রবিবার, ২ মার্চ, ২০১৪

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর লড়াই

কোনঠাসা ১৯ দলীয় জোট মনোনিত প্রার্থী
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে ১৯ দলীয় জোট মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন। বিএনপি সমর্থিত একাধিক প্রার্থীর কারনে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন। অপরদিকে জামায়াত বিএনপি’র একাধিক প্রার্থীর সুবাদে সুবিধাজনক অবস্থানে আ’লীগের একক প্রার্থী আলহাজ্ব মাওঃ মুজিবর রহমান সানা বলে সাধারণ ভোটাররা মনে করছেন। সবমিলিয়েই ৭ প্রার্থীর প্রচার প্রচারণায় জমে উঠেছে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করলে আ’লীগের একক প্রার্থী নির্ধারণে পর ইতোমধ্যে ৩ প্রার্থী তাদের মনোনয়ন প্রতাহার করে নেয়ায় বর্তমানে গুরুত্বপূর্ণ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। ৭ প্রার্থীর মধ্যে একমাত্র ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল বাদে আর সকলেই নবাগত হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন। (তালা) প্রতীকে লড়াই করছেন আ’লীগ মনোনিত স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান সানা। (টিয়াপাখি) নিয়ে রয়েছেন বিএনপি নেতা মোঃ আব্দুল গফুর। বই প্রতীকে এ্যাড. এসএম মুজিবর রহমান। (উড়োজাহাজ) প্রতীকে যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু। ইউনাইটেড কমিউনিষ্ট নেতা শাহাজান সিরাজ সাজু প্রতীক (চশমা) ও মাইক প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ঘরোনার একাধিক প্রার্থীর কারনে ১৯ দলীয় জোট মনোনিত প্রার্থী কোনঠাসা হয়ে পড়ছে বলে সাধারণ ভোটাররা ধারনা করছেন। অনেকেই মনে করছেন চেয়ারম্যান পদে জামায়াত বিএনপিকে ছাড় দিলেও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় বিরুপ প্রভাব পড়তে পারে ১৯ দলীয় জোট মনোনিত চেয়ারম্যান পদের প্রার্থীর েেত্র। এ ব্যাপারে নির্বাচনে কোন বিরুপ প্রভাব পড়বে না বলে জামায়াত নেতা এ্যাড. আব্দুল মজিদ জানান। থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. আবু সাঈদ জানান-সময় স্বল্পতার কারনে অনেক প্রার্থী তাদের মনোনয়ন প্রতাহার করতে পারেনি। তবে ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন শামছুল আলম পিন্টু এবং মাষ্টার গফুর এর ব্যাপারে সোমবার জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
                                                  পাইকগাছায় মরা মুরগীর মাংস বিক্রির অভিযোগে দু’ভাই জেলহাজতে
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় মরা মুরগীর মাংস বিক্রি করার অভিযোগে দায়ের করা মামলায় সহোদর দু’ভাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অহিদুল গাজী ও মনিরুল গাজী নামের দু’ভাই রোববার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরন করেন। উল্লেখ্য চলতি বছরের জানুয়ারী মাসে উপজেলার রাড়–লী ইউনিয়নের আরাজি ভবানীপুর গ্রামের হোসেন আলী গাজীর দু’পুত্র অহিদুল গাজী ও মনিরুল গাজী বাঁকা বাজারে ১৬/১৭টি মরা মুরগি জবাই করে মাংস বিক্রিকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তাদেরকে হাতেনাতে জব্দ করে। এ ঘটনায় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন যার নং-সিআর ৪২/১৪।
                                                        পাইকগাছায় ডিগ্রি (পাস) পরীায় ৫০৬ পরীার্থীর অংশগ্রহন
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা কেন্দ্রে ৫০৬ জন পরীার্থী ডিগ্রি (পাস) পরীায় অংশগ্রহন করেছে। জাতীয় বিশ্ববিদ্যাললয়ের অধীন ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীায় শনিবার ইংরেজী ১ম পত্র পরীায় কয়রার কপোতা কলেজ, জোবেদা খানম মহিলা কলেজ, খানসাহেব কোমরউদ্দিন কলেজ এবং পাইকগাছার গড়–ইখালী আয়ুব ও মুসা মেমোরিয়াল কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ এবং কপিলমুনি কলেজের এসব পরীার্থীরা অংশগ্রহন করেন বলে কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্য মিহির বরণ মন্ডল জানান।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন