কর্মসূচীর এ পর্যন্ত কপিলমুনি, গড়ইখালী ছাড়া নানা সংকটের কারনে অন্য ৮ ইউপি’র পরিপূর্ণ তালিকার অভাবে সেপ্টেম্বর মাসের বরাদ্দ বাতিল হলে এলাকায় নৈতিবাচক প্রভাব পড়ায় কর্তৃপক্ষ কঠোর হয়ে সময়সীমা বেঁধে দিয়ে ২০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করে এবং সেইসাথে অনিয়ম রোধে চেয়ারম্যান, মেম্বরদের অঙ্গীকারনামা জমা দেয়ার নির্দেশনা দেন। জানাগেছে, মামলা আতংকে একমাত্র লতা ছাড়া কোন ইউপি চেয়ারম্যান এ পর্যন্ত অঙ্গীকারনামা জমা দেননি বলে জানাগেছে। খাদ্য দপ্তর জানিয়েছে এ পর্যন্ত তালিকা জমা না দেয়ায় হরিঢালী ইউপি চেয়ারম্যানকে শোকজ, জমা দেয়ার পরে তা সংশোধনীর জন্য গদাইপুরসহ ৩ ইউপি চেয়ারম্যান তালিকা ফেরৎ নিয়েছে বলে জানিয়েছে। ইতোপূর্বে এ কর্মসূচী নিয়ে ডিলার বাতিল, ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট খাদ্য কমিটির নামে পৃথক দু’টি মামলার ঘটনা ঘটেছে। ইতোপূর্বে অনিয়মের অভিযোগে ঘটনায় ডিলারশীপ বাতিল ও মামলার ঘটনা উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক বলেন চাঁদখালীতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে সেক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
এই ঘটনা সম্পুন্ন মিথ্যা।
উত্তরমুছুন