মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

পাইকগাছায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় র‌্যালি, প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শনের মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামাণ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, প্রভাষক আদিত্ব বাছাড়, মুসফেকা হুমায়ূন কবির পিন্টু, ময়নুল ইসলাম, কুসুম কলি সরকার, মোমিন উদ্দীন, তারেক আহম্মেদ, আব্দুর রাজ্জাক বুলি, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিবপদ মন্ডল, শিক্ষার্থী সাদিয়া আক্তার তমা, অর্পিতা শীল, পম্পা সরদার, রাজিয়া সুলতানা তিথি, তামান্না সুলতানা, ফয়সাল, রমজান, শুভ, রাফি ও আফরোজা সুলতানা।

পাইকগাছা কয়রার সীমান্তবর্তী আলোচিত গাংরখী নদী জন সাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করলেন এমপি নূরুল হক

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা-কয়রা দুই উপজেলার সীমান্তবর্তী আলোচিত শালিকখালী (গাংরখী) নদী নতুন বছরের প্রথম থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি মঙ্গলবার বিকালে দক্ষিণ কুমখালী বি,বি, বালিকা বিদ্যালয় মাঠে গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নবাসী গাংরখী নদী উন্মুক্ত করার দাবীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি বক্তৃতায় এ ঘোষণা দেন। এমপি নূরুল হক বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল গাংরখী নদী বছরের পর বছর ইজারা নিয়ে অবৈধ নেট-পাটা দিয়ে মাছ চাষ করে আসছে। ইজারাদার ও তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দুই উপজেলার সাধারণ মানুষ। ভবিষ্যতে এলাকার মানুষ যাতে ইজারাদার কর্তৃক নির্যাতিত না হয় এবং এলাকার পানি নিস্কাষন ব্যবস্থা নিশ্চিত হয় এ জন্য আগামীতে গাংরখী নদী আর ইজারা দেওয়া হবে না। ইতোমধ্যে ইজারা বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে উপ-আনুষ্ঠানিক পত্র দেওয়া হয়েছে উলে­খ করে এমপি বলেন, আগামী বছরের প্রথম থেকে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে জনগুরুত্বপূর্ণ গাংরখী নদী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও কয়রা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, আ’লীগনেতা গাজী মিজানুর রহমান, আলহাজ্ব মুনছুর আলী গাজী, গোলাম রব্বানী, এসএম আয়ুব আলী, মহাশিষ সরদার, বিএম শফি, আক্তার হোসেন গাইন, কৃষ্ণ মন্ডল, আব্দুস সাত্তার, অবনীষ সরদার, দীলিপ কুমার সানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, তরুণ প্রকাশ রায়, তরিকুল ইসলাম সানা, গাউছুর রহমান বিশ্বাস, যুবলীগনেতা শেখ সোহরাওয়ার্দ্দী, শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, জালাল সরদার, পলাশ রায়, আসিফ ইকবাল রনি, মাহফুজুল হক কিনু ও ছাত্রনেতা মনোজ মন্ডল। উলে­খ্য, পাইকগাছা ও কয়রার গড়ইখালী ও মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্যবর্তী ৭২ একর আয়তনের শালিকখালী (গাংরখী) বদ্ধ নদী ইজারাদার কামরুল গাইন গত ৭ বছর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।

শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

পাইকগাছায় ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবন ভর” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, বনানী সংঘের সভাপতি জিএমএম আজাহারুল ইসলাম, কাউন্সিলর সরবানু বেগম, এ্যাঃ শফিকুল ইসলাম কচি, এসআই মোমিনুর রহমান। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, জামিনুর ইসলাম, মারুফা বেগম, উর্মি মন্ডল ও জুলি শেখ। অনুষ্ঠানে “জয়িতা অম্বেষনে বাংলাদেশ” শীর্ষক সফল নারী হিসাবে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে তাহিরা আক্তার খুশি, সফল জননী নারী জ্যোøা সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মর্জিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্মরূপ কাউন্সিলর কবিতা দাশকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, সহ-সভাপতি উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, øেহেন্দু বিকাশ, নিজাম উদ্দীন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি ও জামিনুর ইসলাম।

পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের বেগম রোকেয়া দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকালে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, কাউন্সিলর আসমা আহম্মেদ। উপস্থিত ছিলেন, প্রভাষক লুৎফা ইসলাম, নাজমিন নাহার, বজলুর রহমান, সোমা রায়, তরুণ কান্তি মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, অনিতা রানী মন্ডল, জিন্নাতুন্নেছা পান্না, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক সাধনা সরকার, গাজী শহিদুল ইসলাম খোকন, আফরোজা পারভীন শিল্পী ও তামান্না আক্তার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অনিতা রানী মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

সংসদ পুত্র যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছা প্রতিনিধি॥
আলোচনাসভা, দোয়ানুষ্ঠান ও স্মরণসভার মধ্য দিয়ে খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের পুত্র ও প্রয়াত যুবলীগনেতা শেখ রফিকুল ইসলামের ১ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পৃথক পৃথকভাবে পালন করা হয় মৃত্যুবার্ষিকী। শুক্রবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়ানুষ্ঠান। উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী। বিশেষ অতিথি ছিলেন-ওসি আমিনুল ইসলাম বিপ্লব, আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, আলহাজ্ব মুনসুর আলী গাজী, গোলাম রব্বানী, সাবেক উপজেলঅ ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন-মোহাম্ম আলী, যুবলীগ নেতা-শেখ সেলিম, উত্তম কুমার মন্ডল, শেখ মাসুদুর রহমান, পবিত্র মন্ডল, বাবুল আক্তার, শেখ জিয়াদুল ইসলাম, তরুনলীগ নেতা মিনারুল ইসলাম সানা, আজিবার রহমান, কেষ্টপদ মন্ডল, যুব-স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিফ ইকবাল রনি, আজহারুল ইসলাম লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, রাহুল ঘরামী,  মেহেদি হাসান, ধর্মেন্দ্র সরকার, রাসেল সরদার, জাফরুল বাবু, রাজেশ সরদার, হরিদাশ, সৌরভ, সুমন, চন্দন, ডাব্লু, ইয়াছিন, নাহিন, সুরদ্বিপ, পল্লব, নিলয়, সৌভিক, বাপ্পী, রনি, চিন্ময় ও নাফিজ। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আবু সাদেক। এছাড়া অনুরুপভাবে জুম্মাবাদ নিজ গ্রামের পুরাইকাটি, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া ও হিতামপুর জামে মসজিদসহ এলাকার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য ৯০ এর গনআন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুবলীগনেতা শেখ রফিকুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও পাইকগাছা-কয়রার সামগ্রিক উন্নয়ন, সরকারের সাফল্য তুলে ধরা এবং স্থানীয় যুবলীগকে শক্তিশালী করার ক্ষেত্রে রফিকের ভূমিকা আজও এলাকার মানুষ স্মরণ করে। যুবলীগ নেতা শেখ রফিকুল ইসলাম ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় ২০১৬ সালের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন।