শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৪

পাইকগাছা উপজেলা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

চেয়ারম্যান রশীদুজ্জামান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মুুজিবুর রহমান সানা, (মহিলা) দীপ্তি রাণী চক্রবর্তী
নিউজ অফ পাইকগাছা ॥
 আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর একক প্রার্থী নির্ধারণে তৃনমুল পর্যায়ে ভোট আহবান করা হয়। শুক্রবার দিনভর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ভোট অনুষ্ঠিত হয়। তৃনমুল পর্যায়ে ভোটের মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা হয়। চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান রশীদুজ্জামান ১০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পান। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ৮৯ ভোট পান এবং তৃতীয় স্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ ৬৩ ভোট পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দলীয় মনোনয়ন পান স্বেচ্ছাসেবকদল নেতা মুজিবুর রহমান সানা, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আ’লীগ নেতা দেবব্রত রায় দেবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় একক প্রার্থী হিসাবে দীপ্তি রাণী চক্রবর্তীকে প্রার্থী ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি হারুন-উর-রশীদ, সেক্রেটারী মোস্তফা রশিদি সুজা, কেন্দ্রীয় আ’লীগ নেতা আবু হানিফ, জেলা যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা, ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন