সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

স্ত্রী দাবী করে ল্যাব সহকারীকে হয়রানী করার অভিযোগ; এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি ॥
প্রধান শিক্ষকের যোগসাজসে রেখা রাণী বিশ্বাস নামে এক গৃহবধূ, স্ত্রী দাবী করে কিশোর কুমার রায় নামে এক ল্যাব সহকারীকে মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূ রেখা রাণীর তঞ্চকীপূর্ণ, এফিডেভিট, জাল উল্লেখ করে উল্লেখিত এফিডেভিট রোববার আইনজীবী জিএম আব্দুস সাত্তারের মাধ্যমে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা করেছে ল্যাব সহকারী কিশোর কুমার রায়। এ ধরণের হয়রানী থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ল্যাব সহকারী ও তার পরিবার। ল্যাব সহকারী কিশোর কুমার রায় দাকোপের চুনকুঁড়ি গ্রামের অসিত বরণ রায়ের ছেলে ও পাইকগাছা উপজেলা সদরের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের জামাতা। কিশোর রায় জানান, গত ১২/১৩ বছর পূর্বে পাইকগাছার সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে হয়। আমাদের একটি পুত্র সন্তান রয়েছে, সে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে। এ ছাড়া আমার স্ত্রী বর্তমানে অন্তঃস্বত্বা। দাম্পত্ত জীবনে আমরা সুখের সাথে বসবাস করছি। আমি দীর্ঘদিন চালনা কে সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাব সহকারী হিসাবে কর্মরত রয়েছি। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ডঃ অচিন্ত কুমার মন্ডলের সাথে আমার গত ২ বছর যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে আমার কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় ও আমার ভবিষ্যৎ ক্ষতিকরার লক্ষ্যে প্রধান শিক্ষক অচিন্ত যোগসাজস করে যশোর অভয়নগরের নওয়াপাড়া এলাকার প্রোমথ বিশ্বাসের মেয়ে রেখা রানী বিশ্বাসকে দিয়ে ২৮/৩/২০১৭ ইং তারিখে ৭০৮ নং বিবাহ সংক্রান্ত এফিডেভিট সৃষ্টি করে। এমনকি এফিডেভিটকে ব্যবহার করে রেখা রানী বাদী হয়ে আমার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (সদর), যশোর এ মামলা করে হয়রানী করে আসছে। উক্ত এফিডেভিটটি সম্পূর্ণ জাল, তঞ্চকী, অকার্যকরী, ভূয়া ও যোগসাজসী। কারণ আমি রেখা রানী নামে ওই গৃহবধূকে চিনি না, বা আমার সাথে কোন পরিচয় কিংবা সম্পর্ক নাই। এমনকি সংশ্লিষ্ট নোটারী পাবলিক কার্যালয়ে আমি যাই নাই, উক্ত এফিডেভিটে স্বাক্ষরও আমার নহে। সেহেতু আমাকে স্বামী হিসাবে দাবী করিবার তার আইনগত কোন অধিকার নাই। এ জন্য ২৮ মার্চের ৭০৮ নং বিবাহ সংক্রান্ত এফিডেভিটটি গত রোববার পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে বাতিল ঘোষণা করেছি। যার এফিডেভিট নং ২৫৮ তাং- ২৪/৯/২০১৭ ইং।

পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে আটক-১

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ৭৫০ গ্রাম গাঁজা সহ ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক গাঁজা সরবরাহকারী মোঃ হাফিজুল ইসলাম (৩০) সাতক্ষীরার আশাশুনি থানার ফকরাবাদ গ্রামের লতিফ গাজীর ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটক হাফিজুল পেশায় একজন মটর সাইকেল চালক। সে গত ২ বছর যাবৎ তালার শাহাপুর এলাকায় ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হাফিজুল অভিনব কায়দায় সাড়ে ৭শ গ্রাম একটি গাঁজার প্যাকেট তার পায়ের উরুর সাথে বেঁধে মটর সাইকেল যোগে সরবরাহ করতে যাচ্ছিল। এ খবর জানতে পেরে থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কপিলমুনি সংলগ্ন গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজা সহ হাফিজুলকে আটক করে। তবে এ সময় অপর কয়েকজন আসামী পালিয়ে যায়।

পাইকগাছার ১৪৩টি পূজা মন্ডপে এমপি নূরুল হকের আর্থিক অনুদান প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৪৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তার অর্থ প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক প্রত্যেক মন্দির কমিটির সভাপতি, সম্পাদকের নিকট সরকারি সহায়তার ১৫ হাজার এবং ব্যক্তিগত নগদ ১ হাজার টাকা প্রদান করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, আ’লীগনেতা রতন ভদ্র, উপাধ্যক্ষ আফসার আলী, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ রায়, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন। বক্তব্য রাখেন, পূজা পরিষদ নেতা বিজন বিহারী সরকার, প্রাণ কৃষ্ণ দাশ, বিভূতি ভূষণ সানা, কৃষ্ণপদ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, বি সরকার, øেহেন্দু বিকাশ, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত রায়, বাবু রাম মন্ডল ও মৃত্যুঞ্জয় সরদার।

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় ঘুষ, দূর্নীতি মুক্ত টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মেয়র সেলিম জাহাঙ্গীরের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন
বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা পর্যবেক্ষকদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়েছে। দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তি ও সুশীল সমাজের উপস্থিতিতে সম্পূর্ণ ঘুষ, দূর্নীতি ও উৎকোচ মুক্ত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪জন ও নৈশ প্রহরী পদে ৭ প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, নারায়ণ চন্দ্র শিকারী, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক ইমদাদুল হক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। উপস্থিত সুশীল সমাজ নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক তাৎক্ষনিক প্রশ্নপত্র তৈরী করার মাধ্যমে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। উল্লেখ্য, পরীক্ষার আগে মেয়র সেলিম জাহাঙ্গীর তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য সুশীল সমাজের প্রতি আহ্বান জানান। এর আগেও তিনি স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভার নিয়োগ দিয়ে নজির বিহিন দৃষ্টান্ত স্থাপন করেন।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

জেলা পরিষদ সদস্য নাহারের উপর হামলা; ইউপি সদস্য সহ আসামী- ১০, আটক-১

বিশেষ প্রতিনিধি ॥
খুলনা জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা, শ্লীলতাহানী ও বঙ্গবন্ধু এবং জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করার অভিযোগে ইউপি সদস্য সহ ১০ জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ ১জনকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাহমুদকাটী বাজারস্থ জেলা পরিষদ সদস্যের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
 মামলা সূত্রে  জানাগেছে, জেলা পরিষদ সদস্য নাহার আক্তারের সাথে নোয়াকাটী গ্রামের রশিদ গোলদারের ছেলে ইউপি সদস্য রাজিব গোলদারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে নাহার আক্তার ইতোপূর্বে গত ১৭ আগস্ট রাজিব গোলদারের বিরুদ্ধে থানায় জিডি করে, যার নং- ৯০৫। এদিকে সোমবার রাত ৯টার দিকে মাহমুদকাটী বাজারস্থ নিজ কার্যালয়ের পাশে হাবিব গোলদারের দোকানে জুয়া খেলা নিয়ে হট্টগোল হয়। এ সময় নাহার আক্তার ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি সদস্য ও তার লোকজন জেলা পরিষদ সদস্যকে ধাওয়া করে। এ সময় নাহার আক্তার নিজ কার্যালয়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে প্রতিপক্ষরা তার উপর হামলা করে শ্লীলতাহানী ঘটায়। এছাড়াও কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছবি ভাংচুর করে। এ ঘটনায় ওই রাতেই জেলা পরিষদ সদস্য নাহার আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজিব গোলদার সহ ১০ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করে। যার নং- ৩৪, তাং- ১৮/০৯/১৭ ইং। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ ঘটনায় উত্তম চক্রবর্তী নামে একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে আশালতা ক্লিনিকে চলছে সকল কার্যক্রম

বিশেষ প্রতিনিধি।।
পাইকগাছার আশালতা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা উপেক্ষা করে সকল কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।  গত কয়েক মাস আগে পরিদর্শন করে ক্লিনিকের  সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ। নির্দেশনা উপেক্ষার বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষ অস্বীকার করলেও ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। সূত্রমতে, উপজেলার রাড়–লী ইউনিয়নের বাঁকা বাজারের মধ্যবর্তী স্থানে সরুগলির মধ্যে যেনতেন একটি দ্বিতল ভবনে পরিচালিত হয়ে আসছে আশালতা ক্লিনিকের কার্যক্রম। ক্লিনিকের  রেজি নং থাকলেও নেই কোন নিয়মিত ডাক্তার, নার্স ও অন্যান্য সরঞ্জাম। একটি ক্লিনিক পরিচালনার জন্য সরকারী নীতিমালা অনুযায়ী যা যা থাকার দরকার তার নূন্যতম কোন কিছুই নেই ক্লিনিকটিতে। ক্লিনিকটি প্রত্যান্ত এলাকায় হওয়ায় কর্তৃপক্ষ দীর্ঘদিন এলাকার অসহায় সাধারণ রোগীদেরকে ঠোকিয়ে মোটা অংকের টানা বাণিজ্য করে আসছিল। পথিমধ্যে গত কয়েকমাস আগে জেলা সিভিল সার্জন কর্মকর্তা ক্লিনিকটি পরিদর্শন করেন। এ সময় সরকারী নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করায় ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন। কর্তৃপক্ষের এ নির্দেশনা উপেক্ষা করে ক্লিনিকে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। রোববার সকালে সরেজমিন গেলে আশপাশ এলাকার কয়েকজন মহিলা রোগীকে ক্লিনিকে দেখা যায়। তাদের কাছে জানতে চাইলে তারা জানান, বিভিন্ন রোগের অপারেশনের জন্য ভর্তি হতে তারা ক্লিনিকে এসেছেন। তবে ভিন্ন কথা বলেন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ মন্ডল, তিনি একদিকে বলেন বন্ধের কোন নির্দেশনা নাই, অপরদিকে বলেন আমার প্রতিষ্ঠানের চলতি অর্থবছরের রাজস্ব পরিশোধ করা রয়েছে। অতএব প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বৈধ। তবে ডাক্তার ও নার্স সমস্যার কথা তিনি স্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ জানান, গত কয়েকমাস আগে ক্লিনিকটি পরিদর্শন করে সিভিল সার্জন অফিস থেকে সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সংক্রান্ত চিঠি ইউএনও, ওসি সহ বিভিন্ন দপ্তরে পাঠানোও হয়। কিন্তু বিভিন্ন মাধ্যমে জানতে পারি, যে নির্দেশনা উপেক্ষা করে সেখানে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষ ও উপজেলা আইন শৃংখলা সভায় বিষয়টি অবহিত করা হয়। খুব দ্রুত সময়ের মধ্যে ক্লিনিকের বিরুদ্ধে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের স্থানীয় এ কর্মকর্তা জানিয়েছেন।

পাইকগাছায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে দুই মেডিকেল অফিসারের যোগদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগে দুই জন মেডিকেল অফিসার যোগদান করেছেন। দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেশিয়া পদে যোগদান করেছেন ডাঃ সাদিয়া আফরিন লোপা। তিনি এর আগে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ডাঃ লোপা  খুলনা সদরের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক ও রওশানারা সিদ্দিকের মেয়ে। তিনি ২০১৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিসিএস ৩৪ তম ব্যাচে মেডিকেল অফিসার হিসাবে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর সরকারী চাকুরিতে যোগদান করেন। অনুরূপভাবে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একমাত্র মেডিকেল অফিসার পদে যোগদান করেছেন ডাঃ নিপা রায়। তিনি এরআগে ডেপুটিশনে দাকোপে কর্মরত ছিলেন। ডাঃ নিপা রায় খুলনা মেডিকেল কলেজ থেকে ২০১৩ সালে এমবিবিএস পাস করে ২০১৬ সালের ৬ ডিসেম্বর মেডিকেল অফিসার হিসাবে পরিবার পরিকল্পনা বিভাগে যোগদান করেন।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছার লতা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার লতা ইউনিয়ন যুবলীগের এক বর্ধিত সভা শুক্রবার বিকালে ইউনিয়ন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সভাপতি বাবু লাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম। পুলোকেশ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, যুবলীগনেতা শেখ আতাউর রহমান, অহেদুজ্জামান মোড়ল, প্রণব কান্তি মন্ডল, সুকুমার বিশ্বাস, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান মিন্টু, রাজিব গোলদার, গাজী মিজানুর রহমান, সঞ্জয় মজুমদার, রাধিকা গোলদার, সাবেক ইউপি সদস্য সঞ্জয় রায়, প্রসাদ মন্ডল ও বিভাষ মন্ডল।

রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে #### পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে পৌর ইমাম পরিষদ ও নাগরিক কমিটির মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আগামী সোমবারের মহাসমাবেশ সফল করার লক্ষে  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পৌরসভা ইমাম পরিষদ এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দ। শনিবার সকালে ঐক্য পরিষদের উপজেলা কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পৌর ইমাম পরিষদের সহ-সভাপতি মাওঃ রইসুল ইসলাম, সম্পাদক মাওঃ শামসুদ্দীন, নাগরিক কমিটির সহ-সভাপতি আলহাজ্ব এড. আবু সাঈদ, সম্পাদক গাজী আঃ সালাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এড. মোর্তাজা জামান আলমগীর রুলু, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক সামছুল হুদা খোকন, গাজী আঃ সামাদ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক কৃষ্ণ রায় ও ইমদাদুল হক, মোঃ আসাদুজ্জামন, ঐক্য পরিষদের উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, সুভাষ সানা মহিম, বি সরকার, প্রমথ সানা, পঞ্চানন সানা, প্রণব সরদার, রাজিব সরদার, দেবব্রত সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদের পৌর সদস্য সচিব অপুর্ব মন্ডল, যুগ্ম আহবায়ক রাহুল ঘোরামী, ধর্মেনন্দ্র সরকার, হরিদাশ দত্ত, জাফরুল বাবু, শাকিল আহমেদ, অর্নব সরকার, ইসমাইল হোসেন ও এস এম সোহেল।

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত- ৪

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ ৪জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর দু’জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার মাগুরা দেলুটি গ্রামের রহমত শেখের ছেলে মুজিবর শেখ গংদের সাথে একই এলাকার স্বপন অভিজিৎ গংদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন শুক্রবার বিকাল ৫টার দিকে প্রতিপক্ষ স্বপন গংদের লোকজন মুজিবর গংদের ভোগ দখলে থাকা চিংড়ি ঘেরের জমিতে জোরপূর্বক ধান রোপন করার চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষদের লোকজন তাদের উপর হামলা করে। এতে মুজিবর শেখ (৬০), ছেলে লিটু (২৫), মোসলেম গাজীর ছেলে আল-আমিন (২৫), জনাব আলী শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে এদের মধ্যে মুজিবর ও তার ছেলে লিটুর অবস্থা আশংকাজনক হওয়ায় শনিবার সকালে তাদেরকে খুলনায় প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

সভাপতি মিজান, সম্পাদক মফিজুল (((((পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন))))

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় প্রধান কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মিজান জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম-আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, নাজির আহম্মেদ, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, আবুল হোসেন, আসাদুজ্জামান খোকন, শেখ আসাদুজ্জামান ময়না, হাফিজুর রহমান, হবি মোল্যা, মোড়ল আব্দুস সাত্তার, সরদার ফারুক আহম্মেদ, এসএম মোহর আলী, সাজ্জাত আহম্মেদ মানিক, তৌহিদুজ্জামান মুকুল, কলিঙ্গরাজ মন্ডল, হযরত আলী, ইমরান সরদার, আবু তালেব, আবু হানিফ, মোঃ কামাল হোসেন, দিপংকর সরদার বাবু, এসএম নাজমুল হুদা মিন্টু, বিএম আকিজ উদ্দীন, ইসরাফিল আহম্মেদ, কাশেম জোয়াদ্দার, জামসেদ হোসেন, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন, আব্দুল মজিদ, বাবুল সরদার, আব্দুস সামাদ, হারুণ সরদার, মোঃ খসরুজ্জামান, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইউনুছ মোল্যা, মোঃ জুয়েল, খলিল বিশ্বাস, মাসুম হাজরা, মোঃ ইকবাল, আমান সরদার, জাহিদ গাজী। সম্মেলনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।  প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৭ ভোট পেয়ে মিজান জোয়াদ্দার সভাপতি নির্বাচিত হন। নিকটতম আবুল বাশার বাচ্চু পান ৬ ভোট। সাধারণ সম্পাদক হিসাবে মফিজুল ইসলাম টাকু সর্বোচ্চ ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম এসএম নজরুল ইসলাম পান ৩ ভোট এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মিজানুর রহমান গাজী ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম হাফিজুর গাইন পান ৫ ভোট। সম্মেলনে গড়ইখালী ইউনিয়নের ৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় সবুজ উপকূলের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সবুজ উপকূলের দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে “এসো সবুজের আহবানে, গড়ি সবুজ উপকূল” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ ইব্রাহীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র অফিসার এইচএম শাকিল আহম্মেদ, কপিলমুনি শাখা ব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল, সবুজ উপকূলের স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন, সবুজ উপকূলের উদ্যোক্তা সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ও সঙ্গীতা সাধুর পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইমদাদুল হক, আফরা নাজলীন, ম্যানেজিং কমিটির সদস্য আনিছুর রহমান, মোবারক হোসেন, শিক্ষার্থী রাবেয়া খাতুন, ইতি দেবনাথ, ময়ূরী ঘোষ, তুর্ণা সরকার ও সুরাইয়া আক্তার রিমা। অনুষ্ঠানে সবুজ উপকূলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, প্রকৌশলী আবু সাঈদ, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, আব্দুল মজিদ গোলদার, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী জয়া রানী রায়। সভায় বোয়ালিয়া নদীর উপর নির্মাণাধীন ব্রীজের বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ সহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

পাইকগাছায় সাংবাদিকদের সাথে পৌরসভা ইমাম পরিষদ ও নাগরিক কমিটির মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি ॥
রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদ ও নাগরিক কমিটি আয়োজিত আগামী ১৮ সেপ্টেম্বরের মহা সমাবেশ সফল করার লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা জামে মসজিদ চত্ত্বরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইমাম পরিষদ ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। পৌর ইমাম পরিষদের সভাপতি মাওঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইমদাদুল হক, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ শামছুদ্দীন, সহ-সভাপতি মাওঃ রইসুল ইসলাম, জাপা নেতা শামছুল হুদা খোকন, রবিউল ইসলাম, গাজী আব্দুস সামাদ, আসিক মাহমুদ, মাওঃ গোলাম রব্বানী ও মাওঃ ইব্রাহিম খলিল। সভায় মহা সমাবেশ সফল করতে শুক্রবার জুম্মাবাদ মসজিদে মসজিদে ১৫ মিনিটের প্রতিকি মানববন্ধন, সন্ধ্যায় ব্যবসায়ী সংগঠন ও শনিবার সকালে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় কলেজ ছাত্র এক প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে অবস্থান নিয়েছে স্কুল ছাত্রী প্রেমিকা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেওয়ার পর বুধবার সকাল থেকে স্থানীয় ইউপি সদস্যের বাড়ীতে হেফাজতে রয়েছে ওই স্কুল ছাত্রী।
জানাগেছে, উপজেলার চেঁচুয়া গ্রামের মিয়াজান আলীর কলেজ পড়–য়া ছেলে মুন্নার সাথে পাটকেলঘাটা থানার হাজরাপাড়া গ্রামের জনৈক ব্যক্তির ৯ম শ্রেণি পড়–য়া মেয়ের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা স্কুল ছাত্রী সম্পর্কে কলেজ ছাত্রের খালা হয়। আত্মীয়তার সূত্রধরে ইতোপূর্বে উভয়ের বাড়ীতে একাধিকবার যাওয়া আসা করেছে তারা। সর্বশেষ মঙ্গলবার রাত ৮টার দিকে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয় প্রেমিকা স্কুল ছাত্রী। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ভীড় জমায় ওই বাড়ীতে। পরে সকালে স্থানীয় লোকজন মেয়েটিকে ইউপি সদস্য আজুবরের হেফাজতে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে মেয়েটিকে গ্রহণ করবেন বলে জানিয়েছেন কলেজ ছাত্রের মাতা নূরনাহার বেগম।

পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় গঠিত রাড়–লী ইউপি’র ১২নং বাঁকা ঋষি পাড়া পল্লী সমাজের উদ্যোগে বুধবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার রহিমা খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হোসনেয়ারা খানম, প্রোগ্রাম অর্গানাইজার পূর্ণিমা দাশ সহ এএফসি, পল্লী সমাজের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় ঐক্য পরিষদ নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক

পাইকগাছা প্রতিনিধি ॥
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাইকগাছার রাড়–লী ইউনিয়ন শাখার সভাপতি অশোক অধিকারী ও শহীদ মুক্তিযোদ্ধা শংকর অধিকারীর মা শান্তি অধিকারী (৮৭) পরলোক গমন করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাঁকা গ্রামস্থ নিজস্ব বাসভবনে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। মৃতের ১ ছেলে ও ৪ কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। গত মঙ্গলবার সকালে তার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান, সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, প্রভাষক ময়নুল ইসলাম। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐক্য পরিষদের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবু, উপজেলা সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুভাষ সানা মহিম, প্রনব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল কৃষ্ণ পাল, গৌতম মন্ডল, অখিল মন্ডল, পৌর কাউন্সিলর রবি শংকর মন্ডল, দীপংকর মন্ডল, এড. পীযুষ কান্তি সরকার সহ সংগঠনের নেতৃবৃন্দ।

পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন তাঁতীলীগের কমিটির বিরুদ্ধে অপপ্রচার; বিভ্রান্ত না হওয়ার আহ্বান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন তাঁতী লীগের কমিটি গঠনের পর একটি কুচক্রী মহলের মধ্যে গাত্রদাহ শুরু হয়েছে বলে দাবী করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। মহলটি আহবায়ক সহ কমিটিকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা তাঁতী লীগের সভাপতি দেবব্রত রায় জানান, গত রোববার মোঃ আব্দুস সোবহান সরদারকে আহবায়ক ও মাসুম বিল্লাহকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট চাঁদখালী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। সরাসরি সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়ে ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজীর উপস্থিতিতে স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। নবগঠিত কমিটির আহবায়ক আব্দুস সোবহান জানান, আমি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট রয়েছি। এলাকার জামায়াত, বিএনপি সমর্থিত একটি মহল কমিটি বাতিল করতে উঠেপড়ে লেগেছে। ষড়যন্ত্রকারীদের অনেকেই তাদের নিজ ফেসবুকে আমাকে ও কমিটিকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার করছে। এ ধরণের অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এতে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনের এ নেতা।

পাইকগাছায় সরকারি শিক্ষকদের ৭ দফা দাবীর পাক্ষিক কর্মসূচি শুরু

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট শাখার উদ্যোগে সরকারী শিক্ষকদের ৭ দফা দাবী আদায়ের লক্ষে পাক্ষিক কর্মসূচি শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সরকারি শিক্ষকদের ১৯৯৭ হতে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের বকেয়া প্রথম ও দ্বিতীয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড, প্রথম শ্রেণির গেজেটেড পদ মর্যাদা ও জেলা শিক্ষা অফিসার পদে প্রমোশন সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে সারাদেশে ১২ সেপ্টেম্বর হতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাক্ষিক কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশহিসাবে মঙ্গলবার সকালে ৭ দফা দাবী সম্বলিত ব্যানার নিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট শাখার নেতৃবৃন্দ। প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিট শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, শিক্ষক দিলিপ কুমার দাশ, প্রদীপ কুমার শীল, মোঃ রহমত আলী, মোঃ ইসমাইল হোসেন ও মোঃ ইমরুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে দাবী না মানলে আগামী ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি প্রদান করা হবে বলে ইউনিট শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন।

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় পরকীয়ার টানে ঘর ছাড়লেন ১ সন্তানের জননী রুবী

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পরকীয়ার টানে ঘর ছেড়ে পালালেন ১ সন্তানের জননী রুবী খাতুন। এ সময় তিনি বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যান। পাইকগাছা থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী রজব আলী।
অভিযোগসুত্রে জানাযায়, ১৯ বছর আগে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপি’র চেঁচুয়া গ্রামের ইউছুপ আলী গাজীর পুত্র রজব আলীর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয় একই উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামের রুহুল আমিন গাজীর কন্যা রুবী খাতুনের। ১৯ বছরের সংসার জীবনে তাদের একটি ১২ বছরের কন্যা সন্তান রয়েছে। কর্মের সুবাদে রজব আলী ঢাকায় অবস্থানের সুযোগে পাইকগাছা পৌরসভার গোপালপুর গ্রামের মৃতঃ ফজর আলী গাজীর পুত্র ৯ বিবাহের হোতা গফফার গাজী ওরফে গফফার ড্রাইভারের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। গত ৫ সেপ্টেম্বর ভূক্তভোগী রজব আলী অপ্রীতিকর অবস্থায় পরকীয়ার ঘটনাটি হাতে নাতে ধরে ফেলে। ঘটনার প্রতিবাদ করতে গেলে গফফার গাজী ভূক্তভোগী রজব আলীকে মারপিট করে ও বিভিন্ন হুমকি প্রদর্শন করে। যা এলাকাবাসী অবহিত আছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। রজবআলী বিষয়টি নিরসনের অনেক চেষ্টা করেও ব্যার্থ হয়ে সর্বশেষ আইনের আশ্রয় নিয়ে তার অর্জিত স্বর্নালংকারসহ নগদ টাকা উদ্ধারের চেষ্ঠা করছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

ইউএনও ফকরুল হাসানের ভারত গমন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ২ সপ্তাহের সরকারী সফরে ভারত গেছেন। তিনি শনিবার সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। ইউএনও ফকরুল হাসান ভারতের মহীষূর এ ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি)এ ১৯ সেপ্টেম্বর হতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনের মিড ক্যারিয়ার ট্রেনিং অন ফিল্ড এ্যাডমিনস্ট্রেশন ফর সিভিল সার্ভেন্স শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে তিনি ভারতের মহীষূর পৌছাইছেন বলে জানাগেছে।

পাইকগাছার সন্তান সাবিনা ইয়াসমিনের সরকারী সফরে অস্ট্রেলিয়া গমন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার কৃতি সন্তান ও জনপ্রশাসন পদক প্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের উপ-সচিব সাবিনা ইয়াসমিন মালা এক মাসের সরকারী সফরে অস্ট্রেলিয়া গমন করেছেন। জনপ্রশাসন মন্ত্রাণালয় কর্তৃক ১৫ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসাবে ট্রেনিং অন প্রমোটিং রিসাইলেন্ট এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট অব আরবানাইজেশন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অস্ট্রেলিয়ার পার্থ কার্টিন ইউনিভার্সিটির আওতায় ১০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন পাইকগাছা পৌরসভার সরল গ্রামের শহীদ মাহাতাব উদ্দীন মনি মিয়ার মেয়ে। তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছে।

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বরোচিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছা নাগরিক কমিটির মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ পৌর সদরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শতশত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সম্পাদক গাজী সালামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জাপানেতা গাজী আব্দুস সামাদ, মাওঃ নুরুজ্জামান ও মাওঃ আব্দুল কাদির। মানববন্ধনে বক্তারা শরণার্থী রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান। একই সাথে মায়ানমারের সঙ্গে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চাল আমদানি বন্ধের জন্য সরকারের প্রতি দাবী জানান। অনুরূপভাবে মায়ানমারকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিয়ে অং সান সুচির নোবেল পুরস্কার প্রত্যাহার, রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বরোচিত হত্যা ও নির্যাতন বন্ধের দাবী জানিয়ে জাতিসংঘ এবং ওআইসি’র হস্তক্ষেপ কামনা করেন।

পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে “সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সেলিনা পারভীন, রেজাউল ইসলাম, ইমরুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওঃ অজিয়ার রহমান, শিক্ষার্থী সাম্য সরকার ও আকাশ দেবনাথ।

বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় বিষপানে ভ্যানচালকের আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি ॥
    পাইকগাছায় মফিজুল সরদার (৪০) নামে এক মটর ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ী গড়েরআবাদে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে বুধবার বিকালে হরিঢালী পারিবারিক কবর স্থানে মফিজুলের দাফন সম্পন্ন করা হয়েছে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার হরিঢালী গ্রামের মৃত মোজাম সরদারের ছেলে ভ্যানচালক মফিজুল সরদার গত দেড় মাস আগে একই উপজেলার গড়েরআবাদ গ্রামের মোক্তার সরদারের মেয়ে রোজিনা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করেন। স্ত্রী রোজিনা বেগম জানান, ঈদের দিন বিকালে আমরা স্বামী-স্ত্রী পিতৃলয়ে বেড়াতে আসি। সোমবার দুপুরে দুলাভাইয়ের বাড়ীতে দাওয়াত খেয়ে মফিজুল বাড়ীতে চলে যায়। মঙ্গলবার সকালে প্রথম পক্ষের মেয়ে নাজমিনকে সাথে নিয়ে আবার আমাদের বাড়ীতে আসে। এসেই সে পাশের বাজারে চলে যায়। পরে দুপুরের দিকে বসত ঘরের মধ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় মেয়ে নাজমিন চিৎকার দিলে পরিবারের লোকজন সবাই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মেয়ে নাজমিন জানান, বাবা যখন বিষপান করে আমি তখন ঘরের মধ্যেই ছিলাম। পরে আমার চিৎকার শুনে লোকজন ছুটে আসে। চাচা শ্বশুর সোবহান সরদার জানান, ঘটনার সময় আমি বাহিরে ছিলাম, পরে বিষয়টি জানতে পেরে আমি দ্রুত তাকে হাসপাতালে নিতে বলি এবং হাসপাতালে প্রায় ২ ঘন্টা চিকিৎসাধীন থাকারপর মফিজুলের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

শিব্সা সাহিত্য অঙ্গনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শিব্সা সাহিত্য অঙ্গনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শাহীনা বাবর, সহ-সভাপতি সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রানী মন্ডল, সাধারণ সম্পাদক লুৎফা ইসলাম, যুগ্ম-সম্পাদক বজলুর রহমান, সহ-সম্পাদক মমতাজ পারভীন মিনু, কোষাধ্যক্ষ নাজমিন নাহার, সহ-কোষাধ্যক্ষ লিলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আফরোজা পারভীন শিল্পী, দপ্তর সম্পাদক বিকাশেন্দু সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সেলিনা আক্তার, গাজী শহিদুল ইসলাম খোকন, হোসনেয়ারা খানম, জিন্নাতুন্নেছা পান্না, উন্মেহায়াত মেহেরা বানু, তরুণ কান্তি মন্ডল, সোমা রায়, সাধনা সরকার, আলফাতারা কাজল ও সাংবাদিক ইমদাদুল হক।

পাইকগাছা উপজেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবসে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মীর্জা আব্বাসের খুলনায় আগমন উপলক্ষে ও বন্যা দূর্গতদের সাহায্যার্থে পাইকগাছা উপজেলা বিএনপি’র এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহম্মেদ, আব্দুল মজিদ গোলদার, তুষার কান্তি মন্ডল, প্রণব মন্ডল, সাইফুল ইসলাম তারিক, সরদার নজরুল ইসলাম, প্রভাষক আবু সালেহ ইকবল, আছাদুজ্জামান খোকন, মাস্টার বাবর আলী, আছাদুজ্জামান ময়না, সরদার তোফাজ্জেল হোসেন, মাস্টার সন্তোষ কুমার গাইন, আনারুল কাদির, শেখ হাবিব, হবি মোল্যা, আবুল বাশার বাচ্চু, ইমরান সরদার, মাস্টার মুজিবর রহমান, মফিজুল ইসলাম টাকু, সরদার ফারুক আহম্মেদ, সায়েদ আলী বাবলা, স ম নজরুল ইসলাম, এসএম মোহর আলী, মেছের আলী সানা, দিপংকর সরদার বাবু, নাজমুল হুদা মিন্টু, আবু হানিফ, মুনছুর গাজী, আব্দুল্লাহ, কামাল হোসেন, শেখ ইব্রাহিম, জামশেদ হোসেন, শাহীন, সাইফুল ইসলাম, নূর আলী, ওহাব জোয়াদ্দার, ইউনুছ মোল্যা, মাসুম হাজরা, নজরুল সানা, সাদ্দাম হোসেন, জিয়াউর রহমান ও রব্বানী।

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

গজালিয়া উদয়ন সংঘের ইনডোর গেম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায়  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে গজালিয়া উদয়ন সংঘ আয়োজিত ৪ দিন ব্যাপী ইনডোর গেম প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকালে উদয়ন সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্রীজ, দাবা ও কেরাম (একক ও দ্বৈত) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গজালিয়া উদয়ন সংঘের সভাপতি বি,এম,আনিছুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংঘের সদস্য ও আ’লীগনেতা জি,এম,ইকরামুল ইসলাম, ইউপি সদস্য এম,এম,মশিউর রহমান রাজু, সংঘের সম্পাদক প্রভাষক মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, মঞ্জুরুল ইসলাম, শেখ সোহাগ হোসেন, এমএম ফিরোজ আহম্মেদ, এমএম রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ দম্পত্তি আটক

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ এক দম্পত্তিকে আটক করা হয়েছে। ডিবি পুলিশ সোমবার গভীররাতে উপজেলার দেবদুয়ার এলাকা থেকে শফিকুল-রেহানা দম্পত্তিকে আটক ও তাদের বসতঘর থেকে সীমানা পিলার উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানা ও গোয়েন্দা পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের শফিকুল ইসলাম গাজী(৫৫) ও তার স্ত্রী রেহানা পারভীন (৩৮)  দীর্ঘদিন সীমানা পিলার বিক্রির কথা বলে বিভিন্ন প্রতারক চক্রের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছে। ঘটনার দিন একটি চক্র সীমানা পিলার কিনতে এসেছে এমন খবর পেয়ে সোমবার গভীর রাতে খুলনা গোয়েন্দা(ডিবি) পুলিশের ইনচার্জ সিকদার আক্কাছ আলী পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল শফিকুলের বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার করে। এসময় শফিকুল ও স্ত্রী রেহানাকে আটক করা হয়। তবে চক্রের অনেক সদস্য এসময় পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে খুলনা গোয়েন্দা পুলিশের ইনচার্জ সিকদার আক্কাছ আলী পিপিএম বলেন শফিকুল রেহানা দম্পত্তি সীমানা পিলার বিক্রির কথা বলে দীর্ঘদিন বিভিন্ন চক্রের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল। ঘটনার দিন একটি চক্র পিলার কিনতে এসেছে এমন খবর পেয়ে আমরা ওই বাড়ীতে অভিযান চালাই। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম আলমগীর কবির বাদী হয়ে শফিকুল-রেহানা দম্পত্তিসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করেছে যার নং-০৬-তাং-০৫/০৯/২০১৭।

সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আলমতলা কড়–লিয়া নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করেছে। সোমবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার কড়–লিয়া নদীর আলমতলা খেয়াঘাট সংলগ্ন থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ এস,আই মোমিনুর রহমান উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পাইকগাছা থানার অপমৃত্যু মামলা নং- ৩৫, তাং- ০৪/০৯/২০১৭ইং।

পাইকগাছায় সিনিয়র সাংবাদিক মিন্টুর দাফন সম্পন্ন; গভীর শোক

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছার সিনিয়র সাংবাদিক শেখ আজগর হোসেন মিন্টু’র দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার দুপুরে জানাযা শেষে হিতামপুরস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য উপজেলার হিতামপুর গ্রামের মৃত ডাঃ শেখ হাবিবুর রহমানের ছেলে সিনিয়র সাংবাদিক আজগর হোসেন মিন্টু(৫৮) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার মা ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। এদিকে আজগর হোসেন মিন্টুর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন-উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ।

পাইকগাছায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় আল-হেরা কওমী নূরানী হিফ্য মাদরাসা ও এতিমখানার উদ্যোগে রাড়–লী ইউনিয়নের ২০১৭ সালের ৪৪ জন এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষার জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও ৩য় বাার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাড়–লীস্থ মাদরাসা ভবনে প্রতিষ্ঠাতা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ কওছার আলী গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এসএম সাহিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান পত্মী শাহিনা বাবর, ডাঃ শামসুর রহমান, ডাঃ নজরুল ইসলাম, অধ্যাপক আব্দুর রশীদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, ডাঃ আকামত আলী, মাষ্টার স.ম আমির আলী, শিক্ষক আব্দুস সামাদ গাজী, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউপি সদস্য জাহান আলী, শিক্ষক শহীদুল ইসলাম। মাও মোঃ আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী আব্দুল হাামিদ, নূরুল হক, আরিফুজ্জামান, দীপ্ত পাল, আয়েশা খাতুন ও হাফেজ মাসুম বিল্লাহ। সংবর্ধনা শেষে মাদরাসার ৩য় বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় মায়ানমারের রাখাইন রোহিঙ্গা সম্প্রদায়ের উপর বর্বোরোচিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। ইশা ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মোঃ আবু রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনিত খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী নূর আহম্মদ। বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের খুলনা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বিএল কলেজ সভাপতি এম এ হাসিবুল্লাহ, শেখ নাজমুল হুদা, মাওঃ বোরহান হোসেন, গাজী সালাম, ফারুক খলিফা। মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে মায়ানমার প্রেসিডেন্ট অং সাং সূচী’র নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবী জানান। সবশেষে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য দোয়া করা হয়।

শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় যুব স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

বিশেষ প্রতিনিধি।।
পাইকগাছায় বিদেশী কাপড়ের গাইড কেন্দ্রিক এক ব্যবসায়ীর কাছ থেকে কথিত চাঁদা আদায়ের অভিযোগ বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনুমান নির্ভর করে এলাকায় কথা চালাচালী ও পূর্ব শত্র“তাকে পুঁজি করে উপজেলা যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ ইকবাল রনিকে জড়িয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ী মহল সহ খোদ কাপড় ব্যবসায়ী মোঃ লিটিল গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, সে চাঁদাবাজির শিকার হননি বলে মন্তব্য করেছেন। তবে কেউ কেউ এটিকে পুঁজি করে বাড়তি রাজনীতি করার পাঁয়তারা চালাচ্ছে। সম্প্রতি উপজেলার শিববাটি সড়কে ভারতীয় কাপড়ের গাইড কেন্দ্রিক পাইকগাছা বাজারের এ টু জেড প্রতিষ্ঠানের কাপড় ব্যবসায়ী মোঃ লিটিলকে গতিরোধ করে উপজেলা যুব স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রনি সহ কয়েকজনকে জড়িয়ে কথিত চাঁদাবাজীর গুঞ্জন ওঠে। কিন্তু গত কয়েকদিন এর কোন সঠিক তথ্য উদঘাটন বা প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। আসিফ ইকবাল রনি জানান, তার রাজনীতি প্রতিপক্ষরা পাইকগাছা-কয়রার সংসদের নাম জড়িয়ে একটি সুবিধাভোগী মহল আমার ব্যক্তিগত জীবন নিয়ে এ সব অপপ্রচার ছড়িয়ে তার ভাব-মুর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। পাইকগাছা বাজারের এ টু জেড প্রতিষ্ঠানের মালিক মোঃ লিটিল বলেন, আমার প্রতিষ্ঠানে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি প্রতিপক্ষ অতি উৎসাহি হয়ে এ সব অপপ্রচার চালাচ্ছে। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু বলেন, আমি এ ধরণের ঘটনা জানি না বা আমার কাছে কেউ অভিযোগ করেনি।