পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস- ২০১৬ উপলক্ষে র্যালী, হাতধোয়া প্রদশর্নী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নবলোক, ¯িপ্রং বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলানয়নে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, অধ্যক্ষ রবিউল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, প্রভাষক আলহাজ্ব শহীদুল ইসলাম, কুসুম কলি সরকার, শিক্ষক প্রদীপ শীল, সুরাইয়া ইয়াসমিন, নবলোকের মঈন উদ্দীন শেখ, ¯িপ্রং বাংলাদেশের মোঃ জামাল উদ্দীন, শিক্ষার্থী জয়শ্রী রায়, তাসমিয়া ইসলাম চাঁদনী, তনয় সেন ও ওয়াসিপ গফুর। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হাতধোয়া প্রদশর্নী অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন