মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

পাইকগাছার গড়ইখালীতে স্বেচ্ছাসেবকদের মাঝে পূজার বিশেষ পোশাক বিতরণ

নিজস্ব প্রতিনিধি ॥
পাইকগাছার গড়ইখালীর ১০টি পূজা মন্ডপে শান্তি শৃংখলা রক্ষায় ৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার সকালে গড়ইখালী বাজারস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সমবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যেক স্বেচ্ছাসেবককে প্রদান করা হয় পূজার বিশেষ পোশাক। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিরেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এসএম আয়ুব আলী, আ’লীগ নেতা গাজী মিজানুর রহমান, আজমল হোসেন, আক্তার হোসেন গাইন, ইউপি সদস্য দূর্গাদাশ মন্ডল, মনোহর চন্দ্র মন্ডল, শহিদুল ইসলাম সরদার, আব্দুস সালাম কেরু, আব্দুল হান্নান গাজী, শাহবুদ্দিন গাইন, বিপুল কুমার মন্ডল, অচিন্ত কুমার মন্ডল, ইয়াছিন গাইন, কাজল রানী বর্মন, সীমা বিশ্বাস, নাসরিন মন্টু ও ইউপি সচিব মিরাজুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন