শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অজিত বাইন (৬৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে কৈয়াছিটিবুনিয়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
আহতের পরিবার সূত্র জানিয়েছে, কৈয়াছিটি মৌজায় ৪ বিঘা আয়তনের একটি চিংড়ি ঘেরের সম্পত্তি নিয়ে মৃত ললিত বাইনের ছেলে অজিত বাইনের সাথে প্রতিপক্ষ মুরালী, দীপক গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ ও থানায় একাধিকবার শালিশী বৈঠক হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে গত শুক্রবার শালিসী বৈঠক নির্ধারণ করা হয়। কিন্তু বৈঠকে এক পক্ষ হাজির না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এদিকে বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে নিজ বাড়িতে অজিত বাইনকে প্রতিপক্ষ মুরারী ও দীপক পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত অজিতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুির্ত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন