মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

পাইকগাছায় র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ৪

নিউজ অফ পাইকগাছা ॥
    পাইকগাছায় ২ কেজি গাঁজাসহ  ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
    থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ডিএডি ওলিউজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৬-এর একটি টিম ক্রেতা সেজে অভিযান চালিয়ে শিবসা ব্রীজের পশ্চিম পাশ থেকে ২ কেজি গাঁজাসহ গজালিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩৪) ও ছায়েদ আলী ফকিরের পুত্র মিজানুর রহমান (৩৫) কে আটক করে। পরে এ ঘটনায় ডিএডি ওলিউজ্জামান বাদী হয়ে আটক দু’ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেন। যার নং- ৪০, তাং- ২১/০৪/১৩। অপরদিকে এস,আই সোহেল অভিযান চালিয়ে মৌখালী হাইস্কুল মাঠ থেকে গাঁজা সেবন করার সময় ২ পুরিয়া গাঁজাসহ মৌখালী গ্রামের খোকন গাজীর পুত্র বকুল গাজী (২১) ও কমলাপুর গ্রামের মৃত মান্নান গাজীর পুত্র হাবিল গাজী (২২) কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয় বলে ওসি সিকদার আক্কাজ আলী জানান।
                                          পাইকগাছা লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে এমপি’র অভিনন্দন
নিউজ অফ পাইকগাছা ॥
    পাইকগাছার লস্কর কড়–লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে সুবোধ বাছাড় সভাপতি নিবাচিত। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের দপ্তরে এ নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বি সাবেক সভাপতি এটিএম শাহারাবুল ইসলাম পরাজয় ঘটেছে। এদিকে সুষ্ঠুভাবে পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত সভাপতি সুবোধ বাছাড়সহ অন্যান্য নির্বাচিত সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
    উল্লেখ্য গত ৯ এপ্রিল পরিচালনা পরিষদের অভিভাবক ও দাতা সদস্য নির্বাচন সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ কবির উদ্দীনের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মোঃ আতিউর রহমানের সভাপতিত্বে সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত ও মনোনীত সদস্যদের মধ্যে খান সাহেব, লক্ষ্মীকান্ত মন্ডল, বিপুল মন্ডল, সুভাষ মন্ডল, মানষী রায়, পুলোকেশ মন্ডল, পুরাগ মন্ডল এই ৭ সদস্য ভোটের মাধ্যমে সুবোধ চন্দ্র বাছাড় সভাপতি নির্বাচিত হন। ৯ জন ভোটারের মধ্যে সীমান্ত সানা ও নাছিমা বেগম বিরত ছিলেন। অপরদিকে নবনির্বাচিত সভাপতি ও কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ রশীদুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন দাশ, চিংড়ী বিপনন কেন্দ্রের সভাপতি শেখ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইখতেয়ার উদ্দীন, খলিলউদ্দিন, মাষ্টার ঈমান আলী, বিমল কৃষ্ণ বাছাড়, মুজিবুর রহমান, বিরিঞ্চি লাল মন্ডল, মনোহর চন্দ্র সানা, জিনাত আলী সানা, সখিনা খাতুন, বকুল বাছাড়।
                                     অর্থ উপদেষ্টার মাতার রুহের মাগফেরাত কামনায় পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের দোয়া ও আলোচনা সভা
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সদ্য প্রায়ত মাতা ডাঃ নুরুন্নাহার বেগমের রুহের মাগফেরাত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিএলএফ (মুজিব বাহিনী) কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, গাজী রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, কাজী তোকাররম হোসেন টুকু, রনজিত কুমার সরকার, জি,এম, কোরবান আলী, কে,এম, মুজিবর রহমান, সরদার আব্দুল মাজেদ, রওশান আলী, আনোয়ার গোলদার, জামির হোসেন, রেজাউল করিম সানা, আমজাদ আলী গাজী, আব্দুল মান্নান মিস্ত্রী, আমির আলী মাস্টার ও সায়েদ আলী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আব্দুল মালেক।
                                                                পাইকগাছায় সুন্দরবন সুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় সুন্দরবন সুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়ন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও বনবিভাগের সহায়তায় এবং সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, উপজেলা শিা কর্মকর্তা দীলিপ কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা এফ.এম, সেলিম আক্তার, বন কর্মকর্তা প্রেমানন্দ দাশ, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুল হক, সাংবাদিক আব্দুল আজিজ, দেবাশীষ মন্ডল ও সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভুইয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন