নিউজ অফ পাইকগাছা ॥ পাইকগাছার রাড়–লী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসার সাবেক কমিটির ক্যাশিয়ার ও সেক্রেটারীর বিরুদ্ধে টাকা ও জিনিসপত্র আত্মসাৎের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর্তমান কমিটির সহ-সভাপতি, সেক্রেটারী ও একসদস্য সাবেক কমিটির ক্যাশিয়ার ও সেক্রেটারীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবার লিখিত আবেদন করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার রাড়–লী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসার সাবেক ক্যাশিয়ার একই এলাকার মৃত ওসমান গাজী (পাচু) এর ছেলে মোঃ আবুল হোসেন গাজী ও অপর ভাই সাবেক সেক্রেটারী মোঃ আব্দুস সামাদ গাজী দায়িত্বে থাকাকালিন সময় উভয়ের যোগসাজসে মাদ্রাসার জমি ক্রয়ের জন্য ১ লক্ষ ৩১ হাজার ৯’শ ৯১ টাকা এবং জমি রেকর্ড বাবাদ ৫ হাজার ৩’শ ২৯ টাকা এবং জমির কাগজপত্রসহ আসবাবপত্র নিজেদের কাছে রাখেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। ২০০৮ সাল থেকে তারা উভয়ে টাকার হিসাব ও জমির কাগজ পত্র কমিটির নিকট হস্তান্তরের জন্য বিভিন্নভাবে কালক্ষেপন করে আসায় মাদ্রাসার সহ-সভাপতি মোঃ জাহান আলী গাজী, সেক্রেটারী মোঃ জামাল উদ্দীন মোড়ল ও সদস্য মোঃ মিন্টু গাজী সাবেক ক্যাশিয়ার আবুল হোসেন গাজী ও সাবেক সেক্রেটারী আব্দুস সামাদ গাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন রাড়–লী ইউপি চেয়ারম্যানকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন