রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের পক্ষ থেকে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করা হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ পেনশন/গ্রাচুইটি এর শতভাগ অর্থ বকেয়া সহ সরকারি কোষাগার থেকে প্রদানের দাবীতে কেন্দ্রীয় ৭২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় পৌর কর্মকর্তা-কর্মচারীরা রোববার সকালে পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে প্রথম দিনের কর্মবিরতি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের জেলা সভাপতি ও পৌর সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, পৌর এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নূর আহম্মদ, মোঃ সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, এসএম ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন, মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ কুমার রায়, বিকাশ চন্দ্র ঘোষ, কবিতা রানী গাইন, মোঃ মুজিবর রহমান, নূরুল ইসলাম, কৌশিক মন্ডল, তন্ময় মন্ডল ও আমির আলী খাঁ।

পাইকগাছায় সরকারি দুই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় সরকারি দুই স্কুলের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল ওহাব, অরবিন্দু হাজরা, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, মৃণাল কান্তি রায়, দিপংকর ফৌজদার, আনন্দ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, অভিভাবক হেলেনা জামান, বাসন্তী মন্ডল, পরীক্ষার্থী ঈশান মন্ডল,  ইশিতা এনাম ঋতু, তাসমিয়া ইসলাম চাঁদনী, ওশিন, জান্নাতুল ফেরদৌস, ফারিহা, আয়রিন সুলতানা পলি, জান্নাতুল ফেরদৌস তিশা ও অমৃতা সাহা নিশা। অনুরূপভাবে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, শিক্ষক দীলিপ দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, প্রদীপ শীল, রহমত আলী, মোঃ আব্দুল মমিন, মোঃ রবিউল ইসলাম খান, অনিমেষ হরি, শিক্ষার্থী আসির ফয়সাল ও শোয়েব আক্তার সাগর। অনুষ্ঠান শেষে দুই স্কুলের প্রায় দুই শতাধিক বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র ও পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।

পাইকগাছায় সরল দীঘির পাড় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় সরল দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে স্কুল মাঠে ক্রীড়া অনুষ্ঠান ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, মাওঃ আব্দুল মান্নান, আমজাদ হোসেন, শিক্ষক ফাতেমা খাতুন, সায়রা বেগম, মুজিবর রহমান, সমীরণ ঢালী, মারিয়া আক্তার পায়েল, রাশনা শারমিন আঁখি ও আব্দুল গফফার।

পাইকগাছায় ইয়াবা সহ আটক- ১

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক আনিছুর রহমান জামসেদ (৪০) পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের নজরুল গাজীর ছেলে। শনিবার সন্ধ্যায় থানা পুলিশের এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৫ পিচ ইয়াবা সহ আনিছুর রহমানকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মামলাহয়েছে। আটক আনিছুরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

পাইকগাছার বিভিন্ন ইউনিয়নের শীতার্থদের মাঝে এমপি নূরুল হকের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
পাইকগাছা-কয়রার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক শীতার্থ দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। মাননীয় সাংসদ চলতি সংসদ অধিবেশনে উপস্থিত থাকায়। তার পক্ষে বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। আজ সকালে এমপি মহোদয়ের রাজনৈতিক কার্যালয়ের পৌর সদরের বিভিন্ন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

পাইকগাছায় উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী অর্ধশত প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান; এলজিইডি সেরা তালিকায় প্রথম

স্টাফ রিপোর্টার।। পাইকগাছায় উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী অর্ধশত প্রতিষ্ঠানকে পুরস্কার হিসাবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা তালিকায় উপজেলা প্রকৌশল দপ্তরকে প্রথম, শিক্ষা অফিস দ্বিতীয়, কৃষি অফিস তৃতীয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চতুর্থ ও প্রকল্প বাস্তবায়ন অফিসকে পঞ্চম স্থান নির্বাচন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপ-পরিচালক নিলুফা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, দেবাশীষ মন্ডল, শাহীনা বাবর। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, জয়া রানী রায়, শোভা রায়, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, কৃষ্ণ রায়, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, গোলাম সরোয়ার, শারমীন সুলতানা ও শাহনাজ পারভীন।

 Post By

পাইকগাছায় জাতীয় পার্টির জনসভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
আগামী ১৫ ফেব্র“য়ারী জাতীয় পার্টির ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পাইকগাছার রাড়–লী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাঁকা বাজারস্থ শহীদ মালেক স্টেডিয়ামে জাপানেতা সুরমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহবায়ক গাজী আব্দুস সামাদ, সদস্য সচিব রবিউল ইসলাম গাজী। বক্তব্য রাখেন, জাপা নেতা কৃষ্ণ রায়, আশিক মাহমুদ, সরদার আব্দুর রাজ্জাক, দেবাশীষ সানা, নিলু ঘোষ, মুজিবর রহমান, যুব সংহতি নেতা শেখ আব্দুল আজিজ, শেখ মাসুদুর রহমান, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম সিরাজ, বাবুল, গোলাম রসুল, স্বেচ্ছাসেবক নেতা জামির হোসেন, ছাত্রনেতা তন্ময় রায়, খায়রুল ইসলাম, গফুর হোসেন ডাবলু, জিএম বাবলা, তানভীর হোসেন, ইবাদুল হোসেন, আব্দুল গফুর ও জিএম সবুর।

মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

পাইকগাছায় ১১ দফা দাবী আদায়ে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি ॥
বেতন বৈষম্য দূরীকরণ ও শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, প্রভাষক হোসনেয়ারা খানম, মনিষা রানী মন্ডল, ইতি বৈরাগী, মুশফিকা হুমায়ূন কবির পিন্টু, আলহাজ্ব শহীদুল ইসলাম, এমএম রবিউল ইসলাম, কুসুম কলি সরকার, শরীফা খাতুন, মশিউর রহমান ও খালিদ হোসেন। অনুরূপভাবে শিক্ষক সমিতির দাবীর সাথে একত্বতাপোষন করে বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। কর্মসূচীতে বক্তারা শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা দাবী মেনে নিতে শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

পাইকগাছায় বড়দিন উপলক্ষে ৩১ চার্চে সহায়তা প্রদান

রিপোর্টার।। পাইকগাছায় বড়দিন উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ৩১টি ক্যাথলিক চার্চে সরকারী সহায়তা প্রদান করেছেন। তিনি মঙ্গলবার বিকালে পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে চার্চের সভাপতি-সম্পাদকের নিকট সরকারী বরাদ্দকৃত প্রায় ৩ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, শেখ রাজু আহম্মেদ, পলাশ রায়, খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি-রোজারিও, সম্পাদক ডেভিড সুকুমার, মিখাইল, জোহন সরদার, জেভিয়ার, টিটু, গোপাল, শান্তি, তাপস, মৃণাল, এডুইন, নমীতা, কুসুম, পলাশ, তন্ময়, শ্যামপদ, কানাই, সুশান্ত, তৃপ্তি, প্রভাত, রাজকুমার ও মার্টিন সরকার।

পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রকল্প পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদান

রিপোর্টার।। পাইকগাছার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গড়ইখালী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি বুধবার বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্প মাঠে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে আশ্রয়ন প্রকল্পের গৃহ সংস্কার, প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, প্রতিটি পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা ও একটি করে সোলার প্যানেল প্রদান করার আশ্বাস দেন। এ সময় আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি নূরুল হককে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। পরিচালনা পর্ষদের সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, রাজিব বাছাড়, আদিত্য নারায়ন, আ’লীগনেতা এসএম আয়ুব আলী, আজমল হোসেন, মহাশীষ। বক্তব্য রাখেন, যুবলীগনেতা শেখ সোহরাওয়ার্দ্দী, শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, ইউপি সদস্য রেজাউল করিম, আব্দুস সালাম কেরু, শহীদুল ইসলাম, কাজল রানী বর্মণ, নাসরিন মন্টু, আসিফ ইকবাল রনি, ছাত্রলীগনেতা আনোয়ার হোসেন, জুবায়ের হোসেন, ফিরোজ আহম্মেদ, সৈকত, হাবিবুর রহমান, রাজিকুজ্জামান সুমন, শিক্ষার্থী মাসুদ রানা, জয়ন্ত সরকার ও মেহবুবা। অনুষ্ঠানে এমপি নূরুল হক প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন স¤প্রসারিত ৪ তলা ভবন, আধুনিক শহীদ মিনার, সিমানা প্রাচীর নির্মাণ, পুকুর সংরক্ষণ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে স্কুল পোশাক প্রদানের প্রতিশ্র“তি দেন।