মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইলিয়াস হোসেন চূড়ান্ত এসব প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান (আনারস), ১৯ দলীয় জোট মনোনিত জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী (দোয়াতকলম), উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর (ঘোড়া), সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (কাপপিরিচ), বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) কবি ডাক্তার জিএম আবদার রশীদ (চিংড়ীমাছ)। ৭ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন (টিউবওয়েল), স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান সানা (তালা), বিএনপি নেতা মোঃ আব্দুল গফুর (টিয়াপাখি), এ্যাড. এসএম মুজিবর রহমান (বই), যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু (  ), ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল (মাইক), ইউনাইটেড কমিউনিষ্ট নেতা শাহাজান সিরাজ সাজু (চশমা)। ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়াম্যান ও বিএনপি মনোনিত রাবেয়া হোসেন (হাঁস), আ’লীগ মনোনিত ইউপি সদস্য দীপ্তি চক্রবর্তী (পদ্মফুল), জামায়াত মনোনিত শাহানারা খাতুন (কলম) ও মোছাঃ মাছুমা খাতুন (ফুটবল)।
                                         পাইকগাছায় স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা বষিয়ক আলোচনা সভা ও পুরস্কার বতিরণী
নউিজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় হোটলে রষ্টেুরন্টেে স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা বষিয়ক আলোচনা সভা ও পুরস্কার বতিরণী অনুষ্ঠতি হয়ছে।ে পৌরসভা স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা কমটিরি উদ্যোগ ও নবলোক পরষিদ এবং ওয়াটার এইড ইন বাংলাদশে এর সহযোগতিায় মঙ্গলবার সকালে স্থানীয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমতিি ভবনে কাউন্সলির মোঃ আব্দুল লতফি সরদাররে সভাপতত্বিে অনুষ্ঠতি অনুষ্ঠানে বক্তব্য রাখনে-কাউন্সলির শখে আনছিুর রহমান মুক্ত, আসমা আহম্মদে, উপজলো স্যানটিারী ইন্সপক্টের উদয় মন্ডল, ষোলআনা সমতিরি সভাপতি এ্যাড. র্মোতজা জামান আলমগীর রুলু, আবু জাফর, সাংবাদকি আব্দুল আজজি, কাজী জাহাঙ্গীর হোসনে, ইমদাদুল হক, আসাদুল ইসলাম ও নবলোক পরষিদরে মইনুদ্দনি শখে, সুমন খান ও এজাজুর রহমান। অনুষ্ঠানে মানসম্মত খাবার ব্যবস্থাপনার উপর নমতিা হোটলে মালকিকে প্রথম, গাজী হোটলে দ্বতিীয় এবং সবুর হোটলে মালকিকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।
                                                            বিরল রোগে আক্রান্ত আবুল বাজাদার বাঁচতে চায়
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় বিরল রোগে আক্রান্ত আবুল বাজাদার (২৫) বাঁচতে চায়। সে দীর্ঘদিন বিরল এ রোগে ভূগছেন, তার অপারেশনের জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। এ জন্য সে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।
    জানাগেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মোঃ মানিক বাজাদারের পুত্র মোঃ আবুল বাজাদারের প্রায় ৬/৭ বছর পূর্বে সকল হাতে-পায়ে আঁচুলি হলে প্রথমে সে মঠবাটিস্থ ডাঃ তপনের নিকট হোমিও প্যাথি চিকিৎসা গ্রহন করেন। এতে সে আরোগ্য লাভ না করে উল্টো বিরল এ রোগটি আবুলের দু’হাত ও পায়ে তালগাছের পাতার মত ও শিকড়ের মত বাঁকানো মারাত্মক আকার ধারণ করেছে। সে দেশের বিভিন্ন ডাক্তারের স্মরনাপন্ন হয়ে অবশেষে প্রতিবেশি দেশ ভারতের বেলভিউ কিনিকের ডাঃ অমরেশ কুমারের নিকট চিকিৎসাধীন রয়েছেন। এখানে পরীা-নীরিার পর কর্তব্যরত ডাক্তার তাকে মাদ্রাজে অপারেশনের জন্য পরামর্শ দিয়েছেন। অপারেশন করতে এখন তাঁর প্রয়োজন ৫ লাখ টাকা। যা হতদরিদ্র আবুল ও তার পরিবারের পে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সে দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। তার সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাইকগাছা  শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান। সাহায্য পাঠাবার ঠিকানা-আবুল বাজাদার সঞ্চয়ী হিসাব নং-১১৯৯৮, ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখা, খুলনা বাংলাদেশ। মোবাইল নং-০১৯১৮-৫৯৬৭২১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন