বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় বসতবাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যানকে জীবন নাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল অভিযোগ করেছেন, ভিটে বাড়ী সম্পত্তির বিরোধ ও সেটেলমেন্টে ম্যাপ সংশোধনকে কেন্দ্র করে সোমবার খুলনা দৌলতপুরস্থ সেটেলমেন্ট অফিসে শুনানীর পর ২টার দিকে মেইন রোডে ফেলে আমাকে প্রতিপক্ষ প্রভাবশালী রব গাজী তার ভাড়াটে লোকজন দিয়ে প্রকাশ্যে ট্রেন লাইনে ফেলে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার জের ধরে গতকাল সকালে পাইকগাছা উপজেলা কোর্ট চত্ত্বরে রব গাজী ও কৃষ্ণপদ মন্ডলের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতিতে রুপ নেয়।
অভিযোগে জানাগেছে, পৌরসভার বাতিখালী মৌজায় সাবেক ৩১৫ ও হাল ৪৪০ দাগে বাতিখালী গ্রামের মৃত হাজরাপদ মন্ডলের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল গংরা বসতবাড়ী হিসাবে ভোগদখল করে আসছেন। একই দাগ সিমানায় বয়ারঝাপা গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে রব গাজী গংরা পঙ্কোজ সাধুর নিকট থেকে ক্রয় সূত্রে সাড়ে ১৯ শতক জমি ভোগদখলে আছেন। এদিকে রব গাজী গংরা কৃষ্ণ গংদের দখলে থাকা ২ শতক জমি দখলের পায়তারা করছে এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিশিস্টজনদের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে একাধিক শালিসী বৈঠক হয়েছে এবং গত ১৩/০৭/১৫ ইং তারিখে উকিল কমিশন কৃষ্ণ গংদের অনুকূলে প্রতিবেদনও দাখিল করেন বলে জানাগেছে। চ্যালেঞ্জ করে রব গাজী খুলনা দৌলতপুরস্থ সেটেলমেন্ট অফিসে স্বরনাপন্ন হলে গত সোমবার ছিল উক্ত কেসের শুনানির ধার্য্য দিন। শুনানির পরে বিকেলে ফিরে আসার সময় পথিমধ্যে অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি কৃষ্ণ পদ মন্ডলকে জীবন নাশের হুমকি দেয় এবং যে কোন সময় বিবাদীর লোকজন দ্বারা ক্ষয়ক্ষতির আশংকায় মঙ্গলবার বিবাদী রব গাজীর বিরুদ্ধে গতকাল থানায় সাধারণ ডায়েরী করেছেন কৃষ্ণপদ মন্ডল। যার নং- ১০৪৪, তাং- ২৫/১০/১৬।
পাইকগাছায় বসতবাড়ীর জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যানকে জীবন নাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল অভিযোগ করেছেন, ভিটে বাড়ী সম্পত্তির বিরোধ ও সেটেলমেন্টে ম্যাপ সংশোধনকে কেন্দ্র করে সোমবার খুলনা দৌলতপুরস্থ সেটেলমেন্ট অফিসে শুনানীর পর ২টার দিকে মেইন রোডে ফেলে আমাকে প্রতিপক্ষ প্রভাবশালী রব গাজী তার ভাড়াটে লোকজন দিয়ে প্রকাশ্যে ট্রেন লাইনে ফেলে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার জের ধরে গতকাল সকালে পাইকগাছা উপজেলা কোর্ট চত্ত্বরে রব গাজী ও কৃষ্ণপদ মন্ডলের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতিতে রুপ নেয়।
অভিযোগে জানাগেছে, পৌরসভার বাতিখালী মৌজায় সাবেক ৩১৫ ও হাল ৪৪০ দাগে বাতিখালী গ্রামের মৃত হাজরাপদ মন্ডলের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল গংরা বসতবাড়ী হিসাবে ভোগদখল করে আসছেন। একই দাগ সিমানায় বয়ারঝাপা গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে রব গাজী গংরা পঙ্কোজ সাধুর নিকট থেকে ক্রয় সূত্রে সাড়ে ১৯ শতক জমি ভোগদখলে আছেন। এদিকে রব গাজী গংরা কৃষ্ণ গংদের দখলে থাকা ২ শতক জমি দখলের পায়তারা করছে এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিশিস্টজনদের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে একাধিক শালিসী বৈঠক হয়েছে এবং গত ১৩/০৭/১৫ ইং তারিখে উকিল কমিশন কৃষ্ণ গংদের অনুকূলে প্রতিবেদনও দাখিল করেন বলে জানাগেছে। চ্যালেঞ্জ করে রব গাজী খুলনা দৌলতপুরস্থ সেটেলমেন্ট অফিসে স্বরনাপন্ন হলে গত সোমবার ছিল উক্ত কেসের শুনানির ধার্য্য দিন। শুনানির পরে বিকেলে ফিরে আসার সময় পথিমধ্যে অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি কৃষ্ণ পদ মন্ডলকে জীবন নাশের হুমকি দেয় এবং যে কোন সময় বিবাদীর লোকজন দ্বারা ক্ষয়ক্ষতির আশংকায় মঙ্গলবার বিবাদী রব গাজীর বিরুদ্ধে গতকাল থানায় সাধারণ ডায়েরী করেছেন কৃষ্ণপদ মন্ডল। যার নং- ১০৪৪, তাং- ২৫/১০/১৬।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন