খুলনার পাইকগাছায় প্রায় ৫০ মন চোরাই লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোরাইকৃত মাল হেফাজতে নিয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
এলাকাবাসী ও থানাপুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী উপজেলা দাকোপ থেকে আসা প্রায় ৫০ মন চোরাইকৃত লোহার রড পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউপি’র শান্তা এলাকার লিয়াকত মোড়ল ক্রয় করে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে রাখে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা মালামাল জব্দ করে পুলিশকে খবর দেয়। পরে বুধবার সকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোরাইকৃত মালামাল জব্দ করে। এ ব্যাপারে থানার এসআই তরিকুল ইসলাম জানান-জব্দকৃত মালামাল যে ঘরে রয়েছে সেঘরটি তালাবদ্ধ থাকায় মালামালের সঠিক পরিমাণ নির্নয় করা সম্ভব হয়নি। তবে আনুমানিক ২০-২৫ মন হতে পারে বলে তিনি জানান। তবে ৮০ মন হতে পারে বলে এলাকাবাসী জানায়।
সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা
এলাকাবাসী ও থানাপুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী উপজেলা দাকোপ থেকে আসা প্রায় ৫০ মন চোরাইকৃত লোহার রড পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউপি’র শান্তা এলাকার লিয়াকত মোড়ল ক্রয় করে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে রাখে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতা মালামাল জব্দ করে পুলিশকে খবর দেয়। পরে বুধবার সকালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোরাইকৃত মালামাল জব্দ করে। এ ব্যাপারে থানার এসআই তরিকুল ইসলাম জানান-জব্দকৃত মালামাল যে ঘরে রয়েছে সেঘরটি তালাবদ্ধ থাকায় মালামালের সঠিক পরিমাণ নির্নয় করা সম্ভব হয়নি। তবে আনুমানিক ২০-২৫ মন হতে পারে বলে তিনি জানান। তবে ৮০ মন হতে পারে বলে এলাকাবাসী জানায়।
সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা