মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

পাইকগাছায় র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ৪

নিউজ অফ পাইকগাছা ॥
    পাইকগাছায় ২ কেজি গাঁজাসহ  ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
    থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ডিএডি ওলিউজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৬-এর একটি টিম ক্রেতা সেজে অভিযান চালিয়ে শিবসা ব্রীজের পশ্চিম পাশ থেকে ২ কেজি গাঁজাসহ গজালিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩৪) ও ছায়েদ আলী ফকিরের পুত্র মিজানুর রহমান (৩৫) কে আটক করে। পরে এ ঘটনায় ডিএডি ওলিউজ্জামান বাদী হয়ে আটক দু’ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেন। যার নং- ৪০, তাং- ২১/০৪/১৩। অপরদিকে এস,আই সোহেল অভিযান চালিয়ে মৌখালী হাইস্কুল মাঠ থেকে গাঁজা সেবন করার সময় ২ পুরিয়া গাঁজাসহ মৌখালী গ্রামের খোকন গাজীর পুত্র বকুল গাজী (২১) ও কমলাপুর গ্রামের মৃত মান্নান গাজীর পুত্র হাবিল গাজী (২২) কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয় বলে ওসি সিকদার আক্কাজ আলী জানান।
                                          পাইকগাছা লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে এমপি’র অভিনন্দন
নিউজ অফ পাইকগাছা ॥
    পাইকগাছার লস্কর কড়–লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে সুবোধ বাছাড় সভাপতি নিবাচিত। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের দপ্তরে এ নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বি সাবেক সভাপতি এটিএম শাহারাবুল ইসলাম পরাজয় ঘটেছে। এদিকে সুষ্ঠুভাবে পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত সভাপতি সুবোধ বাছাড়সহ অন্যান্য নির্বাচিত সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
    উল্লেখ্য গত ৯ এপ্রিল পরিচালনা পরিষদের অভিভাবক ও দাতা সদস্য নির্বাচন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ কবির উদ্দীনের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ আতিউর রহমানের সভাপতিত্বে সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত ও মনোনীত সদস্যদের মধ্যে খান সাহেব, লক্ষ্মীকান্ত মন্ডল, বিপুল মন্ডল, সুভাষ মন্ডল, মানষী রায়, পুলোকেশ মন্ডল, পুরাগ মন্ডল এই ৭ সদস্য ভোটের মাধ্যমে সুবোধ চন্দ্র বাছাড় সভাপতি নির্বাচিত হন। ৯ জন ভোটারের মধ্যে সীমান্ত সানা ও নাছিমা বেগম বিরত ছিলেন। অপরদিকে নবনির্বাচিত সভাপতি ও কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ রশীদুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন দাশ, চিংড়ী বিপনন কেন্দ্রের সভাপতি শেখ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইখতেয়ার উদ্দীন, খলিলউদ্দিন, মাষ্টার ঈমান আলী, বিমল কৃষ্ণ বাছাড়, মুজিবুর রহমান, বিরিঞ্চি লাল মন্ডল, মনোহর চন্দ্র সানা, জিনাত আলী সানা, সখিনা খাতুন, বকুল বাছাড়।
                                     অর্থ উপদেষ্টার মাতার রুহের মাগফেরাত কামনায় পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের দোয়া ও আলোচনা সভা
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সদ্য প্রায়ত মাতা ডাঃ নুরুন্নাহার বেগমের রুহের মাগফেরাত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিএলএফ (মুজিব বাহিনী) কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, গাজী রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, কাজী তোকাররম হোসেন টুকু, রনজিত কুমার সরকার, জি,এম, কোরবান আলী, কে,এম, মুজিবর রহমান, সরদার আব্দুল মাজেদ, রওশান আলী, আনোয়ার গোলদার, জামির হোসেন, রেজাউল করিম সানা, আমজাদ আলী গাজী, আব্দুল মান্নান মিস্ত্রী, আমির আলী মাস্টার ও সায়েদ আলী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আব্দুল মালেক।
                                                                পাইকগাছায় সুন্দরবন সুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় সুন্দরবন সুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়ন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও বনবিভাগের সহায়তায় এবং সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, উপজেলা শিা কর্মকর্তা দীলিপ কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা এফ.এম, সেলিম আক্তার, বন কর্মকর্তা প্রেমানন্দ দাশ, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুল হক, সাংবাদিক আব্দুল আজিজ, দেবাশীষ মন্ডল ও সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভুইয়া।

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪

পাইকগাছা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বাবর আলীর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন

নিউজ অফ পাইকগাছা ॥
 ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী শপথ গ্রহন করার পর শুক্রবার সকালে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সরদার আব্দুল মতিন, শ্রমিক নেতা সরদার ফারুক আহম্মেদ, ওয়ার্ড কাউন্সিলর সেলিম নেওয়াজ, মনিরুল ইসলাম মন্টু, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, বিএনপি নেতা ইউপি সদস্য জালাল উদ্দিন আহম্মদ উল্লাহ, আব্দুর রাজ্জাক সরদার, রফিকুল ইসলাম সরদার, আব্দুল গফুর, যুবনেতা হারুন গোলদার, বিধান রায়, প্রনব মন্ডল, আজহারুল ইসলাম, ছাত্রনেতা মশিউর রহমান, শাহীনুর রহমান, শেখ মুক্ত, শেখ মুন্না, সোহাগ পারভেজ, ইকবাল হোসেন ও ইদ্রিস প্রমুখ। এসময় শহীদদের উদ্দেশ্যে ২ মিনিট নিরাবতা পালন করা হয়।
                                          পাইকগাছায় প্রচার-প্রচারণার অভাবে খোলা বাজারে চাল বিক্রয়ে বিপাকে ওএমএস ডিলাররা
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় ক্রেতা না থাকায় খোলা বাজারে ওএমএস-এর চাল বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন ডিলাররা। প্রচার-প্রচারণার অভাবকেই ক্রেতা সংকটের অন্যতম কারণ হিসেবে মনে করছেন অনেকেই।
    উল্লেখ্য, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার থেকে পৌর এলাকায় ওএমএস-এর মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। শনিবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ডিলারদের মাধ্যমে ২৪ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে এ চাল বিক্রি করা হবে। এ জন্য পৌর এলাকায় ৬জন ডিলার নিয়োগ দেয়া হযেছে এবং প্রতিদিন প্রত্যেক ডিলারকে দেড় মেট্রিক টন চাল বরাদ্দ রয়েছে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা গাজী বজলুর রহমান জানান। এদিকে বিক্রির প্রথম দিনেই ক্রেতা শূন্য রয়েছে বিক্রয় কেন্দ্রগুলো। সকাল ১১টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই কোন ক্রেতাকে দেখা মেলেনি বলে সংশ্লিষ্ট ডিলাররা জানিয়েছেন। পূর্ব প্রচারনার অভাবে ক্রেতা সংকটের অন্যতম কারণ হিসেবে মনে করছেন ওএমএস ডিলার দিপংকর মন্ডল।
                                 রিজওয়ানা হাসানের অপহৃত স্বামী উদ্ধার হওয়ায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন
নিউজ অফ পাইকগাছা ॥
    বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাই পুরস্কারপ্রাপ্ত পরিবেশবীদ নেত্রী সৈয়দা রিজওয়ানা হাসানের অপহৃত স্বামী আবু বকর সিদ্দিককে অবশেষে অপহরণের ৩৫ ঘণ্টা মধ্যেই অত অবস্থায় উদ্ধার হওয়ায় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন উপকূলীয় অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিবৃতিদাতারা হলেন, খুলনার পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, উপজেলা ধান, মাছ, পরিবেশ সংরণ কমিটির সভাপতি মোঃ আজমল হোসেন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সদস্য এস,এম, আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, এন. ইসলাম সাগর, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ভূমিহীন সংগঠণের নেতা অধ্যাপক আজহারুল ইসলাম, এ্যাডঃ আব্দুর রশিদ, মোমিন উদ্দীন, শেখ সাদেকুজ্জামান ও উদয় শংকর রায়।
                                 মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সারে আক্রান্ত উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ আলীর সুস্থতা কামনা
নিউজ অফ পাইকগাছা ॥
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদুপানি কেন্দ্র ময়মনসিংহে কর্মরত ক্যান্সারে আক্রান্ত উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শাহ আলীর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের কর্মচারীবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রধান সহকারী কাজী জহিরুল কাইয়ুম, হিসাব রক মোঃ মানিক মিয়া, কেয়ারটেকার মোয়াজ্জেম হোসেন, ত্রে সহকারী খন্দকার সাকির হোসেন, মুজিবর রহমান, আব্দুর রশিদ, মুশফিকুর রহমান, সুব্রত মন্ডল, শ্রীপদ সরদার, কামরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল হামিদ, আলতাপ হোসেন, পংকজ মন্ডল, নীলকোমল মন্ডল, তপন কুমার ঘোষ, আব্দুল আজিজ, রাশেদ মিয়া, মাহতাব হোসেন, জিয়াউর রহমান, আহসান হাবীব, মফেজ উদ্দীন, আবু হাসান, রবিউল ইসলাম, ইমদাদুল হক, পঞ্চানন বিশ্বাস, ইবাদুল ইসলাম, ময়নুদ্দীন, প্রবীর, পরিমল ও অরবিন্দু মন্ডল। উল্লেখ্য, ইনস্টিটিউটের উর্দ্ধতন এ কর্মকর্তা ইতোপূর্বে ১০ বছরের অধিক সময় লোনাপানি কেন্দ্রে কর্মরত ছিলেন। সম্প্রতি তার শরীরে ক্যান্সার রোগ ধরা পড়ায় শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার রয়েছে বলে স্ত্রী মাহমুদা আলী জানান। এদিকে তার আশু রোগ মুক্তি কামনায় কেন্দ্রের মসজিদে শুক্রবার বাদ জুম্মা বিশেষ দোয়া এবং সরল কালিবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।



রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

নতুন বছরকে বরণ করতে প্রস্তুত পাইকগাছাবাসী

নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছায় বর্ষবরনের উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার ১৪২১ বঙ্গাব্দ বরণ করে নিতে উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৭টায় মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৮টায় পান্তাভোজ, ৯টায় গ্রামীন খেলাধূলা, ১০ টায় নববর্ষ উদযাপন, ১১ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে হাসপাতাল ও এতিমখানাগুলোকে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশন, বিকাল সাড়ে ৪টায় শিবসা ব্রীজ সংলগ্ন বালুর মাঠে ঘুঁড়ি ওড়ানো প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলা নববর্ষের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও গদাইপুর ফুটবল মাঠে ৩দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে বর্ষবরনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানান। বর্ষবরণ উপল্েয বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওসি কাজী কামাল হোসেন জানান।
                                       পাইকগাছা পৌরসভাকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার ল্েয মতবিনিময়
নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছা পৌরসভাকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার ল্েয এক মতবিনিময় সভা রোববার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুল লতিফ সরদার, ইদ্রিস আলী গাজী, এসএম তৈয়েবুর রহমান, এসএম ইমদাদুল হক, মাহাবুবুর রহমান রনজু, মনিরুল ইসলাম, সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, কবিতা রাণী দাশ, জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, উদয় শংকর রায়, বিষ্ণুপদ মহলদার, আব্দুর রাজ্জাক ও আকতার গোলদার। সভায় উপস্থিত পৌরবাসীর উদ্যোগে পৌর মেয়র বলেন-ওয়াই-ফাই সুবিধা বাস্তবায়ন করতে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে এবং এ সুবিধা বাস্তবায়নের পর ২০ থেকে ৫০ হাজার টাকা মাসিক খরচ হবে তবে এতে নেটওয়ার্কের গতি বাড়বে, আনলিমিটেড ব্যবহার করা যাবে এবং বর্তমানের চেয়ে গ্রাহকদের মাসিক খরচ অর্ধেক কমে যাবে বলে তিনি জানান।
                                                              পাইকগাছায় কৃষি ব্যাংকে বৈশাখী হালখাতা অনুষ্ঠিত
নিউজ অফ পাইকগাছা ॥
প্রতিবারের ন্যয় এবারও বর্ষবরণ উপল্েয বাংলাদেশ কৃষি ব্যাক খুলনার পাইকগাছা শাখায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ব্যাংক ভবনে এ হালখাতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ২০১২-১৩ অর্থ বছরে ব্যাংক কর্তৃপ ১০ কোটি ৮৬ লাখ টাকা ঋণ বিতরণের ল্যমাত্রা অনুযায়ী গ্রাহকদের মাঝে ৭ কোটি ৫ লাখ টাকা ঋন বিতরন করেন। সাড়ে ৮ কোটি টাকা আদায়ের ল্যমাত্রার মধ্যে ৬ কোটি ২৬ লাখ টাকা ইতোমধ্যে আদায় করা হয়েছে যা ৭৫ শতাংশ। এছাড়াও গত অর্থ বছরে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়ে শতভাগ ল্যমাত্রা অর্জন করায় এ উপজেলার দু’ট শাখা ব্যাংক জেলার মধ্যে শ্রেষ্টতা অর্জন করে বলে সফল ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম জানান। আদায়ের ল্যমাত্রার অবশিষ্ট টাকা আদায়ের ল্েয প্রতিবছরের ন্যায় এ বছরও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হালখাতার আয়োজন করা হয়। সকাল থেকেই ব্যাংক ভবনে সাধারণ গ্রাহকদের উপচে পড়া ভীড় ল্য করা যায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম, কানাইলাল দাশ, আব্দুস সাত্তার, আলপনা রায়, আমির আলী, আজগর আলী, দেবনাথ পরিমল চন্দ্র,  খান আতিয়ার রহমান ও কোষাধ্য শাহাদাৎ হোসেনসহ সাধারণ গ্রাহকরা। 
                                                                মেহেরিন হক রচনার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
নিউজ অফ পাইকগাছা ॥
মেহেরিন হক রচনা সাতীরার তালা হাজরাকাটি আব্দুর রহমান আদর্শ একাডেমী থেকে কিন্ডারগার্টেন স্কুল এ্যাসোসিয়েশনের অধীনে ২০১৩ সালে ১ম শ্রেণী পরীায় অংশগ্রহন করে জেলা ও জাতীয় কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে মাসুদুল হক মাসুদ ও আফরোজা খাতুনের একমাত্র কন্যা এবং অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোন্তাকেমল হক ও হালিমা হকের পৌত্রী। সে ভবিষ্যাতে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেছে। 

শনিবার, ১২ এপ্রিল, ২০১৪

পাইকগাছায় দি রাইজিং সান প্রি-ক্যাডেট ও জুনিয়র হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় দি রাইজিং সান প্রি-ক্যাডেট ও জুনিয়র হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় চত্ত্বরে প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জয়দেব কুমার বিশ্বাস, অধ্য মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক মোছাঃ সুরাইয়া বানু, অপু মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক মোঃ রেজাউল করিম। প্রভাষক ময়নুল ইসলাম ও বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, কাউন্সিলর সেলিম নেওয়াজ, মিরাজুল ইসলাম মিরাজ, প্রভাষক বেলাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, মিন্টু মিস্ত্রী, আব্দুস সালাম ও আবু ছাহাব।
                                      পাইকগাছা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদকের চাচার মৃত্যুতে গভীর শোক
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগের চাচা মোঃ মিনাজউদ্দীন সরদার (৬৮) এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, পাইকগাছা প্রেসকাবের সভাপতি জি,এ গফুর, জি,এম, মিজানুর রহমান, সহ-সভাপতি এস,এম, বাবুল আক্তার, বি. সরকার, সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, তৃপ্তি রঞ্জন সেন, ইমদাদুল হক, øেহেন্দ বিকাশ, প্রমথরজ্ঞন সানা, নজরুল ইসলাম, এম. মোসলেম উদ্দীন, এম আর মন্টু, মোস্তফা কামাল জাহাঙ্গীর, এ্যাডঃ এম. মাফতুন আহমেদ, খায়রুল  ইসলাম, গাজী সালাম, এফ,এম,এ রাজ্জাক, আব্দুল আজিজ, রবিউল ইসলাম, আলাউদ্দীন রাজা, এন ইসলাম সাগর।

সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

পাইকগাছায় স্ত্রী ও শিশু পুত্রকে জবাই করে হত্যা; ঘাতক স্বামী আটক

নিউজ অফ পাইকগাছা ॥
  খুলনার পাইকগাছায় হতাশাগ্রস্থ এক স্বামী স্ত্রী ও শিশুপুত্রকে ধারালো হাসুয়া কাঁচি দিয়ে জবাই করে হত্যা করেছে। হত্যা করার পর বিষপান করে আত্মহত্যার চেষ্ঠা করে ব্যার্থ হয়। বর্তমানে ঘাতক স্বামী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের দনি সলুয়া গ্রামে। পুলিশের উর্দ্ধতন কর্তৃপ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 থানাপুলিশসুত্রে জানাগেছে, ঘটনার দিন সোমবার রাতে সন্তোষ দাশ ফটিকের পুত্র দীপক দাশ অনেকটাই হতাশাগ্রস্থ স্ত্রী সন্তানদের হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন রাতে স্ত্রী এবং পুত্রসন্তানকে ঘুমের ঔষুধ খাইয়ে দেয়। পরে তারা ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২ টার দিকে ধারালো হাসুয়া কাঁচি দিয়ে হতাশাগ্রস্থ দীপক স্ত্রী অনিমা দাশ (৩০) ও পুত্র সজিব দাশ (৮) কে জবাই করে হত্যা করে। পরে সে বিষপান করে আত্মহত্যা করার চেষ্ঠা করলে স্থানীয় লোকজন রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার দিন রাতে শিশু কন্যা প্রিয়াংকা (১২) তার দাদীর নিকট অবস্থান করায় বেঁচে যায়। পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দণি) এসএম শফিউল্লাহ ও থানাপুলিশ ঘট্নাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের প্রেরণ করে। এ ব্যাপারে অনেকটাই হতাশাগ্রস্থ হয়ে স্বামী দীপক দাশ এ ঘটনা ঘটিয়েছে বলে ওসি (তদন্ত) কাজী কামাল হোসেন জানান।

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

পাইকগাছায় সীমানা পিলার সহ তিন ব্যক্তি আটক

নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছায় আবারও সীমানা পিলার সহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ শুক্রবার রাত ২টার দিকে গড়ইখালী এলাকা থেকে তাদেরকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, এলাকার একটি চি‎ি‎‎হ্নত প্রতারক চক্র ঘটনার দিন সীমানা পিলার পাচার করছিল গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই উত্তম কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গড়ইখালী-বাসাখালী সড়ক থেকে উপজেলার খড়িয়া গোয়ালবাড়িয়ার চক গ্রামের বনমালীর পুত্র প্রশান্ত কুমার মন্ডল (৩০), হাটবাড়ী গ্রামের বিরাট চন্দ্র রায়ের পুত্র বিভাস চন্দ্র রায় (২৫) ও ভড়েঙ্গারচক গ্রামের মিজানুর রহমান সানার পুত্র মিলন সানা (১৯) কে সীমানা পিলার সহ আটক করে। এ ব্যাপারে উদ্ধারকৃত সীমানা পিলারটি আসল নয়, সিমেন্ট বালি দিয়ে তৈরীকৃত নকল সীমানা পিলার বলে জানিয়েছেন ওসি এম. মসিউর রহমান।
                                  পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক মোসাম্মাৎ সুরাইয়া বানু ডলি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, অধ্য রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্য লুৎফর রহমান, প্রধান শিক অপু মন্ডল, অবঃ প্রধান শিক সৈয়দ আলী মোড়ল, অবঃ অধ্যাপক আজহারুল ইসলাম, আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, আবুল হোসেন, কামরুল ইসলাম, অখিল চন্দ্র সরকার, রনজিৎ সরদার, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, এন. ইসলাম সাগর, শিক অজিত কুমার সরকার, মোঃ আব্দুল ওহাব, পঞ্চানন সরকার, প্রণব কুমার বিশ্বাস, মোঃ ফজলুল আযম, মৃণাল কান্তি রায়, মোঃ রোকনুজ্জামান, জিন্নাতুন্নেছা, নুরে আলম সিদ্দিকী, অরবিন্দু হাজরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিার্থীকে পুরস্কার বিতরণ এবং সপ্তম শ্রেণীর শিার্থী তাসমিয়া ইসলাম চাঁদনীকে বর্ষসেরা ছাত্রী হিসেবে রৌপ্য পদক প্রদান করা হয়।
 

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজের অধক্ষ্য মেজবাহ উদ্দীনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

দূর্নীতিবাজ অধ্যক্ষর অপসারনসহ অধিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছার হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজের অধ্য শেখ মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অসাদাচারণ, অনিয়মসহ নানাবিধ অভিযোগ পাওয়া গেছে। অত্র প্রতিষ্ঠানের এমপিওভূক্ত ২৯ জন শিক স্বারিত এ সংক্রান্ত এক লিখিত অভিযোগ স্থানীয় সংসদ সদস্য বরাবর প্রেরণ করা হয়েছে।
    অভিযোগেসুত্রে জানাযায়, অত্র কলেজটি হরিঢালী, কপিলমুনির একমাত্র মহিলা কলেজ। বর্তমানে কলেজটিতে ৩৪ জন এমপিওভূক্ত শিক, কর্মচারী রয়েছে। তারমধ্যে ২৯ জন শিক অধ্য শেখ মেজবাহ উদ্দীনের কুকীর্তির নানাবিধ লিখিত অভিযোগ এনে প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ বরাবর একটি আবেদন করেছে। উল্লেখ্য অধ্য শেখ মেজবাহ উদ্দীন ঘুষ-দুর্নীতি ও অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগে ইতিপূর্বে গ্রেফতার হয়ে জেলও খাটেন। জেলে থাকাবস্থায় ওই সময়কার বেতন পরবর্তীতে অবৈধভাবে উত্তোলন করেন। অধ্যর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের মধ্যে-বিভিন্ন অজুহাতে শিক কর্মচারীদের কাছ থেকে অযাচিত ঘুষ গ্রহন, জেলা, উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের চাউল, গম, বিক্রিত অর্থ এবং নগদ অর্থ নামমাত্র প্রকল্প করে ৯০% টাকা আত্মসাথ, বিনা ভোটে বিনা সমর্থনে তার স্বার্থে তার পছন্দের ব্যক্তিকে শিক প্রতিনিধি তৈরী করা, ছাত্রীদের কাছ থেকে অবৈধ অযাচিত ফিস আদায়, শিক্কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে এক হাজার টাকার অধিক অবৈধভাবে আদায় করা, ভূয়া ভাউচারে কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, শিক কর্মচারীদের প্রাপ্য প্রয়োজনীয় নৈমিত্তিক ছুটি না দেয়া এবং হয়রাণী করাসহ বাজে কথা বলা এবং শেষমেষ ছুটি নিতে হলে অনৈতিক কাজের সহযোগিতা করা, শিক, কর্মচারীদের প্রাপ্য টাইম স্কেল এবং সিনিয়র স্কেল প্রাপ্তিতে ফাইল দিতে চল্লিশ হাজার থেকে এক ল পঞ্চাশ হাজার টাকা পর্যন ্ত আদায় করা, বিভিন্ন চাকুরী প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে চাকুরী দিতে না পেরে তাদের টাকা কর্মরত শিক কর্মচারীদের দিয়ে বাধ্য করে শোধ করিয়ে নেয়, পূর্বে তিনি শিক কর্মচারীরে স্বারযুক্ত ব্লান্স চেটক নিতে চেষ্ঠা করা, সম্প্রতি ডিগ্রী পর্যায়ে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া, ডিগ্রী পর্যায়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাহিদা মাফিক জমি না কিনে বিশ্ববিদ্যালয় ভূয়া তথ্য দেওয়া, উচ্চ মাধ্যমিক পর্যায়ে বর্তমানে দু’টি শূন্য পদে নিয়োগের ল্েয প্রাথীদের কাছ থেকে আগাম টাকা গ্রহন, মধ্যবর্তী সময়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়োগ দিয়ে অনুদানের কোন টাকা কলেজ ফান্ডে না রাখা, জাল নিবন্ধন সনদ তৈরীতে সহযোগিতা করা, কোন কোন শিক, কর্মচারীদের হযরানী করে অন্য শিক কর্মচারীদের বিরুদ্ধে মিথ্য অভিযোগ উত্থাপন করা, ১২/১৫ জন শিক-কর্মচারী তার বিরুদ্ধে ইতোপূর্বে থানা সাধারণ ডায়েরী করা, অধ্য হিন্দু তপশীলি ছাত্রীদের উপবৃত্তির বন্ধ হয়ে গেছে, অনুপস্থিত ছাত্রীদের উপবৃত্তি তুলে নেয়া হয়, যত্রতত্র শিক কর্মচারীদের  বেতন বন্ধ করে দেয়া, সাম্প্রতিক জেলা পরিষদের দুই ল এবং উপজেলা পরিষদের বিশ হাজার টাকা কোন প্রকল্প ছাড়ই আত্মসাথ করেছেন। ১৩/০৭/১৩ তারিখে ডিগ্রীপর্যায়ে ১০ জন উপবৃত্তিপ্রাপ্ত তালিকার মধ্যে থেকে ৪ জন ভূয়া ছাত্রীর প্রায় ২০ হাজার টাকা আত্মসাৎ করেছে অধ্য, শিক কর্মচারীদেরকে সাময়িক বহিস্কার করে অর্থ আদায় এবং অধ্য তার মনোপুত কথা লিখে জোরপূর্বক স্বীকারোক্তি স্বার করিয়ে নেয়সহ বিভিন্ন দূর্ণীতি, অনিয়মের অভিযোগে অভিযোগ করেছে। তার এসকল দূর্নীতি, অনিয়মের প্রতিবাদ করতে গেলে শিক-কর্মচারীদের বিভিন্ন হুমকি প্রদান করা হয়। শিক-কর্মচারীদের মধ্যে সৃষ্ট বিরোধের জের থানা-আদালতে পাল্টাপাল্টি একাধিক মামলা দায়েরের ঘটনাও ইতোপূর্বে ঘটেছে। সর্বপরি ৩৪ জন এমপিও ভূক্ত শিক, কর্মচারীর মধ্যে ২৯ জন যে অধ্য্েযর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে, সেই অধ্যরে অত্র কলেজে থাকা কতটা বাঞ্ছনীয় সেটা বোঝার মত মানসিকতা হয়তো অধ্য শেখ মেজবাহ উদ্দীনের নেই। তাই এই দূর্নীতিবাজ অধ্যরে অপসারনসহ অধিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ২৯ জন শিক, কর্মচারীসহ বিভিন্ন অভিভাবক মহল।
    এ ব্যাপারে অধ্য শেখ মেজবাহ উদ্দীন বলেন- আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। এটা স্রেফ কলেজের অভ্যন্তরীণ কোন্দলের জের। এই ধরনের অভিযোগ তারা আগেও করেছেন, তবে তা’ প্রমাণ করাতে পারেন নি।