বুধবার, ১৫ মার্চ, ২০১৭

পাইকগাছায় প্রতিপক্ষ কর্তৃক জমি জবর দখলের চেষ্ঠা; মিথ্যা মেডিকেল সনদে হয়রাণীমূলক মামলা; খুমেকের ৩ ডাক্তারকে লিগ্যাল নোটিশ

বিশেষ প্রতিনিধি॥ 
পাইকগাছায় প্রতিপক্ষ কর্তৃক জমি জবর দখল ও হয়রাণীমূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামে। এ নিয়ে প্রতিপক্ষ মজিদ গং কর্তৃক মারপিটের শিকার হয় অসহায় কলেজ কর্মচারী আজিবর রহমান ও তার স্ত্রী। জমির দখল বুঝে পেতে হোসনেয়ারা বেগম ও তর পুত্র আজিবার রহমান বিভিন্ন দপ্তরের অভিযোগের তদন্ত প্রতিবেদন পক্ষে থাকলেও দূর্দান্ত প্রকৃতির মজিদ গংরা জমির দখল বুঝে দিচ্ছে না।
সুত্রমতে-পাইকগাছা পৌরসভার গোপালপুর গ্রামের ১নং ওয়ার্ডের হোসনেয়ারা বেগম ও তার ছেলে আজিবর রহমান অভিযোগ করেন প্রতিপক্ষ একই গ্রামের মৃত ভোলাই গাজীর পুত্র আব্দুল মজিদ গাজী ও মৃত ইমান গাজীর পুত্র নূরুল ইসলাম গাজীগংরা জোরপূর্বক হোসনেয়ারা বেগম ও তার ছেলে আজিবর রহমানের ক্রয়কৃত সম্পত্তি দখলে বাধাপ্রদান ও ভয়ভীতি প্রদর্শন করছে। অভিযোগসুত্রে জানাযায়-অভিযোগকারী আজিবর রহমান ও বিবাদী মজিদগাজী পরস্পর প্রতিবেশি। বিবাদী আব্দুল মজিদ গাজীর পিতা ভোলাই গাজী মৃত্যুকালে ১ ছেলে আব্দুল মজিদ গাজী এবং ৬ মেয়ে যথাক্রমে মোছাঃ জরিনা বিবি, কদবানু বিবি, জাহানারা বিবি, জলি খাতুন, মোছা নাছিমা খাতুন ও সুফিয়া বেগমকে ওয়ারেশ রেখে যান। বিরোধীয় সম্পত্তি মধ্যে অভিযোগকারী আজিবার রহমান ও তার মা হোসনেয়ারা উক্ত ওয়ারেশদের মধ্যে হতে মোছাঃ জরিনা বিবি, কদবানু বিবি, নাছিমা খাতুন, সুফিয়া বেগমসহ ফাতেমা খাতুন, প্রতিজনের নিকট হতে সাড়ে তিন শতক করে মোট ১৪.৭৯ শতক জমি বিভিন্ন দলিলে ক্রয় করে। কিন্তু মজিদগংরা অভিযোগকারী আজিবর রহমানকে উক্ত সম্পত্তির দখল বুঝে না দিয়ে জোর পূর্বক সন্ত্রাসী স্টাইলে জবর দখলের পায়তারা করে আসছে। এ নিয়ে অভিযোগকারী জমির দখল বুঝে পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে রায় নিজ পক্ষে থাকলেও মজিদ গংরা জোরপূর্বক উক্ত সম্পত্তির দখল বুঝে নিতে দিচ্ছে না। এ নিয়ে স্থানীয়ভাবে পৌর মেয়র সমঝোতার চেষ্ঠা করেও ব্যার্থ হয়। সর্বশেষ ১৯ ডিসেম্বর ২০১৬ তারিখ মজিদগংরা অতর্কিতভাবে আজিবর রহমান ও তার পরিবারের উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে আজিবর রহমান ও তার স্ত্রী ববিতা রহমানকে বেদম মারপিট করে আহত করে। এ নিয়ে পাল্টা-পাল্টি মামলারও ঘটনা ঘটে। উল্লেখ্য পাইকগাছা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসায় ডাক্তাররা মজিদগংদের শরীরে কোন যখম না পেলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা ঐ রোগীকে গুরুতর জখমী বলে চিকিৎসা সনদ প্রদান করায় মজিদগংরা অভিযোগকারী আজিবরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম ও মেডিকেল অফিসার ডাক্তার শেখ মোঃ জাকারিয়া এবং মেডিকেল অফিসার ডাক্তার অজয় কুমার সাহা’র কাছে উপর্যুক্ত জবাব বা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবি এফ, এম, এ, রাজ্জাক। মিথ্যা মামলায় হয়রাণীর সুষ্ঠু বিচার ও সম্পত্তি ফিরে পেতে অভিযোগকারী কলেজ কর্মচারী আজিবর রহমান উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার, ৬ মার্চ, ২০১৭

পাইকগাছায় কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় কমিউনিস্ট পার্টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে বাজার চৌরাস্তা মোড়ে থানা কমিটির সভাপতি কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিপিবি’র প্রবীননেতা কমরেড গুলজার রহমান, থানা কমিটির সেক্রেটারী কম. সুভাষ সানা মহিম, জয়েন্ট সেক্রেটারী পলাশ দাশ, পৌর কমিটির সেক্রেটারী অমল কৃষ্ণ মন্ডল, শিশির সরকার, বিপ্লব মন্ডল ভোলা, এস,এম, আফজাল হোসেন, এ্যাডঃ প্রশান্ত মন্ডল, রামপ্রসাদ সাধু, অচিন্ত মন্ডল, দিপক মন্ডল ও হাবিবুর রহমান।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, উপকূল সাহিত্য পরিষদের আহবায়ক সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সদস্য সচিব হিরন্ময় রায়, সদস্য সুরাইয়া বানু, মিহির বরণ মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, বিকাসেন্দু সরকার, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, আলহাজ্ব আব্দুল খালেক, আব্দুল আজিজ, পঞ্চানন সরকার, প্রভা রঞ্জন বিশ্বাস ধীরাজ ও শংকর মন্ডল। উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী গত এক মাস ধরে অসুস্থ রয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পাইকগাছায় পাট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা
পাইকগাছায় জাতীয় পাট দিবস উপলক্ষে পাট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর, খুলনার পাট উন্নয়ন কর্মকর্তা এ,কে,এম, সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা প্রশিক্ষক আলতাপ হোসেন, সি,এ গোলাম সরোয়ার, কৃষক শ্যামাপদ মন্ডল, অনুকুল ব্যানার্জী, ছন্দা রাণী মন্ডল, সান্ত্বনা মন্ডল ও জি,এম, শাহেদুজ্জামান।
প্রতিনিধি ॥