শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

আধুনিক পাইকগাছা-কয়রার রুপকার এমপি নুরুল হকের সংসদে বক্তব্যে; এলাকাবাসীর ভূয়শী প্রশংসা

শিক্ষা প্রতিষ্ঠান এমপিও, শিববাটী ব্রীজের টোল প্রত্যাহার, ফায়ার সার্ভিস স্টেশনসহ বিভিন্ন দাবী উত্থাপন
নিউজ অফ পাইকাগাছা ॥
জাতীয় চিংড়ী নীতিমালা চূড়ান্তকরণ, প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়ন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বপ্নের শিববাটী ব্রীজের অপ্রত্যাশিত টোল প্রত্যাহারসহ নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ দাবী জাতীয় সংসদে তুলে ধরেছেন খুলনা-৬ পাইকগাছা-কয়রার এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। মহান সংসদে তার এ গুরুত্বপূর্ণ বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন নির্বাচিত এলাকার দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। তিনি বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১ম অধিবেশনের প্রথমদিন রাষ্ট্রপতির ভাষনের ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য প্রদানকালে এসব দাবী তুলে ধরেন। উল্লেখ্য আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রুপকার হিসেবে খ্যাত এ্যাড. শেখ মোঃ নূরুল হক দীর্ঘদিন অবহেলিত থাকা সুন্দরবন সংলগ্ন নির্বাচনী এ এলাকার সার্বিক উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে গত ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৯৬ সালে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাইকগাছা উপজেলা সদরকে খুলনা জেলার প্রথম পৌরসভা হিসেবে প্রতিষ্ঠাসহ অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ডের জন্য আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রুপকার হিসাবে খ্যাতি লাভ করেন। তিনি দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়ে আবারও আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার ল্েয প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে মাহামান্য রাষ্ট্রপতির ভাষনের ধন্যবাদ প্রস্তাবের উপর সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট থেকে প্রায় ১৫ মিনিট দীর্ঘ বক্তব্য প্রদানকালে এলাকার উন্নয়নে বিভিন্ন সমস্যা ও দাবী তুলে ধরেন। বক্তৃতাকালে এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হক বলেন ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রার এক জনসভায় নির্বাচিত এ এলাকার দু’টি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করনের ঘোষনা দিলেও দীর্ঘ ৪ বছরেও তা বাস্তাবায়িত হয়নি। তিনি অবিলম্বে প্রধানমন্ত্রীর এ প্রতিশ্র“তির বাস্তবায়নের দাবী জানান। এছাড়াও তিনি সোলাদানাস্থ অবহেলিত সরদার আবু হোসেন কলেজ এমপিও ভূক্ত করার দাবী জানান। ১৩ টি পোল্ডারে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনরোধ, জলাবদ্ধতা নিরসনে কপোতা নদ খনন এবং অগ্নিকান্ডে য়তি কমিয়ে আনতে পাইকগাছা পৌরসভায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও দীর্ঘ প্রত্যাশিত স্বপ্নের শিববাটী ব্রীজের অপ্রত্যাশিত টোল প্রত্যাহার জরুরী প্রয়োজন হয়ে পড়েছে বলে তিনি মহান জাতীয় সংসদে তুলে ধরেন। তিনি জাতীয় চিংড়ীমালা প্রসংগে বলেন নীতিমালার অভাবে চিংড়ী অধ্যুষিত এ এলাকায় বহিরাগত প্রভাবশালী ঘের মালিকরা হাজার হাজার বিঘা আয়তনের চিংড়ী ঘের ৩০ বছরেরও অধিক সময় নিজেদের নিয়ন্ত্রনে রাখায় জমির মালিক হয়েও ভূমিহীন হাজার হাজার স্থানীয় জমির মালিকরা। প্রভাবশালী ঘের মালিকদের অত্যাচার ও হারির টাকা না পেয়ে এলাকাবাসী দেশত্যাগে বাধ্যহচ্ছে উল্লেখ করে তিনি অবিলম্বে জাতীয় চিংড়ী নীতিমালা চূড়ান্ত করার দাবী জানান।  সংসদে তার এ গুরুত্বপূর্ণ বক্তব্যকে ভূয়শী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন নির্বাচিত এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান-দীর্ঘ ১৭ বছরেও পৌরসভায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি। ফলে প্রতিবছর অগ্নিকান্ডে কোটি কোটি টাকার তিসাধন হয়ে থাকে। এেেত্র স্থানীয় এমপি’র ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবী সময় উপযোগী বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান-দীর্ঘদিন ঝুলে থাকা নির্মানাধীন স্বপ্নের শিববাটী ব্রীজ বর্তমান সরকারের সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হলেও অপ্রত্যাশিত টোল ধার্য্য পূর্বক ইজারা প্রদান করায় এলাকাবাসী অতিষ্ট হয়ে ওঠে। সর্বোপরি টোল প্রত্যাহারে স্থানীয় এমপি’র দাবীর সাথে একমত পোষন করেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ। সরদার আবু হোসেন কলেজের অধ্য শেখ ফারুক উদ্দীন জানান দীর্ঘদিন এমপি’ও ভূক্তি না হওয়ায় ২২ জন শিক-কর্মচারী বেতনভাতার অভাবে মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় এমপিও করনের প্রস্তাব সংসদে উত্থাপন করায় শিক, কর্মচারীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে বলে তিনি জানান। এমপি’র দাবীর সাথে একমত পোষন করে কলেজ জাতীয়করণের বিষয়টি দ্রুত বাস্তবায়নের প্রতাশা করেছেন ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের অধ্য মিহির বরণ মন্ডল।
                                                            পাইকগাছা মোবাইল সার্ভিসিং সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় মোবাইল সার্ভিসিং সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কপোতা মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট ৩৪ ভোটারের মধ্যে ৩৩ জন ভোটার অংশগ্রহন করেন। যার মধ্যে ৩ ভোট বাতিল বলে গণ্য করা হয়। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে জিএম আসাদুজ্জামান ও জিএম শুকুরুজ্জামান সমান ভোট পেয়ে যৌথভাবে সভাপতি নির্বাচিত হন। পরে লটারির মাধ্যমে জিএম আসাদুজ্জামান প্রথম ৬ মাস এবং জিএম শুকুরুজ্জামান পরবর্তী ৬ মাস সভাপতির দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়। সদস্যপদে নির্বাচিত ৩ সদস্য হলেন জুয়েল রাশেদ পাপ্পু, নবদ্বীপ সানা ও গনেশ চন্দ্র সরদার। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি শহীদ বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও কোষাধ্য ময়নুল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান বিদ্যুৎ বিকাশ চন্দ্র গাইন ও হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, পাইকগাছা প্রেসকাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, সাংবাদিক গাজী সালাম, এসএম বাবুল আকতার, এমআর মন্টু, আব্দুল আজিজ, এন ইসলাম সাগর ও আড়ৎদারী সমিতির সবুর হোসেন।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছায় জমে উঠেছে উপজেলা নির্বাচন; প্রার্থীদের দলীয় পরিচয়ে ভোট প্রার্থনা

    চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা
নিউজ অফ পাইকগাছা  খুলনার পাইকগাছায় জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে। উপজেলা পরিষদ স্থানীয় সরকার নির্বাচন হলেও  জাতীয় নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করে দলীয় মনোনিত প্রার্থী চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। ফলে দলীয় পরিচয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে নির্বাচনী লড়াই করছেন ৬ চেয়ারম্যানপ্রার্থী। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় পরিচয় তুলে ধরে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। অপরদিকে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৎপর রয়েছেন স্ব-স্ব দলের উর্দ্ধতন ও তৃনমুল নেতাকর্মীরা। সুত্রমতে-হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ইখালীসহ ১০ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে জেলার পাইকগাছা উপজেলা পরিষদ। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী জানান গুরুত্বপূর্ণ এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩, যার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ ও মহিলা ৯২ হাজার ১৩৭- কেন্দ্র ৬৯।  আগামী ১৫ মার্চ ৩য় দফায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চেয়ারম্যানপদে ১০ প্রার্থী মনোনয়ন দাখিল করলেও ইতোমধ্যে আ’লীগ ও বিএনপি’র ৪ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনীয় লড়াই করছেন ৬ চেয়ারম্যানপ্রার্থী। আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন আ’লীগ মনোনিত উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। দোয়াত কলম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ দলীয় জোট মনোনিত জেলা বিএনপি’র উপদেষ্ঠা সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, ঘোড়া প্রতিক নিয়ে লড়াই করছেন উপজেলা জাতীয় পার্টি ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাপ-পিরিচ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, চিংড়ী মাছ নিয়ে লড়ছেন বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) কবি আবদার রশিদ, মোটর সাইকেল প্রতিকে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী। প্রতিদ্বিন্দ্বি এসব প্রার্থীদের নির্বাচনী এলাকায় বেশ পরিচিতি থাকলেও এবারের নির্বাচনে ব্যক্তির চেয়ে কে কোন দলের এটাই মূখ্য ভূমিকা রাখছে ভোটারদের কাছে। ঠিক জাতীয় নির্বাচনের ন্যয় গুরুত্ব পাচ্ছে প্রার্থীদের রাজনৈতিক পরিচয়। সবমিলিয়েই স্থানীয় সরকার এ নির্বাচন জমে উঠেছে জাতীয় নির্বাচনের ন্যায়। ৬ প্রার্থীর মধ্যে শেষ মুহুর্তে ত্রিমুখী লড়াই হতে পারে বলে সাধারণ ভোটাররা ধারনা করছেন। 
                                                          পাইকগাছা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচন উপল্েয উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা কলেজ মার্কেট চত্ত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে  ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আনিছুর রহমান, মোঃ রাজীব গোলদার, ছাত্রনেতা বজলুর রহমান, মৃনাল কান্তি বাছাড়, বিশ্বজিৎ দফাদার, মোৎ মহাসিন, জয়দেব, সুমন, বিশ্বজিৎ সানা, গোপাল মন্ডল, তারক সানা, ফরহাদ, রামকৃষ্ণ, মিন্টু, পলাশ, রোহিত, ইমরান, হাবিবুর, কুদ্দুস, রোহিতুর রহমান, কবির, ময়েজ, রামপ্রদাস, চয়ন, অনুপম, বিসমিল্লাহ গাজী, প্রেমাংশু, ইসমাইল, রাসেল, ইসলাম, প্রসাদ ও রিপন।
                                                              পাইকগাছায় পল্লী সমাজের লাইব্রেরী স্থাপন
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় সরল পল্লী সমাজের উদ্যোগ ও সামাজিক মতায়ন কর্মসূচীর সহযোগিতায় সরলস্থ অনিমা মন্ডলের বাড়ীতে লাইব্রেরী স্থাপন করা হয়েছে। বুধবার বিকালে অনিমা মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে লাইব্রেরীতে মহামনীষিদের জীবনি ও সামাজিক তথ্য সমৃদ্ধ বই প্রদান করেন ব্র্যাক পেইজ কর্মসূচীর পিও সুনিলা তাফালি, ও নাসরিন খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরল পল্লী সমাজের কমলা রাণী, রেহেনা খাতুন, আবু সাঈদ, আবু জাফরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
                                                               জেলা নেতৃবৃন্দের মুক্তির দাবীতে পাইকগাছা প্রতিবাদ সভা
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনা জেলা ছাত্রদলের সভাপতি শেখ কামরান হাসান, সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত সহ আটককৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবীতে পাইকগাছা উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৌরসভার সরল বাজার চত্ত্বরে বৃহস্পতিবার সকালে এক প্রতিসভা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বি,এম আকিজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপিনেতা ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, বিশেষ অতিথি বিএনপি নেতা গাজী আমিনুল ইসলাম বাহার, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন। বক্তব্য রাখেন, ছাত্রনেতা শেখ বেলাল হোসেন, আবু হাসান, নাজমুল হুদা মিন্টু, শেখ ফরহাদ হোসেন মুক্ত, শেখ মাহদুদুল হক মুন্না, শাহিনুর রহমান, সোহাগ পারভেজ, জাহিদ নেওয়াজ, আব্দুল বাতেন, মনিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আক্তারুল ইসলাম, শেখ রাব্বি, রিপন আহম্মেদ, রনি হালদার, মোঃ ইকবাল হোসেন, হাসানুজ্জামান, রেজাউল ইসলাম, রুবেল হোসেন প্রমুখ।

 

বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছায় ছাত্রদলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিউজ অফ পাইকগাছা  ॥
 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাইকগাছা থানা, পৌর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে জেলা ছাত্রদলের সভাপতি শেখ কামরান হাসান এবং সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েতসহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে বুধবার বিকালে বিএনপি’র দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। থানা ছাত্রদলের আহবায়ক এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-ছাত্রনেতা শেখ আবু তালেব, ইমরান সরদার, আয়ুব আলী জোয়াদ্দার, ইলিয়াস হোসেন, দীপংকর বাবু, আবু হাসান, এরশাদ আলী, ইস্রাফিল আহম্মেদ, জাকির হোসেন, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ, আব্দুল মান্নান, তৈয়েবুর রহমান, চন্দ্র, খালিদসহ নেতৃবৃন্দ। সভায় বক্তারা অবিলম্বে নেতৃবৃন্দকে নিঃশ্বর্ত মুক্তির দাবী করেন।

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইলিয়াস হোসেন চূড়ান্ত এসব প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান (আনারস), ১৯ দলীয় জোট মনোনিত জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী (দোয়াতকলম), উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর (ঘোড়া), সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (কাপপিরিচ), বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) কবি ডাক্তার জিএম আবদার রশীদ (চিংড়ীমাছ)। ৭ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন (টিউবওয়েল), স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান সানা (তালা), বিএনপি নেতা মোঃ আব্দুল গফুর (টিয়াপাখি), এ্যাড. এসএম মুজিবর রহমান (বই), যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু (  ), ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল (মাইক), ইউনাইটেড কমিউনিষ্ট নেতা শাহাজান সিরাজ সাজু (চশমা)। ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়াম্যান ও বিএনপি মনোনিত রাবেয়া হোসেন (হাঁস), আ’লীগ মনোনিত ইউপি সদস্য দীপ্তি চক্রবর্তী (পদ্মফুল), জামায়াত মনোনিত শাহানারা খাতুন (কলম) ও মোছাঃ মাছুমা খাতুন (ফুটবল)।
                                         পাইকগাছায় স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা বষিয়ক আলোচনা সভা ও পুরস্কার বতিরণী
নউিজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় হোটলে রষ্টেুরন্টেে স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা বষিয়ক আলোচনা সভা ও পুরস্কার বতিরণী অনুষ্ঠতি হয়ছে।ে পৌরসভা স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা কমটিরি উদ্যোগ ও নবলোক পরষিদ এবং ওয়াটার এইড ইন বাংলাদশে এর সহযোগতিায় মঙ্গলবার সকালে স্থানীয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমতিি ভবনে কাউন্সলির মোঃ আব্দুল লতফি সরদাররে সভাপতত্বিে অনুষ্ঠতি অনুষ্ঠানে বক্তব্য রাখনে-কাউন্সলির শখে আনছিুর রহমান মুক্ত, আসমা আহম্মদে, উপজলো স্যানটিারী ইন্সপক্টের উদয় মন্ডল, ষোলআনা সমতিরি সভাপতি এ্যাড. র্মোতজা জামান আলমগীর রুলু, আবু জাফর, সাংবাদকি আব্দুল আজজি, কাজী জাহাঙ্গীর হোসনে, ইমদাদুল হক, আসাদুল ইসলাম ও নবলোক পরষিদরে মইনুদ্দনি শখে, সুমন খান ও এজাজুর রহমান। অনুষ্ঠানে মানসম্মত খাবার ব্যবস্থাপনার উপর নমতিা হোটলে মালকিকে প্রথম, গাজী হোটলে দ্বতিীয় এবং সবুর হোটলে মালকিকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।
                                                            বিরল রোগে আক্রান্ত আবুল বাজাদার বাঁচতে চায়
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় বিরল রোগে আক্রান্ত আবুল বাজাদার (২৫) বাঁচতে চায়। সে দীর্ঘদিন বিরল এ রোগে ভূগছেন, তার অপারেশনের জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। এ জন্য সে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।
    জানাগেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মোঃ মানিক বাজাদারের পুত্র মোঃ আবুল বাজাদারের প্রায় ৬/৭ বছর পূর্বে সকল হাতে-পায়ে আঁচুলি হলে প্রথমে সে মঠবাটিস্থ ডাঃ তপনের নিকট হোমিও প্যাথি চিকিৎসা গ্রহন করেন। এতে সে আরোগ্য লাভ না করে উল্টো বিরল এ রোগটি আবুলের দু’হাত ও পায়ে তালগাছের পাতার মত ও শিকড়ের মত বাঁকানো মারাত্মক আকার ধারণ করেছে। সে দেশের বিভিন্ন ডাক্তারের স্মরনাপন্ন হয়ে অবশেষে প্রতিবেশি দেশ ভারতের বেলভিউ কিনিকের ডাঃ অমরেশ কুমারের নিকট চিকিৎসাধীন রয়েছেন। এখানে পরীা-নীরিার পর কর্তব্যরত ডাক্তার তাকে মাদ্রাজে অপারেশনের জন্য পরামর্শ দিয়েছেন। অপারেশন করতে এখন তাঁর প্রয়োজন ৫ লাখ টাকা। যা হতদরিদ্র আবুল ও তার পরিবারের পে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সে দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। তার সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাইকগাছা  শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান। সাহায্য পাঠাবার ঠিকানা-আবুল বাজাদার সঞ্চয়ী হিসাব নং-১১৯৯৮, ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখা, খুলনা বাংলাদেশ। মোবাইল নং-০১৯১৮-৫৯৬৭২১।

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তে মনোনয়ন জমাদানকারী ২৪ প্রার্থীর মধ্যে আ’লীগ ও বিএনপি’র ৪ চেয়ারম্যান প্রার্থী ও ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। সোমবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াস হোসেনের দপ্তরে উপস্থিত হয়ে ৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। উল্লেখ্য আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যানপদে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের পূর্বেই আ’লীগ, বিএনপি দলীয় মনোনিত প্রার্থী চূড়ান্ত করার মাধ্যমে একক প্রার্থী নির্ধারন করায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দূল মজিদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ ইমাদুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রাথী উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমান, সাবেক সহ-সভাপতি দেবব্রত রায় দেবু ও আ’লীগ নেতা কুমারেশ মন্ডল জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ কবির উদ্দিন জানান।
                                            পাইকগাছায় বিদ্যুৎ সংযোগ মিলছে না ৩ পরিবারের; কর্তৃপরে হস্তক্ষেপ কামনা
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় বিদ্যুৎ থাকার পরও সংযোগ পাচ্ছেন না পৌরসভার ৩নং ওয়ার্ড বান্দিকাটি গ্রামের ৩টি পরিবার। দু’টি খুঁটির মাঝ বরাবর বসতবাড়ী হওয়ায় দীর্ঘদিন আবেদন করেও সংযোগ মিলছে না বলে ভূক্তভোগী পরিবার জানিয়েছে। ফলে বিদ্যুতের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এ ৩টি পরিবার।
ভূক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, পৌরসভার ৩নং ওয়ার্ড বান্দিকাটি গ্রামের চারাবটতলা থেকে শুরু করে জহর চৌকিদারের বাড়ী হয়ে সাংবাদিক আব্দুল আজিজের বাড়ী পর্যন্ত প্রায় ১০/১৫ বছর পূর্বে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়। এদিকে উক্ত বিদ্যুৎ লাইনের পাশেই বসতবাড়ী হলেও দীর্ঘদিন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বান্দিকাটি গ্রামের মোমিন সরদার, মহাসিন এবং সবুজ নামের ৩টি পরিবার। ফলে বিদ্যুতের অভাবে ৩টি পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়াসহ ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এ ব্যাপারে ভূক্তভোগী মোমিন সরদার জানান-বিদ্যুৎ লাইনের দু’টি খুঁটি স্বাভাবিকের চেয়ে দূরত্বে স্থাপন করায় খুঁটি দু’টির মাঝ বরাবর বসতবাড়ী হওয়ার কারনে দীর্ঘদিন আবেদন করার পরও কর্তৃপ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না বলে তিনি জানান। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্তৃপরে হস্তপে কামনা করেছে ভূক্তভোগী পরিবারগুলো।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছা উপজেলা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

চেয়ারম্যান রশীদুজ্জামান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মুুজিবুর রহমান সানা, (মহিলা) দীপ্তি রাণী চক্রবর্তী
নিউজ অফ পাইকগাছা ॥
 আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর একক প্রার্থী নির্ধারণে তৃনমুল পর্যায়ে ভোট আহবান করা হয়। শুক্রবার দিনভর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ভোট অনুষ্ঠিত হয়। তৃনমুল পর্যায়ে ভোটের মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা হয়। চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান রশীদুজ্জামান ১০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পান। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ৮৯ ভোট পান এবং তৃতীয় স্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ ৬৩ ভোট পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দলীয় মনোনয়ন পান স্বেচ্ছাসেবকদল নেতা মুজিবুর রহমান সানা, তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আ’লীগ নেতা দেবব্রত রায় দেবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় একক প্রার্থী হিসাবে দীপ্তি রাণী চক্রবর্তীকে প্রার্থী ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি হারুন-উর-রশীদ, সেক্রেটারী মোস্তফা রশিদি সুজা, কেন্দ্রীয় আ’লীগ নেতা আবু হানিফ, জেলা যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা, ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু।

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছা উপজেলা নির্বাচনে অনিশ্চিত হয়ে পড়েছে বিএনপি’র দু’প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিষ্পত্তি হয়নি রিভিউ আবেদন
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচনে বিএনপি’র দু’প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি বলে দলীয় সুত্র জানিয়েছে। রিভিউ আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে বলে চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ জানিয়েছেন। এদিকে তৃনমুল নেতাকর্মীদের ব্যাপক সমর্থন নিয়ে এখনও পর্যন্ত বিএনপি’র এ প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে। উল্লেখ্য আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যানপদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য ৩ প্রার্থী জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী, জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাদুল ইসলাম মনোনয়নপত্র জমাদেন। ইতোমধ্যে ৩ প্রার্থীর মধ্যে জেলা বিএনপি এ্যাড. স.ম বাবর আলীকে দলীয় প্রার্থী ঘোষনা করলে অপর দু’প্রার্থী দলীয় মনোনয়নের বিষয়টি পুনঃ বিবেচনার জন্য জেলা বিএনপি বরাবর রিভিউ আবেদন করেন। এদিকে বুধবার বিএনপি’র এক দলীয় বৈঠকে রিভিউ আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ডাঃ আব্দুল মজিদ ও ইমাদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা করলেও এ ব্যাপারে জেলা বিএনপি’র প থেকে তাদেরকে এখনও পর্যন্ত কোন কিছু অবহিত করা হয়নি বলে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ। এ ব্যাপারে তিনি বলেন রিভিউ আবেদনের ব্যাপারে জেলা বিএনপি এখনও পর্যন্ত তাকে কোনকিছু অবহিত করেনি। ফলে মাঠ পর্যায়ে ব্যাপক জনসমর্থন থাকায় তৃনমুল নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাহারের ব্যাপারে তিনি এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নেননি বলে জানান।  এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম মনা জানান সদ্য সমাপ্ত দীঘলিয়া উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারনে রিভিউ আবেদনের বিষয়টি নিষ্পত্তি করা হয়নি। তবে মনোনয়ন প্রত্যহারের সময় অতিক্রম করার আগেই বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে তিনি জানান।

শুক্রবার তৃনমুল বৈঠকে একক প্রার্থী নির্ধারন
পাইকগাছায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের ৩ প্রার্থীর লড়াই
নিউজ অফ পাইকগাছা॥
খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করে চলেছেন আ’লীগের সম্ভাব্য ৩ প্রার্থী। ফলে দ্বিধাবিভক্ত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে আজ শুক্রবার সংগঠনের তৃনমুল বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকে তৃনমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করা হবে বলে দলীয় সুত্র জানিয়েছে। উল্লেখ্য আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কালাম আজাদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়ার ফলে একাধিক প্রার্থীর কারনে বিপাকে রয়েছেন তৃনমুল নেতাকর্মীরা। একক প্রার্থী নির্ধারণ না হওয়ার ফলে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে আগামী ২৪ ফেব্র“য়ারী মনোনয়ন প্রত্যাহারের আগেই দলের একক প্রার্থী নির্ধারণে আজ শুক্রবার দলিল লেখক সমিতি ভবনে আ’লীগের তৃনমুল সভা আহবান করা হয়েছে। স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হক ও জেলা আ’লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃনমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করা হবে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে। সম্ভাব্য ৩ প্রার্থীর মধ্যে মনোনয়ন দৌড়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান অনেকটাই এগিয়ে রয়েছেন বলে তৃনমুল পর্যায়ের একাধিক নেতাকর্মীরা জানান।

সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

লন্ডন থেকে প্রকাশিত জিবি নিউজের বর্ষপূর্তিতে পাইকগাছা-কয়রার এমপি নূরুল হকের শুভেচ্ছা

নিউজ অফ পাইকগাছা ॥
 লন্ডন থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন জিবি নিউজ ২৪ ডট কম এর বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটার মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনলাইন পত্রিকা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এেেত্র জিবি নিউজ ২৪ ডট কম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক পাঠক প্রিয়তা লাভ করেছে। এ ধারাবাহিকতা অব্যহত রেখে ভবিষ্যতে জিবি নিউজ বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি অুন্ন রাখবে এমনটাই আশা প্রকাশ করে আগামী ২১ ফেব্র“য়ারী জনপ্রিয় এ অনলাইন পত্রিকার বর্ষপূর্তি উপল্েয জিবি নিউজ ২৪ ডট কম এর সম্পাদক রাকিব এইচ রুহেলসহ জিবি নিউজ পরিবারের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উত্তরাত্তর সাফল্য কামনা করেন।
            যাচাই-বাছাই শেষে পাইকগাছা উপজেলা নির্বাচনের ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে ২৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেনের দপ্তরে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। উল্লেখ্য নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা নির্বাচনের তয় দফার তফশীল ঘোষনা অনুযায়ী গত ১৫ ফেব্র“য়ারী মনোনয়নপত্র জমাদানের শেষদিনে গুরুত্বপূর্ণ এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ সহ ২৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মনোয়ন জমা দেয়ার একদিন পর সোমবার সকাল থেকে দিনভর সংশ্লিষ্ট প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটানিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় বলে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য আগামী ২৪ ফেব্র“য়ারী মনোনয়ন প্রত্যাহার ও ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

বনদস্যু, জনবিচ্ছিন্ন, বহিরাগত ও দলবাজ ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দেয়ার আহবান

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রফিকের সংবাদ সম্মেলন
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে বনদস্যু, কাঠচোর, দালাল, জনবিচ্ছিন্ন, দলবাজ ও বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে তরুন উদিয়মান গ্রহনযোগ্য নেতাকে দলীয় মনোনয়ন দিতে জেলা বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক। তিনি মঙ্গলবার দুপুরে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে সংবাদ সম্মেলনে এ আহবান জানান। ছাত্রদলের কেন্দ্রীয় এ নেতা লিখিত বক্তব্যে বলেন উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান নির্বাচিত ফলে স্বাভাবিকভাবেই  গুরুত্বপূর্ণ এ উপজেলা জাতীয়বাদীর শক্তিশালী ঘাটি হিসাবে বিবেচিত উল্লেখ করে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে ছাত্রনেতা রফিক বলেন বর্তমান উপজেলা নির্বাচনে যারা দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তারা অনেকেই জনবিচ্ছন্ন, বহিরাগত ও দলবাজ। এদের মধ্যে একজন বিগত উপজেলা নির্বাচনে প্রায় ৩ লাখ ভোটের মধ্যে ২৬শ ভোট পেয়েছিলেন। ২৬শ ভোট পেয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। আর একজনের জন্ম অন্য উপজেলা, বসবাসও করেন অনত্র। আর একজন প্রবীন হলেও বার বার রাজনৈতিক পট পরিবর্তনকারী এরশাদের মতার অংশীদার ও সাবেক আওয়ামীলীগ নেতা। মনোনয়ন প্রত্যাশী এসব নেতারা জনবিচ্ছিন্ন, বহিরাগত ও দলবাজ হওয়ায় দলের তৃনমুল নেতাকর্মীরা এদের সমর্থন না করায় তরুন, উদিয়মান, গ্রহনযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি নেতাদের প্রতি আহবান জানান। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রনেতা রফিক জানান-তরুন প্রার্থী হিসাবে দলীয় নেতাকর্মীদের সমর্থন ও সাধারণ মানুষের কাছে তার যথেষ্ঠ গ্রহনযোগ্যতা রয়েছে। এেেত্র তিনি দলীয় মনোনয়ন পেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে জানান। এসময় দলীয় নেতাকর্মী ও পাইকগাছা প্রেসকাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছায় দাখিল পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র লিখে দেয়ার সময় কেন্দ্রসচিবসহ ৯ শিক-কর্মচারী আটক

ভ্রাম্যমান আদালতে ৪ জনকে ২ বছর ও ৫ হাজার টাকা জরিমানা
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা চলাকালিন সময় প্রশ্নপত্রের উত্তর লিখে দেয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সচিবসহ ৯ শিক, কর্মচারীকে হাতে নাতে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবকে বহিস্কার ও সংশ্লিষ্ট কেন্দ্র বাতিল করে উপজেলা সদরে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, রোববার সকাল ১১ টার দিকে
উপজেলার হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীা চলাকালিন সময়ে কেন্দ্রের বাথরুম সংলগ্ন একটি কে বসে কয়েকজন শিক, কর্মচারী মিলে কোরআন মাজিদ ও তাজভিদ (বহু নির্বাচনী) বিষয়ের নৈবেত্তিক ক সেট প্রশ্নপত্রের উত্তর লিখে দিচ্ছিল। এমন সময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অভিযান চালিয়ে মাদ্রাসা সুপার, কেন্দ্র সচিব ও তত্ত্বাবধায় মাওঃ সাইফুল্লাহ, রাড়–লী মাদ্রাসা ও হল সুপার মাওঃ আমিন উদ্দিন, আরবি প্রভাষক জিহাদ আলী, চাঁদখালী মাদ্রাসার সহঃ সুপার রেজাউল করিম, ইংরেজী শিক আব্দুল করিম, হাবিবনগর মাদ্রাসার সহকারী অধ্যাপক অহিদুর রহমান, সহকারী শিক আনোয়ার হোসেন, পিয়ন আব্দুর রাজ্জাক ও নৈশ প্রহরী আকবার আলীকে হাতে নাতে আটক করে। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় বলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন জানান। ঘটনার পর সংশ্লিস্ট কেন্দ্রটি বাতিল করে উপজেলা সদরে স্থানান্তর ও উপজেলা মাধ্যমিক শিা অফিসারকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছার গর্ব সাবিনা’র খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা’র পুরষ্কার অর্জন

নিউজ অফ পাইকগাছাসহ বিভিন্ন মহলের অভিনন্দন
নিউজ অফ পাইকগাছা ॥
শিক্ষা ও চাকুরী েেত্র খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার অর্জন করেছেন খুলনা পাইকগাছার শহীদ মুক্তিযোদ্ধা কন্যা সাবিনা ইয়াসমিন (মালা)। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ প ও বেগম রোকেয়া দিবস উপল্েয শুক্রবার বিভাগীয় প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে নারী হিসাবে শিা ও চাকুরী েেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতার স্বীকৃতি স্বরূপ তাকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে তিনি খুলনা জেলা ও পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার অর্জন করেন। বর্তমানে শ্রেষ্ঠ এ জয়িতা যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। শ্রেষ্ঠ এ জয়িতাকে অভিনন্দন জানিয়েছেন জন্মস্থান পাইকগাছার বিভিন্ন মহল।
সুত্র মতে, একটা সময় ছিল যখন বাঙালী নারীরা ছিল ধর্মীয়  ও সামাজিক কুসংস্কারের বেড়া জালে আবদ্ধ। ছিল নারী পুরুষের ব্যাপক বৈষম্য। তৎকালিন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অবহেলিত ছিল নারী সমাজ। শিার সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করে ব্যবহার করা হতো পুরুষের ভোগ বিলাস, দাস-দাসী ও গৃহস্থলির কাজে। পুরুষদের একনায়কতান্ত্রিক আধিপত্য ও সামাজিক কুসংস্কার থেকে বেরিয়ে এসে নারী শিার প্রসারে ১৯০৯ সালে সাখাওয়াত মেমোরিয়াল গালর্স স্কুল প্রতিষ্ঠা করার মাধ্যমে বাঙালী নারী জাগরনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নারী জাগরণের অগ্রদুত বেগম রোকেয়া। বেগম রোকেয়ার ঐতিহ্যবাহি এ উত্তরসরী (নারী সমাজ) বৃটিশ বিরোধী আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন ও ৭১’র মহান স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সৃষ্টি করেছেন শত বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস। স্বাধীনতা পরবর্তী ৪০ বছরে বিভিন্ন সময়ে নারী উন্নয়নে সরকারের নানা উদ্যোগ গ্রহণের ফলে পিছিয়ে পড়া অবহেলিত নারী সমাজ আজ পরিনত হয়েছে মানব সম্পদে। নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বর্তমান সময়ের নারীরা সামাজিক, রাজনীতি, অর্থনীতি, জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ের বিভিন্ন েেত্র রাখছে গুরুত্বপূর্ণ অবদান। সমাজের বিভিন্ন েেত্র যেসব নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদেরকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করার মাধ্যমে সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছেন নারী বান্ধব বর্তমান সরকার। ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এবং সর্বশেষ গত শুক্রবার শিা ও চাকুরী েেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার অর্জন করেছেন পাইকগাছার শহীদ মুক্তিযোদ্ধা কন্যা সাবিনা ইয়াসমিন (মালা)। শ্রেষ্ঠ এ জয়িতার জন্ম খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে (বর্তমান সরল গ্রাম)। সাবিনা জন্ম থেকেই অনেকটাই হতভাগি কারণ মা সালমা বেগম এর গর্ভে থাকাবস্থায় ১৯৭১ সালের ২৮ জুলাই পাক হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদ হন পিতা শেখ মাহতাব উদ্দীন মনি মিয়া (সাবেক চেয়ারম্যান)। জন্ম থেকেই এতিম সাবিনা ভেঙ্গে না পড়ে দেশপ্রেমিক পিতার আদর্শকে ধারণ করে এগিয়ে চলেন সামনের দিকে। তিনি ১৯৮৭ সালে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় এসএসসি, ৮৯'তে পাইকগাছা কলেজ থেকে এইচএসসি, ৯২'তে বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ সম্মান ও ৯৩’ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ (ইংরেজি) পাস করে। লেখাপড়া শেষ করে তিনি ৯৮ থেকে ০৩ পর্যন্ত ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে ইংরেজি প্রভাষক হিসাবে চাকুরী করেন। এখানে কর্মরত থাকাবস্থায় তিনি শ্রেষ্ঠ শিক নির্বাচিত হন। এরপর তিনি ২১তম বিসিএসএ উত্তির্ণ হওয়ার মাধ্যমে ২০০৩ সালে সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) হিসাবে সরকারী চাকুরীতে যোগদান করেন। এ পদে তিনি ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর কর্মরত থাকার পর ’০৭ সালে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে ময়মনসিংহের ফুলবাড়ী, ময়মনসিংহ সদর এবং ’০৯ সালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে গাজীপুরের শেরপুর, গাজীপুর সদর, ময়মনসিংহের গফরগাঁও ও নারায়নগঞ্জের সোনারগাঁ কর্মরত থাকেন। গত ১৭ সেপ্টেম্বর’১৩ হতে বর্তমানে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসাবে যশোরে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি উচ্চ শিা গ্রহণে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রসাশন বিভাগে পিএইচডি করছেন। তাহার গবেষনার বিষয় পাবলিক হেল্থ সার্ভিস ডেলিভারী সিষ্টেম ইন দি কমিউনিটি হেল্থ অব বাংলাদেশ। ইতোমধ্যে তিনি এমআইডি ক্যারিয়ার প্রশিণের আওতায় ভারত সফর করেছেন। শিক ও প্রশাসকের শ্রেষ্ঠ এ জয়িতার লেখক হিসাবে রয়েছে একটা পরিচিতি। ইতোমধ্যে তাহার রচিত লোভ দেখালেও জুঁই-চন্দন, বলিতে ব্যাকুল, পূর্ণিমার পরদিন ও জলে জ্যোৎস্নায় এই অবেলায় সহ ৪টি কাব্যগ্রস্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষ চলতি ২০১৪ সালের ২১'শের বই মেলায় তাহার ৫ম কাব্যগ্রন্থ “নিঃস্বরের দান” প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। শত ব্যস্ততার মধ্যে দিয়ে সাবিনা ব্যক্তিগত জীবনে বিচার বিভাগে কর্মরত স্বামী মোঃ শরীফ হোসেন হায়দার, পুত্র রূবাইয়াৎ ইশম্মাম প্রিয়ন্ত ও কন্যা পুষ্পিতা পরিজাত টিপ কে নিয়ে সুখেই রয়েছেন। নারী উন্নয়নে সরকারের উদ্যোগকে স্বাগত ও শ্রেষ্ঠ এ জয়িতাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, নন্দিনী সাহিত্য পাঠ চক্রের সভানেত্রী ও প্রধান শিক সুরাইয়া বানু ডলি, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগ ও সাংবাদিক এন. ইসলাম সাগর।
                                        খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক ও শিার্থীদের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক ও শিার্থীরা পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন করেছেন। ১ দিনের শিা সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এণ্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের ৩ শিক ও ২০১৩ ব্যাচের ৪৪ শিার্থী শুক্রবার দিনভোর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্রের বিভিন্ন গবেষণা কার্যক্রম ও পরীাগার পরিদর্শন এবং কেন্দ্রের গবেষকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. খন্দকার আনিসুল হক, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস.বি সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এন.এম. মামুন সিদ্দিকী, ফারাজুল ইসলাম, লেকচারার সাইফুল ইসলাম ও জয়ন্ত বীর। কেন্দ্র সফরের অভিজ্ঞতা ভবিষ্যৎ লেখাপড়া জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সফরত শিার্থী মোঃ এনামুল হক ও মার্শিদা খাতুন।
                                                আ’লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী জি,এম, মহসিন রেজার পক্ষে গণসংযোগ
                                            জেলা যুবলীগনেতা মোঃ আক্তারুজ্জামান বাবু’র পাইকগাছা-কয়রায় দু’দিনের সফর
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবু গত দু’দিন পাইকগাছা ও কয়রা উপজেলা সফর করেছেন। সফরকালে তিনি কয়রা উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যানপ্রার্থী জি,এম, মহসিন রেজার পে ব্যাপক গণসংযোগ ও সংগঠণের সমাবেশে যোগ দেন। তিনি শনিবার সকালে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী মাদরাসার সুধী সমাবেশে যোগ দেন। দুপুরে তিনি কয়রার দণি বেদকাশী ও উত্তর বেদকাশী ইউনিয়নে গণসংযোগ করেন। এর আগে তিনি শুক্রবার দিনভোর কয়রা সদর, আমাদী, বাগালী ইউনিয়নে গণসংযোগ করেন। এদিন সকালে তিনি বাগালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগনেতা মরহুম জালালউদ্দীনের দোয়া অনুষ্ঠানে যোগ দেন। এরপর বিকালে তিনি আমাদী ইউনিয়ন যুবলীগ আয়োজিত জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা কামরুল ইসলাম, মনি সরদার, সবুর ঢালী, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, কমল মন্ডল, জাফরুল পাড়, জিয়াউর রহমান জুয়েল, মন্টু দাস, নির্মল মন্ডল, মানবেন্দ্র মন্ডল, শিহাবউদ্দীন ফিরোজ বুলু, মিন্টু আল-মামুন, আজিজুল হাকিম, বরুন মন্ডল, আসাদ গাজী, মোঃ উজ্জল, আছের আলী, গণেশ মন্ডল ও কবিরুল ইসলামসহ আ’লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছায় পানি মেলার কনসার্ট অনুষ্ঠানে মারপিটের ঘটনায় কাউন্সিলর, পুলিশসহ আহত ৪; যুবলীগ নেতার পুত্রসহ দু’যুবক আটক

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা পৌরসভার প্রতিষ্ঠা বার্ষিকীর কনসার্ট অনুষ্ঠানে উচ্ছৃংখল যুবকদের সাথে পুলিশের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউন্সিলর ও ৩ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগ নেতার পুত্রসহ দু’যুবককে আটক করেছে।
 থানাপুলিশ সুত্রে জানাগেছে, পৌরসভার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পানি মেলা উপল্েয পৌর চত্ত্বরে গত কয়েকদিন যাবৎ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবহিতকায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কনসার্ট চলাকালীন সময়ে উচ্ছৃঙ্খল কিছু যুবক মহিলা দর্শকদের সারিতে ধাক্কাধাক্কি শুরু করে দেয়। এসময় পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরসহ আয়োজক কমিটি বিশৃঙ্খলা থেকে বিরত থাকার অনুরোধ করলে কর্তৃপরে নির্দেশনা উপো করে কতিপয় যুবকরা বিশৃঙ্খলায় লিপ্ত থাকলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রন করার চেষ্ঠা করলে এসময় উচ্ছৃঙ্খল যুবকরা পুলিশ ও পৌর কর্তৃপরে উপর চড়াও হলে দু’পরে মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর শেখ মাহাবুবুর রহমান রনজু, পুলিশ কনস্টেবল মোঃ কিবরিয়া, মোঃ রয়েল ও মোঃ মোনায়েম আহত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে পৌর যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সানার পুত্র বাদশা আহম্মেদ (১৮), ও উপজেলা হিসাব রন অফিসের কর্মচারী নেছার আলী মোড়লের পুত্র রফিকুল ইসলাম রাকিব (১৮) কে আটক করে। আহতদের মধ্যে কনস্টেবল মোনায়েমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয় এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করা হয়। এ ঘটনায় এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে পাইকগাছা থানায় আটক দু’যুবকসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা করেছে যার নং-০৭।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অবৈধ ঘর নির্মাণ
পাইকগাছায় সরকারি জায়গা জবরদখলের প্রতিযোগিতা

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা পৌর বাজারের সরকারি জায়গা চলছে জবর দখলের প্রতিযোগিতা। ইতোমধ্যে অনেকেই অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা, বাণিজ্য, চালিয়ে যাচ্ছে বহাল তবিয়াতে। সর্বশেষ শুক্রবার সকালে মাংস মার্কেটের পিছনে অবৈধভাবে জবর দখল করে ঘর নির্মাণ শুরু করেছে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। এসব অবৈধ দখলের পিছনে প্রশাসনের উদাসীনতাকে দায়ি করছেন স্থানীয়রা। এ ব্যাপারে প্রশাসনের প থেকে জোরালো পদপে না নিলে খুব দ্রুত সময়ের মধ্যে পৌর বাজারের সরকারি সকল সম্পত্তি দখলদারদের নিয়ন্ত্রণে চলে যাবে বলে প্রকৃত ব্যবসায়ীরা আশংকা করছেন। সরেজমিন গিয়ে দেখা গেছে শুক্রবার সকালে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের লোকজন বাঁশ, খুটি দিয়ে মাংস মার্কেটের পিছনে চরভরাটি সরকারি জায়গার উপর বিশাল আকারের ঘর নির্মাণ শুরু করেছে। এ ব্যাপারে জানতে চাইলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাশেম আলী জানান উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়েই সংগঠনের কার্যালয় করার জন্য ঘর নির্মাণ করছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন এ ধরনের খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের লোক ঘটনাস্থলে পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন পৌর কর্তৃপ ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছা পৌরসভার প্রতিষ্ঠা বার্ষিকী উপল্েয পৃথক ক্রিকেট টূর্ণামেন্ট

নিউজ অফ পাইকগাছা॥
পাইকগাছা পৌরসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপল্েয পৃথক ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা কলেজ মাঠে উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ ও পৌরসভা ক্রিকেট একাদশের মধ্যে এবং এর আগে সকালে একই মাঠে পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ক্রিকেট একাদশ ও টাউন মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাদশের মধ্যে পৃথক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৃথক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, পৌরসভা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, সাবেক অধ্যাপক আজহারুল ইসলাম, প্রভাষক আবু সাবাহ, মোমিন  উদ্দীন, আছাবুর রহমান শিমুল, পৌর সচিব তুষার কান্তি দাশ, প্রকৌশলী কামরুল আক্তার, হিসাব রক উদয় শংকর রায় ও সিদ্ধার্থ মন্ডল।
 দানবীর ফসিয়ার রহমানকে মৎস্য আড়ৎদারী সমিতির অভিনন্দন
নিউজ অফ পাইকগাছা॥
পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমান পৌরসভা কর্তৃক দানবীর খেতাবে ভুষিত হওয়ায় আলহাজ্ব ফসিয়ার রহমানকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি শামীম আহম্মেদ, সহ-সভাপতি মফিজ উদ্দীন ভোলা, সাধারন সম্পাদক স.ম আব্দুর রব, কোষাধ্য জি.এম আব্দুস সবুর, পরিচালক শেখ মাছুম আলী, মোঃ মনিরুল ইসলাম. মোঃ আজু মোড়ল, মোঃ বিল্লাল হোসেন, মোঃ কামাল আহম্মেদ ও অফিস সহকারী রেজাউল ইসলামসহ সমিতির সকল সদস্যবৃন্দ।
                                      

                                             বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ মজিদের মত বিনিময়
নিউজ অফ পাইকগাছা॥
 পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন উপল্েয বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক ও অভিভাকবদের সাথে মত বিনিময়  করেছেন বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থী  জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল  মজিদ। তিনি বৃহস্পতিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের শিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্য সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শেখ  রুহুল কুদ্দুস, সুধাংশূ  কুমার  মন্ডল, শফিয়ার  রহমান, গাজী নূর মোহাম্মদ, রফিকুল  ইসলাম, বিমান রায়, জি.এম মুনসুর আলী, শহিদুল  ইসলাম, জি এম শফিকুল ইসলাম, নাছরীন আরা, সরদার আব্দুর  রাজ্জাক, আছাফুর রহমান ও আব্দুল আলীমসহ কলেজের সকল শিকবৃন্দ। এরপর তিনি টাউন মাধ্যমিক বিদ্যালয় ও হাবিব নগর সিনিয়র মাদ্রাসার শিকদের সাথে মত বিনিময় করেন।
                                                   দরগাহপুরে চিংড়ি ঘেরের বাসা বাড়ী ভাংচুর ও লুটপাট
নিউজ অফ পাইকগাছা॥
আদালতের নির্দেশনা উপো করে পাইকগাছার পার্শ¦বর্তী দরগাহপুর গ্রামের একটি মৎস্য ঘেরের বাসা বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই আদালতে আদালত অবমাননার মামলা করে বিপাকে পড়েছে বাদী বারিক গাজী ও তার পরিবার।
 অভিযোগে প্রকাশ, পাইকগাছার পার্শ্ববর্তী দরগাহপুর গ্রামের মোহাম্মদ গাজীর পুত্র বারিক গাজী গংদের সাথে একই এলাকার মৃত রজব আলী গাজীর ওয়ারেশদের সাথে দীর্ঘ দিন ধরে ২ একর ৩৪ শতক  জমি  নিয়ে বিরোধ চলে আসছে। যা নিয়ে সাতীরা যুগ্ম জজ আদালতে দেঃ ৭২/২০১৩ মামলা হলে বিজ্ঞ আদালত উক্ত জমিতে উভয় পকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। আদেশের কয়েকদিন যেতে না যেতেই উক্ত আদেশ উপো করে বিবাদী প সামছুর গাজী গং উক্ত মৎস্য ঘেরে অবস্থিত বাসা বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়ে লাধিক টাকার তি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বারিক গাজী একই আদালতে ১৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মিস ০৫/২০১৪ নং মামলা করেন। এ মামলার নোটিশ পেয়ে সামছুর গাজী গং বারিক গাজী ও  তার পরিবারকে বিভিন্নভাবে য়তির হুমকি দিচ্ছে বলে অভিযোগে প্রকাশ।

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

বিগত দুই বছরে পাল্টে গেছে পাইকগাছা পৌরসভার চিত্র;

মেয়র সেলিম জাহাঙ্গীরসহ বর্তমান পরিষদকে পৌরবাসীর অভিনন্দন
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনা জেলার পাইকগাছা পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীতকরণসহ গত ২ বছরে অভুতঃপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়ায় পাল্টে গেছে পৌরসভার উন্নয়নের চিত্র। ফলে দীর্ঘদিন পর পৌরবাসী উৎসব মুখর পরিবেশে পালন করছে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপল্েয সংশ্লিষ্ট কর্তৃপ মেলাসহ আয়োজন করেছেন সপ্তাহব্যাপী নানা কর্মসূচী। গত ৩ ফেব্র“য়ারি প্রতিষ্ঠাবার্ষিকী ও পানিমেলা ২০১৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল। এদিকে গত দু’বছরের কাঙ্খিত উন্নয়নের জন্য পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরসহ বর্তমান পরিষদকে অভিনন্দন জানিয়েছেন পৌরবাসী।  সূত্র মতে, ১৯৯৭ সালের ১ ফেব্র“য়ারি খুলনা জেলার প্রথম পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে পাইকগাছা পৌরসভা। ঐতিহ্যবাহী পৌরসভাটি ‘গ’ শ্রেণীতে সীমাবদ্ধ থাকা এবং দ জনপ্রতিনিধির অভাবে দীর্ঘ দিনেও পৌরসভার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয় পৌরবাসীকে। এদিকে উন্নয়ন বঞ্চিত পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরের ল্য নিয়ে ২০১১ সালের জানুয়ারিতে বিপুল জনপ্রিয়তা ও বিশাল ভোটের ব্যবধানে পৌর মেয়র নির্বাচিত হন সেলিম জাহাঙ্গীর। নির্বাচনের পর পৌরবাসীর প্রত্যাশা পূরণ ও প্রতিশ্র“তি বাস্তবায়নে তরুন ও প্রবীণ, দ কাউন্সিলরদের নিয়ে শুরুতেই পৌরসভাকে দুর্নীতিমুক্ত ঘোষণা করার মাধ্যমে উন্নয়নের যাত্রা শুরু করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি দিনের পর দিন পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীতকরণ ও সার্বিক উন্নয়নের জন্য ছুটে চলেন বিভিন্ন মন্ত্রণালয়ে। গত ২ বছরে তিনি দীর্ঘদিন পর ‘গ’ শ্রেণীতে সীমাবদ্ধ থাকা পৌরসভাকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করা সহ বাস্তবায়ন করেছেন ব্যাপক উন্নয়ন কর্মকান্ড। পানির সমস্যাসহ সমাধান করেছেন ব্যবসায়ীদের সাথে পৌরসভার অমীমাংসিত নানা বিষয়। বৃদ্ধি করেছেন রাজস্ব আয়সহ নাগরিকদের নানা সুযোগ সুবিধা। পৌর সূত্র মতে, ২০০৮-২০১০ সালে এডিপির যেখানে বরাদ্দ ছিল ৮৩ লাখ টাকা। সেখানে ২০১১-২০১২ সালে বৃদ্ধি পেয়েছে ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। ইতোপূর্বে বিশেষ প্রকল্পের অনুকুলে কোন বরাদ্দ না থাকলেও গত ২ বছরে ২ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ হয়েছে। রাজস্ব আয় ৬৬ লাখ টাকার স্থলে ১ কোটি ৬৫ লাখ। ব্যাংক ফিক্সট ডিপোজিট ২ কোটি, বুদ্ধিভিত্তিক বাড়তি আয় ৬০ লাখ। পানির সমস্যা সমাধানে গত ২ বছরে পাইপ লাইনে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নসহ পরিবার ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম ৭২টি, কমিউনিটি ভিত্তিক ৮টি, শিা প্রতিষ্ঠানভিত্তিক ৪টি, কমিউনিটি ভিত্তিক এআইআরপি ১৭টি, পরিবার ভিত্তিক ৭৪টি, টিউবওয়েল স্যান্ড ফিল্টার সংস্কার কাজ ৪টি, টিউবওয়েলের প্লাট ফর্ম সংস্কার কাজ ২৫টি, নতুন স্থাপন ১টি, রিং ওয়েল (পাত কোয়া) ১টি, মোবাইল ওয়াটার ভ্যান ২টি, সাইকেল ফিল্টার ২টি, পানি পরীা ল্যাব ১টি, ব্যাকটেলোজি টেস্ট মেশিন ক্রয় ১টি, পুকুর খনন ১টি, আর.ও ফিল্টার ১টি, স্লাজ ডিসচার্জ পাম্প ১টি। বিদ্যুায়নে নতুন বিদ্যুতের খুঁটি স্থাপন ৫০টি, সড়ক বাতি ৩০০টি, পৌরসভার নিজস্ব লাইটিং ও তার স্থাপন ৬৮.৯০১ হাজার ফুট, স্যানিটেশনে কমিউনিটি ভিত্তিক ল্যাট্রিন নির্মাণ ১৭টি, শিাপ্রতিষ্ঠান ভিত্তিক ৪টি, সংস্কার কাজ ৯টি, ময়লা আবর্জনা অপসারণের ভ্যান ১টি, মিনি ব্যারেল কম্পোস্ট প্লান্ট ১০টি। বাসস্ট্যান্ডের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু। পৌর ভবনের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে। ৫ বিঘা জমির উপর পৌরসভার কবরখানা স্থাপন। ভিজিএফ কার্ড ১ হাজারের স্থলে ৩১৮০টি বৃদ্ধি। অকেজো রোড রুলার, মিক্সার মেশিন, গার্ভেস ট্রাক চালু করা। পানি নিস্কাশনে নতুন ওয়াপদার গেট তৈরী ১টি। পৌরসভাকে ডিজিটালাইজে ওয়েব পেজ, ইন্টারনেট চালু ও বৃদ্ধি করেছেন কম্পিউটার সংখ্যা। সমাধান করেছেন বাজারস্থ ৫টি মার্কেট ও মৎস্য আড়ৎদার সমিতি এবং ঐতিহ্যবাহী সরল পুকুর পাড়ে বন্দোবস্ত গ্রহিতাদের সাথে পৌরসভার দীর্ঘদিনের বিবদমান অমীমাংসিত বিষয়। সব মিলিয়েই বিগত দিনের তুলনায় এবারের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করছে পৌরবাসী। এ ব্যাপারে পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, বর্তমান পরিষদ মতা গ্রহণের পর বিগত ২ বছরে পৌরসভাকে ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীতকরণসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হওয়ায় এ বারের প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌরবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে। আর জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সর্বপরি জনগণের সার্বিক সহযোগিতায় মতা গ্রহণের অল্প দিনের মধ্যেই এ কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর।
                                                 পাইকগাছায় ১৪ বছরের শিশুপুত্র মেহেদী হাসান পিয়াস নিখোঁজ
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় হারিয়ে গেছে ১৪ বছরের শিশুপুত্র মেহেদী হাসান পিয়াস। গত ৫ দিন নিখোঁজ পুত্রের খোঁজে পাগলপ্রায় পিতা-মাতা ও পরিবার পরিজন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। নিখোঁজ
শিশুপুত্রের পিতা উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ বিশ্বাসের পুত্র মোঃ হাবিবুর রহমান বিশ্বাস জানান, গত ১ ফেব্র“য়ারি সকাল ৮টার দিকে বড় পুত্র মেহেদী হাসান বাড়ি হতে কপিলমুনি বাজারের যায়। এরপর হতে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজা-খুজির পরও গত ৫ দিনে তার কোন সন্ধান মেলেনি বলে পাগলপ্রায় পিতা হাবিবুর বিশ্বাস জানান। এ ঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে, যার নং- ১৫২, তাং- ০৪/০২/২০১৩ইং। নিখোঁজ মেহেদী হাসানের সন্ধান পেলে ০১৮১১৭৯৫২০৪ নম্বর মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ পুত্রের পরিবার।

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

পাইকগাছা পৌরসভার প্রতিষ্ঠা বার্ষিকী ও পানি মেলা ২০১৪ উদযাপিত



নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার ঐতিহ্যবাহী পাইকগাছা পৌরসভার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পানি মেলা ২০১৪ উপল্েয র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদণি শেষে পৌর চত্ত্বরে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী ও পানি মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ আব্দুল জলিল, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এস,এম, মনির-উজ-জামান, খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ, খুলনা জেলা পুলিশ সুপার মোঃ গোলাম রউফ খান, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, ওসি এম. মসিউর রহমান, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শহিদুজ্জামান, নবলোক পরিষদ, খুলনার নির্বাহী প্রধান কাজী ওয়াহিদুজ্জামান, ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার কলিমুল্লাহ কলি, সুমন কান্তি নাথ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমান, পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী, কাজী আব্দুস সালাম বাচ্চু, ভারপ্রাপ্ত অধ্য রমেন্দ্রনাথ সরকার, মিহির বরণ মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু ও বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, শেখ আনিছুর রহমান মুক্ত, ইদ্রিস আলী গাজী, শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাজী নেয়ামুল হুদা কামাল, এস,এম, ইমদাদুল হক, সেলিম নেওয়াজ, এস,এম, তৈয়েবুর রহমান, মনিরুল ইসলাম মন্টু, আসমা আহমেদ, কবিতা রাণী দাস ও জাহানারা খাতুন। অনুষ্ঠান শেষে অতিথিরা পানি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।