মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনা-৬ আসন : আ. লীগের মনোনয়ন চান যারা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ আসনে (কয়রা-পাইকগাছা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিন ডজনের বেশি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা। এ সকল নেতাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূলে জনপ্রিয়তায় বেশ এগিয়ে রয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় জনগনের প্রত্যাশা জনপ্রিয় ব্যক্তিই দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে মনোয়ন পেয়ে  পুনরায় আওয়ামী লীগ আসনটি ধরে রাখবে। ছবিতে উল্লেখিত মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও অনেক নেতৃবৃন্দ আছেন যাদের ছবি এখানে প্রকাশিত হয়নি।

 

নিউজ অফ পাইকগাছার পক্ষ থেকে জনমত জরিপ চলছে। জরিপ শেষে রিপোর্ট প্রকাশিত হবে। 

মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

পাইকগাছায় মন্দিরের কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের বিরোধ চরমে; লুটপাটের মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা

 


বিরোধ নিরসনে প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় মন্দিরের কর্তৃত্ব নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন রাড়–লী দক্ষিণপাড়া গ্রামের সনাতন ধর্মের শতাধিক পরিবার। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হামলা মামলার ঘটনা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রশাসন, থানা পুলিশ ও পূজা উদযাপন পরিষদ সৃষ্ঠ বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলেও কোন চেষ্টায় সফল হয়নি। গত ৫ মে হামলার ঘটনায় দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা হয়। এ ঘটনার জের ধরে শিবপদ গংরা লুটপাটের মামলা দিয়ে বিকাশ গংদের হয়রানি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এলাকার লোকজন। সৃষ্ঠ এ বিরোধ নিষ্পত্তি করতে না পারলে দু’পক্ষের মধ্যে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষ সহ চরম ক্ষয়ক্ষতির আশংকা করছেন এলাকাবাসী।

প্রাপ্ত সূত্রে জানাযায়, উপজেলার রাড়–লী ইউনিয়নের দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দিরের কর্তৃত্ব নিয়ে দু’টি পক্ষের সৃষ্টি হয়েছে। অত্র মন্দিরের আওতায় এলাকায় ৮৭ পরিবার সনাতন ধর্মের মানুষ বসবাস করে। মন্দিরটির দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করে আসছিল শিবপদ সরকার। শিবপদ-সত্যনন্দ গংদের পক্ষে রয়েছে ২২ পরিবার। অপরদিকে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে মন্দিরের কর্তৃত্ব রয়েছে বিকাশ-পার্থ সরকার গংদের অনুক‚লে। তাদের অনুক‚লে রয়েছে ৬৫ পরিবার। ফসলী জমি ও পুকুর সহ মন্দিরের বেশ কিছু সম্পত্তি রয়েছে। যার কর্তৃত্ব নিয়ে বেশ অনেকদিন যাবত বিরোধ চলে আসছে। বিরোধের কারণে বহু পরিবার মন্দিরে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা করতে পারে না। বিরোধ নিয়ে দু’পক্ষই আদালতে মামলা করেছে। থানা পুলিশ ও প্রশাসনের সাথে একাধিক শালিশী বৈঠক হলেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণ কোন সমাধান হয়নি। ফলে দু’পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। এর জের ধরে গত ৫ মে সন্ধ্যার দিকে এপিসি প্রাইমারী স্কুলের পিছনে শিবপদ গংদের লোকজন বিকাশ গংদের লোকজনের উপর হামলা করে। এতে তারা কুপিয়ে বিকাশ গংদের ৮জনকে গুরুতর জখম করে। এ ঘটনায় বিকাশ বাদী হয়ে শিবপদ গংদের ১৪ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং ১৩/১৪৫, তাং ০৬/০৫/২০২৩ ইং। এ ঘটনায় সুচিত্রা ওরফে পুতুল বাদী হয়ে বিকাশ গংদের ৯জনকে আসামী করে পাল্টা মামলা করে। এ ঘটনার জের কাটতে না কাটতে লুটপাট মামলা দিয়ে বিকাশ গংদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলে শিবপদ গংদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিকাশ গংদের লোকজন। মন্দির কমিটির সাবেক সম্পাদক দিলিপ সরকার জানান, সেপ্টেম্বর ২০২২ থেকে মন্দিরের কর্তৃত্ব আমাদের অনুক‚লে রয়েছে। শিবপদ গংরা আমাদের উপর হামলা করে ক্ষ্যান্ত হয়নি। তাদের অনুসারী সন্ধ্যা রানী সরদার লুটপাট মামলা দিয়ে আমাদের হয়রানি করার ষড়যন্ত্র করছে বলে জানতে পেরেছি। এ ধরণের হয়রানি বন্ধ না হলে এলাকা থেকে চলে যাওয়া ছাড়া আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে বলে জানান নিলিমা সরদার। সন্ধ্যা রানীর প্রতিবেশী গনেশ সরকার জানান, আমরা তার পাশেই বাস করি, কিন্তু ঘটনার দিন রাতে এমন কোন কিছু টের পায়নি। দুখীরাম জানান, লুটপাট হলে শব্দ হয়, চিল্লাচিল্লি হয়, তেমন কিছুই আমরা শুনতে পায়নি। ক্যাম্প ইনচার্জ ইমরান হোসেন জানান, সোমবার সকাল ১১ টায় ৯৯৯ ফোনের ভিত্তিতে আমি সন্ধ্যা রানীর বাড়ীতে যায়। তিনি অভিযোগ করেন ২১ মে রাত ২ টার দিকে ভয় দেখিয়ে তাকে জিম্মি করে ৪০ মন ধান ও স্বর্ণালংকার সহ তার বাড়ী থেকে বিভিন্ন মালামাল লুটপাট করা হয়েছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে সন্ধ্যা রানীর অভিযোগ এবং তার কথার মাঝে কিছুটা গরমিল রয়েছে। তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে ক্যাম্প পুলিশের এ কর্মকর্তা জানান। এ দিকে এ ধরণের হয়রানি বন্ধ ও বিরোধ নিষ্পত্তির জন্য উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ সর্বমহলের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।


বুধবার, ৩১ জুলাই, ২০১৯

পাইকগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধু হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধু পূর্ণিমাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গৃহবধুর পিতা পংকজ কুমার সরদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আমার মেয়ে পূর্ণিমার সাথে উপজেলার মুনকিয়া গ্রামের প্রিন্স মল্লিকের এক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক সহ বিভিন্ন দাবীতে তার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এক পর্যায়ে গত ২৭ জুলাই সকালে তাকে নির্মমভাবে দরজার হাঁক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে গলায় রশি দিয়ে হত্যা করে। প্রিন্স ও তার পরিবারের লোক পূর্ণিমার হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
 পুলিশ সুরত হাল রিপোর্ট শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। লাশটি তড়িঘড়ি করে অর্ধশবদাহ করে নদীতে ভাসিয়ে দেয়। অর্ধপোড়া লাশটি নদীর কুলে ভেসে উঠলে শিয়াল-কুকুরে খাচ্ছে বলে পংকজ সরদার সংবাদ সম্মেলনে উল্লেখ করে।
 উল্লেখ্য, গত ২৭ জুলাই সকালে লতার মুনকিয়া গ্রামে গৃহবধু পূর্ণিমা মল্লিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্থানীয় সূত্রে জানা যায় । ১৭ থেকে ১৮ মাস আগে বিয়ে হয় মুনকিয়া গ্রামের নির্মল মল্লিকের ছেলে, প্রিন্স মল্লিকের সাথে, পূর্ণিমা চার থেকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল।

শনিবার, ৩০ জুন, ২০১৮

পাইকগাছা ও কয়রার সীমান্তবর্তী আলোচিত গাংরখী-শালুকখালী বদ্ধনদী আবারও ইজারা দেওয়ার চেষ্টা; এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা ও কয়রা দুই উপজেলার সীমান্তবর্তী আলোচিত গাংরখী-শালুকখালী বদ্ধনদী অবমুক্ত করা হলেও আবারও ইজারা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার এ সংক্রান্ত একটি ডিও লেটারকে কেন্দ্র করে স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। একই সাথে ইজারা চেষ্টার প্রতিবাদ জানিয়ে উপদেষ্টার সুপারিশ পত্র প্রত্যাহারের দাবী জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী নদীটি অবমুক্ত করার জন্য দীর্ঘদিন দাবী করে আসছিল। যার প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক গত ১৫ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক নিজেই নদীতে নেমে নেট-পাটা অপসারণ করার মাধ্যমে গাংরখী-শালুকখালী বদ্ধনদী অবমুক্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, পাইকগাছার গড়ইখালী ও কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সীমান্তবর্তী ৬০ একর আয়তনের ৭ কিলোমিটার দীর্ঘ গাংরখী-শালুকখালী নদী অবমুক্ত করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন দাবী জানিয়ে আসছিল। নদীটি স্থানীয় গড়ইখালী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কামরুল ইসলাম গাইন ইজারা নিয়ে দীর্ঘদিন মৎস্য চাষ করে আসছিল। এলাকাবাসীর অভিযোগ নদীর বিভিন্ন স্থানে নেট-পাটা দিয়ে মাছ চাষ করার কারণে পানি নিস্কাষন ব্যবস্থা মারাত্মকভাবে বিঘিœত হয়। ফলে যার বিরুপ প্রভাব পড়ে এলাকার কৃষি উৎপাদনের উপর। পাশাপাশি যেসব পরিবার নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করতো অসহায় হয়ে পড়েন এমন অসংখ্য পরিবার। ফলে এলাকাবাসী নদীটি অবমুক্ত করার জন্য দীর্ঘদিন দাবী জানিয়ে আসছিল। এ নিয়ে এলাকার লোকজন মানববন্ধন ও একাধিক প্রতিবাদ সমাবেশও করে। ২০১৪ সালে আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকাবাসীর দাবীর সাথে একমতপোষণ করে নদীটি অবমুক্ত করার প্রতিশ্রæতি দেন। প্রতিশ্রæতি অনুযায়ী তিনি এলাকার ৬টি নদী অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয় বরাবর ডিও লেটার প্রদান করেন। যার প্রেক্ষিতে ২০১৪ সালের ১০ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের ২৯তম সভায় এলাকার পোল্ডার অভ্যান্তরে ¯øুইচ গেইট যুক্ত মরা কুচিয়া নদী, নড়া নদী, গাছুয়া নদী, উলুবুনিয়া নদী, ঘোষখালী নদী ও শালিকখালী (গাংরখী) নদী উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। সংসদ সদস্যের সুপারিশের আলোকে মন্ত্রাণালয়ের সিদ্ধান্তগৃহিত জলমহলগুলো লীজের মেয়াদ শেষ হওয়ার পর থেকে উন্মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। মন্ত্রাণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৪২৪ সনের ৩০ চৈত্র ইজারার মেয়াদ শেষ হলে সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক চলতি বছরের ১৫ এপ্রিল এলাকাবাসীকে সাথে নিয়ে নিজেই নদীতে নেমে নদীর সকল অবৈধ নেট-পাটা অপসারণ করে আলোচিত গাংরখী-শালুকখালী নদী অবমুক্ত ঘোষণা করেন। দীর্ঘদিনপর নদীটি অবমুক্ত হওয়ায় এলাকাবাসী এ দিন এলাকায় আনন্দ মিছিল করে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করেন। এদিকে অবমুক্ত করার আড়াই মাস যেতে না যেতেই পুনরায় নদীটি ইজারা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গত ১৯ জুন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে নদীটি পুনরায় ইজারা দেওয়ার জন্য ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বরাবর ডিও লেটার প্রদান করেন। যা নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও উপদেষ্টার আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা কালীন ২০১৭ সালের ২৯ নভেম্বর ভূমি মন্ত্রাণালয় বরাবর ইজারা প্রদান সংক্রান্ত অনুরূপ একটি ডিও লেটার প্রদান করেন। তার আগে মন্ত্রাণালয়ের আদেশ স্থগিত করে ইজারা কার্যক্রম অব্যাহত রাখার জন্য গড়ইখালী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি কামরুল ইসলাম গাইন মন্ত্রাণালয় বরাবর আবেদন করেন। এদিকে নদী ইজারা চেষ্টার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ন্যায় এলাকায়ও ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে এলাকার শত শত নারী-পুরুষ গড়ইখালীর গাংরখী বাজার সংলগ্ন নদীর পাড়েই অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য বিপুল কুমার মন্ডল জানান, নদীর দুই পাড়ে হাজার হাজার হিন্দু স¤প্রদায় বসবাস করে। এটি যদি পুনরায় ইজারা দেওয়া হয় তা হলে এলাকার হিন্দু স¤প্রদায়কে ভারতে চলে যেতে হবে। প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিপুল জনগোষ্ঠীর সুবিধার্থে নদীটি অবমুক্ত করা হয়। এটি যদি পুনরায় ইজারা প্রদান করা হয় তা হলে এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। ক্ষতিগ্রস্থ হবে কৃষি উপর নির্ভরশীল শত শত পরিবার। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস প্রতিবাদ সমাবেশে জনস্বার্থের কথা বিবেচনা করে ইজারা প্রদান সংক্রান্ত সুপারিশ পত্র প্রত্যাহার করার জন্য অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের প্রতি আহŸান জানান। এ ব্যাপারে গড়ইখালী মৎস্যজীবি সমিতি ও ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কামরুল ইসলাম গাইন জানান, মৎস্যজীবি সমিতির হত দরিদ্র সদস্যগণ গাংরখী-শালুকখালী নদীতে মাছ চাষ করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করতো। পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ টাকা রাজস্ব পেতো। একই সাথে নদীর উৎপাদিত মাছ বিদেশে রপ্তানি করে অর্জিত হতো বৈদেশিক মুদ্রা। মন্ত্রাণালয় নদীটি অবমুক্ত করার সিদ্ধান্ত নিলে সমিতির সদস্যদের কথা চিন্তা করে প্রথমে আমি নিজেই মন্ত্রাণালয় বরাবর আবেদন করি। এতে কোন কাজ না হওয়ায় পরবর্তীতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বরাবর গেলে মন্ত্রী মহোদয় একটি ডিও লেটার দেন। এরপর বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান মহোদয়ের নিকট আবেদন করি। উপদেষ্টা মহোদয় সমিতির সদস্যদের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে একটি ডিও লেটার প্রদান করেন। উপদেষ্টা মহোদয়ের উক্ত পত্রটির ভূল ব্যাখ্যা করে অনেকেই উপদেষ্টার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এলাকায় ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছেন। এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়া হবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহŸান জানান। ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত শুক্রবারের সমাবেশে উপস্থিত ছিলেন, গড়ইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন গাইন, বিএম শফি, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, ইউপি সদস্য বিপুল কুমার মন্ডল, রমেশ চন্দ্র বর্মণ, গৌরপদ মিস্ত্রী, রণজিৎ মন্ডল, বিকাশ চন্দ্র মন্ডল, মানষ কুমার মন্ডল, কাজল রানী বর্মণ, যমুনা বৈদ্য, সুনিতা মিস্ত্রী, চঞ্চলা রানী সরকার, গাউছুর রহমান, আব্দুস সাত্তার ও দেবাশীষ রায়।

সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

পাইকগাছায় আ'লীগ নেতা টিপুর পিস্তলের লাইসেন্স বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স বাতিল, আওয়ামীলীগের দলীয় পদ থেকে বহিষ্কার ও গড়ইখালীর শীর্ষ সন্ত্রাসী বাবু গাইন সহ রাসেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে পথসভা ও মানববন্ধন পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার সকালে পৌরসভার সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ এপ্রিল পৌর সদরের জিরোপয়েন্ট সংলগ্ন জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে সাবেক শিবির নেতা বলায় শেখ কামরুল হাসান টিপু সন্ত্রাসীর ভূমিকায় প্রভাষক আব্দুল ওহাব বাবলুর বুকে পিস্তল ঠেকান। বিষয়টি নিয়ে খোদ আওয়ামীলীগ সহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও ভিতির সৃষ্টি করে। এছাড়া শেখ কামরুল হাসান টিপু জামায়াত ও বিএনপি’র বিভিন্ন ক্যাডারদের নিয়ে চলাফেলা করায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকেন। বক্তারা মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে অবিলম্বে দলীয় এ নেতার পিস্তলের লাইসেন্স বাতিল ও দলের সকল পদ পদবী থেকে বহিষ্কারের দাবী জানান। একই কর্মসূচীতে বক্তারা আরো বলেন, গত ১৬ এপ্রিল পৌর সদরে অনুষ্ঠিত এক জনসভায় দক্ষিণ খুলনার গড়ইখালীর শীর্ষ সন্ত্রাসী বাবু গাইন ও তার সহযোগীরা মহড়া দেয়। এতে একদিকে যেমন সাধারণ মানুষ আতঙ্কিত হয়, অপরদিকে উপদেষ্টা ড. মসিউর রহমানের মত উচ্চ পদস্থ ব্যক্তির জনসভায় বাবু গাইন ও তার সহযোগীদের উপস্থিতি সাধারণ মানুষকে হতবাক করেছে। বক্তারা অবিলম্বে বাবু গাইন ও স¤প্রতি তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত গোপালপুর গ্রামের রাসেল হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রতন ভদ্র, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আফসার আলী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত, আওয়ামীলীগনেতা বিজন বিহারী সরকার, শেখ হেদায়েত আলী টুকু, গোলক বিহারী মন্ডল, গোলাম রব্বানী, আফসার উদ্দীন মোল­া, যুবলীগনেতা শেখ শহিদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, বাবুলাল বিশ্বাস, উত্তম ঘোষ, আজিবর রহমান, জগদীশ চন্দ্র রায়, উপজেলা তাঁতীলীগের আহবায়ক দেবব্রত রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, যুব স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আসিফ ইকবাল রনি, সদস্য সচিব সঞ্জয় ঘোষ, সরদার জালাল উদ্দীন ও খাদিজা বেগম। উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ।

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

পাইকগাছা-কয়রার উন্নয়নে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর; #এমপিকে আরো কাজ করার নির্দেশ

বিভিন্ন অনলাইন পোর্টালে মনোনয়ন সংক্রান্ত খবরে বিভ্রান্ত না হওয়ার আহবান
বিশেষ_প্রতিনিধি_ঢাকা।। খুলনা-৬ আসনের উন্নয়নে সন্তোষপ্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশেষ করে আইলা বিধ্বস্ত কয়রায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। আইলা বিধ্বস্ত কয়রায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সকল প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বলেন। আরো উন্নয়নমূলক কাজ করতে স্থানীয় এমপিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জেলা ও উপজেলায় উন্নয়নমূলক কর্মকান্ড নিবিড়ভাবে পর্যবেক্ষন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের নির্বাচন পরবর্তী সময়ে খুলনা-৬ আসনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়, বিশেষ করে স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ সকল পর্যায়ে উন্নয়ন সাধিত হয় এবং বর্তমানে শতাধিক প্রকল্প চলমান রয়েছে। গত ৩ মার্চ খুলনার জনসভায় প্রধানমন্ত্রী খুলনা-৬ আসন কয়রা-পাইকগাছার উল্লেখযোগ্য ১২ টি প্রকল্প উদ্ভোধন করেন। দলের হাইকমান্ডের এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে সকল পর্যায়ের নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন।
#মনোনয়নের ব্যাপারে দলের নির্ভরযোগ্য একটি সুত্র জানিয়েছেন ইতোমধ্যে বিভিন্ন অনলাইন থেকে মনোনয়নের ব্যাপারে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তার কোন ভিত্তি নেই। তাই নেতাকর্মীদের বিভ্রান্ত না হতেও আহবান জানিয়েছেন সুত্রটি। আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের পর দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করবেন মনোনয়ন। তাই বিভিন্ন অনাইনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৃনমূলে কোন বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন।
#একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও নৌকার বিজয় নিশ্চিত করতে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক কয়রা-পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চাইছেন এবং তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন নৌকার বিজয় নিশ্চিত করতে।

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

পাইকগাছায় কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় কৃষিজাত পণ্যের গুণগত মান সম্পন্ন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক ৫ দিনের পুষ্টি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনন্সিটিউট লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি ইউনিট ৯ থেকে ১৩ মার্চ ৫ দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বসতভিটায় সবজি বাগান, পারিবারিক জনগোষ্ঠীর পুষ্টি উন্নয়নে গুরুত্ব, আমিষ যোগানে প্রানী সম্পদের গুরুত্ব, পুষ্টি উন্নয়নে মাছ চাষ ও অর্থনৈতিক গুরুত্ব, কাঁকড়া মোটাতাজাকরণ ও অর্থনীতিতে অবদান, ছোট মাছের গুরুত্ব ও পুষ্টিমান, ভেষজ পদ্ধতিতে শুটকি সংরক্ষণ, সামদ্রিক শৈবাল ও পুষ্টিমান, অনুপুষ্টি কণা, ঘাটতিজনিত সমস্যা ও করণীয়, নিরাপদ খাবার ও নিরাপদ পানি নিশ্চিত বিষয়ক করণীয়, সবজি ও ফলের পুষ্টিমান, খাদ্য তৈরীর কৌশল, সুষম খাবার, গর্ভবতী, প্রসুতি ও কিশোরীদের পুষ্টির প্রয়োজনীয়তা, আয়োডিনের অভাবজনিত সমস্যা ও সামাধান, খাদ্যে ভেজাল, বাস্তবতা ও করণীয়,  আচার প্রস্তুতকরণ পদ্ধতি, নিরাপদ খাদ্য প্রস্তুতি, পরিবেশন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক (পুষ্টি) ও প্রশিক্ষণ কোর্স পরিচালক ড. মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদুপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইনামুল হক, লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড. জাহিদ ইকবাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস ও উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম।

পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড; একই পরিবারের ৩জন দগ্ধ


স্টাফ রিপোর্টার।।  পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারে ঘুমন্ত ৩ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গোপালপুর গ্রামে ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে। আহতদের সকলের অবস্থা আশংকা জনক। পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দীন গাজী জানান, ঘটনার দিন রাতে গোপালপুর গ্রামের ইবাদুল গাজীর স্ত্রী সুকজান বিবি (৪৫) দুই ছেলে নূর ইসলাম গাজী (২৭) ও রাসেল গাজী (১৫) কে নিয়ে প্রতিদিনের ন্যায় বসতঘরের ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ২টার দিকে তাদের বসত ঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা তাদের শরীরে স্পর্শ করলে সবাই ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু দরজার বাইরে থেকে শিকল দেওয়া থাকায় সবাই ঘরের মধ্যে আটকা পড়ে। অনেক চেষ্টারপর দরজা ভেঙ্গে বাইরে আসার আগেই আগুনে তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অগ্নিকান্ডে অসহায় পরিবারের দুটি বসতঘর ও ঘরের ভিতরে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণ পুড়ে ভূষ্মিভূত হয়। ওই রাতেই এলাকার লোকজন অগ্নিদগ্ধ ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা আশংকা জনক বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন। স্বামী ইবাদুল গাজীর পারিবারিক বিরোধ থাকায় বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন অগ্নিদগ্ধ স্ত্রী সুকজান বিবি।


রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করা হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ পেনশন/গ্রাচুইটি এর শতভাগ অর্থ বকেয়া সহ সরকারি কোষাগার থেকে প্রদানের দাবীতে কেন্দ্রীয় ৭২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় পৌর কর্মকর্তা-কর্মচারীরা রোববার সকালে পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রথম দিনের কর্মবিরতি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের জেলা সভাপতি ও পৌর সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, পৌর এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নূর আহম্মদ, মোঃ সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, এসএম ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন, মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ কুমার রায়, বিকাশ চন্দ্র ঘোষ, কবিতা রানী গাইন, মোঃ মুজিবর রহমান, নূরুল ইসলাম, কৌশিক মন্ডল, তন্ময় মন্ডল ও আমির আলী খাঁ।

পাইকগাছায় সরকারি দুই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় সরকারি দুই স্কুলের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল ওহাব, অরবিন্দু হাজরা, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, মৃণাল কান্তি রায়, দিপংকর ফৌজদার, আনন্দ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, অভিভাবক হেলেনা জামান, বাসন্তী মন্ডল, পরীক্ষার্থী ঈশান মন্ডল,  ইশিতা এনাম ঋতু, তাসমিয়া ইসলাম চাঁদনী, ওশিন, জান্নাতুল ফেরদৌস, ফারিহা, আয়রিন সুলতানা পলি, জান্নাতুল ফেরদৌস তিশা ও অমৃতা সাহা নিশা। অনুরূপভাবে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, শিক্ষক দীলিপ দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, প্রদীপ শীল, রহমত আলী, মোঃ আব্দুল মমিন, মোঃ রবিউল ইসলাম খান, অনিমেষ হরি, শিক্ষার্থী আসির ফয়সাল ও শোয়েব আক্তার সাগর। অনুষ্ঠান শেষে দুই স্কুলের প্রায় দুই শতাধিক বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র ও পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।

পাইকগাছায় সরল দীঘির পাড় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় সরল দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্কুল মাঠে ক্রীড়া অনুষ্ঠান ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, মাওঃ আব্দুল মান্নান, আমজাদ হোসেন, শিক্ষক ফাতেমা খাতুন, সায়রা বেগম, মুজিবর রহমান, সমীরণ ঢালী, মারিয়া আক্তার পায়েল, রাশনা শারমিন আঁখি ও আব্দুল গফফার।

পাইকগাছায় ইয়াবা সহ আটক- ১

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক আনিছুর রহমান জামসেদ (৪০) পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের নজরুল গাজীর ছেলে। শনিবার সন্ধ্যায় থানা পুলিশের এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবা সহ আনিছুর রহমানকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মামলাহয়েছে। আটক আনিছুরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

পাইকগাছার বিভিন্ন ইউনিয়নের শীতার্থদের মাঝে এমপি নূরুল হকের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
পাইকগাছা-কয়রার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক শীতার্থ দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। মাননীয় সাংসদ চলতি সংসদ অধিবেশনে উপস্থিত থাকায়। তার পক্ষে বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। আজ সকালে এমপি মহোদয়ের রাজনৈতিক কার্যালয়ের পৌর সদরের বিভিন্ন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।