রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সুস্থ্য বাড়ি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সুস্থ্য বাড়ি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সুস্থ্য বাড়ি’র উপর আলোচনা সভা, লিফলেট বিতরণ ও জারিগান পরিবেশিত হয়েছে। পাইকগাছা পৌরসভা ও নবলোকের যৌথ উদ্যোগে শনিবার বিকালে পৌরসভা চত্ত্বরে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর অহেদ আলী গাজী, গাজী আব্দুস সালাম, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, শেখ মাহাবুবর রহমান রঞ্জু, আসমা আহম্মেদ, কবিতা দাশ ও সরবানু বেগম, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দীন সেখ। অনুষ্ঠানে হেলদিহোম বা সুস্থ্য বাড়ির উপর জারিগান পরিবেশন করেন বয়াতি আব্দুল মজিদ ও তার দল। অনুষ্ঠান শেষে পৌরসভার পক্ষথেকে প্রতিটি ওয়ার্ডে হেলদিহোম মনিটরিং কমিটি গঠন করা হয়। যে কমিটির সুপারিশের ভিত্তিতে পুরস্কার প্রদানের ঘোষণাদেন মেয়র সেলিম জাহাঙ্গীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন