শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের ভাইয়ের ১০ টাকার চাল উত্তোলন

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কপিলমুনিতে ইউপি চেয়ারম্যানের ভাই ১০ টাকা কেজি দরে রেশন কার্ডের চাল উত্তোলনের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়াসহ পক্ষে-বিপক্ষে দু’ধরনের মন্তব্য লক্ষ্য করা গেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে-খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ইতোমধ্যে উপজেলার কপিলমুনি ইউপিতে সেপ্টেম্বর মাসের সুফলভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের ভাই কুদ্দুস জোয়াদ্দার রেশন কার্ডে নাম অর্ন্তভূক্ত করে এ চাল উত্তোলন করায় দু’ধরনের জনমত সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই মন্তব্য করেছেন স্বচ্ছতা বজায় রাখার জন্য চেয়ারম্যানের ভাই হিসাবে কার্ডের তালিকায় তার নাম শ্র্রেণীভূক্ত করা যথাযথ হয়নি। অনেকেই জানিয়েছেন বিরোধীতার খাতিরে অনেকেই বিরোধীতা করছেন। এ বিষয়ে মুঠোফোনে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের মতামত নেয়ার চেষ্ঠা করা হলেও তাকে পাওনা যায়নি। চাল প্রাপ্তির কথা স্বীকার করে তবে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন গাজী বলেন-ক্দ্দুুস জোয়াদ্দার রেশন কার্ড পাওয়ার যোগ্য বিধায় সংশ্লিষ্ট কমিটি কার্ডে তার নাম অর্ন্তভূক্ত করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন