বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

পাইকগাছায় ডিগ্রী (পাস) পরীক্ষায় ৬৮৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫০

নিউজ অফ পাইকগাছা ॥   জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়
মিত শিক্ষার্থীদের প্রথমবর্ষ ডিগ্রি (পাস) কোর্সের পরীক্ষা বৃহস্পতিবার একযোগে শুরু হয়েছে। হরতাল নিয়ে উৎকন্ঠার মধ্যে থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১ম দিনের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাইকগাছা ও কপিলমুনি কলেজ কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থী ৬৮৯ জন, প্রথম দিন অনুপস্থিত ৫০ জন। পাইকগাছার দু’টি কেন্দ্রে ৯টি কলেজ পরীক্ষায় অংশগ্রহন করেছে। তারমধ্যে পাইকগাছা কলেজ কেন্দ্রে কপোতাক্ষ কলেজ কয়রা, কয়রা মহিলা কলেজ, খান সাহেব কোমর উদ্দীন কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, গড়ইখালী আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এবং কপিলমুনি কলেজ। অপরদিকে কপিলমুনি কলেজ কেন্দ্রে ৩টি কলেজ পরীক্ষায় অংশগ্রহন করেছে, তার মধ্যে পাইকগাছা কলেজ, শালিখা কলেজ এবং হরিঢালী মহিলা ডিগ্রী কলেজ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন পাইকগাছা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পাইকগাছা কলেজ কেন্দ্রের কেন্দ্র অধিকর্তা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আশা করি বাকি পরীক্ষাগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কপিলমুনি কলেজের কেন্দ্র কর্মকর্তা কলেজের অধ্যক্ষ মোঃ হাাবিবুল্লাহ বাহার জানান-কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন