বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৪

পাইকগাছায় জমে উঠেছে উপজেলা নির্বাচন; প্রার্থীদের দলীয় পরিচয়ে ভোট প্রার্থনা

    চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা
নিউজ অফ পাইকগাছা  খুলনার পাইকগাছায় জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে। উপজেলা পরিষদ স্থানীয় সরকার নির্বাচন হলেও  জাতীয় নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করে দলীয় মনোনিত প্রার্থী চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। ফলে দলীয় পরিচয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে নির্বাচনী লড়াই করছেন ৬ চেয়ারম্যানপ্রার্থী। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় পরিচয় তুলে ধরে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। অপরদিকে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৎপর রয়েছেন স্ব-স্ব দলের উর্দ্ধতন ও তৃনমুল নেতাকর্মীরা। সুত্রমতে-হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ইখালীসহ ১০ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে জেলার পাইকগাছা উপজেলা পরিষদ। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী জানান গুরুত্বপূর্ণ এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩, যার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ ও মহিলা ৯২ হাজার ১৩৭- কেন্দ্র ৬৯।  আগামী ১৫ মার্চ ৩য় দফায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চেয়ারম্যানপদে ১০ প্রার্থী মনোনয়ন দাখিল করলেও ইতোমধ্যে আ’লীগ ও বিএনপি’র ৪ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনীয় লড়াই করছেন ৬ চেয়ারম্যানপ্রার্থী। আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন আ’লীগ মনোনিত উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। দোয়াত কলম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ দলীয় জোট মনোনিত জেলা বিএনপি’র উপদেষ্ঠা সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, ঘোড়া প্রতিক নিয়ে লড়াই করছেন উপজেলা জাতীয় পার্টি ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাপ-পিরিচ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, চিংড়ী মাছ নিয়ে লড়ছেন বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) কবি আবদার রশিদ, মোটর সাইকেল প্রতিকে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী। প্রতিদ্বিন্দ্বি এসব প্রার্থীদের নির্বাচনী এলাকায় বেশ পরিচিতি থাকলেও এবারের নির্বাচনে ব্যক্তির চেয়ে কে কোন দলের এটাই মূখ্য ভূমিকা রাখছে ভোটারদের কাছে। ঠিক জাতীয় নির্বাচনের ন্যয় গুরুত্ব পাচ্ছে প্রার্থীদের রাজনৈতিক পরিচয়। সবমিলিয়েই স্থানীয় সরকার এ নির্বাচন জমে উঠেছে জাতীয় নির্বাচনের ন্যায়। ৬ প্রার্থীর মধ্যে শেষ মুহুর্তে ত্রিমুখী লড়াই হতে পারে বলে সাধারণ ভোটাররা ধারনা করছেন। 
                                                          পাইকগাছা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচন উপল্েয উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা কলেজ মার্কেট চত্ত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে  ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আনিছুর রহমান, মোঃ রাজীব গোলদার, ছাত্রনেতা বজলুর রহমান, মৃনাল কান্তি বাছাড়, বিশ্বজিৎ দফাদার, মোৎ মহাসিন, জয়দেব, সুমন, বিশ্বজিৎ সানা, গোপাল মন্ডল, তারক সানা, ফরহাদ, রামকৃষ্ণ, মিন্টু, পলাশ, রোহিত, ইমরান, হাবিবুর, কুদ্দুস, রোহিতুর রহমান, কবির, ময়েজ, রামপ্রদাস, চয়ন, অনুপম, বিসমিল্লাহ গাজী, প্রেমাংশু, ইসমাইল, রাসেল, ইসলাম, প্রসাদ ও রিপন।
                                                              পাইকগাছায় পল্লী সমাজের লাইব্রেরী স্থাপন
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় সরল পল্লী সমাজের উদ্যোগ ও সামাজিক মতায়ন কর্মসূচীর সহযোগিতায় সরলস্থ অনিমা মন্ডলের বাড়ীতে লাইব্রেরী স্থাপন করা হয়েছে। বুধবার বিকালে অনিমা মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে লাইব্রেরীতে মহামনীষিদের জীবনি ও সামাজিক তথ্য সমৃদ্ধ বই প্রদান করেন ব্র্যাক পেইজ কর্মসূচীর পিও সুনিলা তাফালি, ও নাসরিন খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরল পল্লী সমাজের কমলা রাণী, রেহেনা খাতুন, আবু সাঈদ, আবু জাফরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
                                                               জেলা নেতৃবৃন্দের মুক্তির দাবীতে পাইকগাছা প্রতিবাদ সভা
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনা জেলা ছাত্রদলের সভাপতি শেখ কামরান হাসান, সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত সহ আটককৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবীতে পাইকগাছা উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৌরসভার সরল বাজার চত্ত্বরে বৃহস্পতিবার সকালে এক প্রতিসভা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বি,এম আকিজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপিনেতা ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি বিএনপি নেতা গাজী আমিনুল ইসলাম বাহার, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন। বক্তব্য রাখেন, ছাত্রনেতা শেখ বেলাল হোসেন, আবু হাসান, নাজমুল হুদা মিন্টু, শেখ ফরহাদ হোসেন মুক্ত, শেখ মাহদুদুল হক মুন্না, শাহিনুর রহমান, সোহাগ পারভেজ, জাহিদ নেওয়াজ, আব্দুল বাতেন, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আক্তারুল ইসলাম, শেখ রাব্বি, রিপন আহম্মেদ, রনি হালদার, মোঃ ইকবাল হোসেন, হাসানুজ্জামান, রেজাউল ইসলাম, রুবেল হোসেন প্রমুখ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন