শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় আ’লীগের অবরোধ বিরোধী বিােভ মিছিল ও সমাবেশ

খুলনার পাইকগাছায় আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অবরোধ বিরোধী বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এক বিােভ মিছিল প্রধান সড়ক প্রদণি শেষে বাজার চৌরাস্তা মোড়ে উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমানের সভাপতিত্বে সংপ্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। এসএম আমিনুর রহমান লিটুর পরিচালনায় বক্তব্য রাখেন-শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুস সাত্তার, শহীদ হোসেন বাবুল, মাসুদুর রহমান, গাজী বেলাল, এ্যাড. আব্দুর রশীদ, এ্যাড. পিযুষ সরকার, বাবুলাল বিশ্বাস, অখিল মন্ডল, জগদীশ চন্দ্র রায়, শেখ রাজু আহম্মেদ, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, স্নেহেন্দু বিকাশ, শেখ জিয়াদুল ইসলাম, শেখ সেলিম, প্রণব মন্ডল, দিপংকর মন্ডল, পরেশ মন্ডল, মৃণাল কান্তি বাছাড়, উজ্জ্বল সরদার, হাবিবুর, আনন্দ মোহন বনিক, দেবাশীষ, মৃঞ্জুঞ্জয় মন্ডল, শফিকুল ইসলাম, আসাদ, মকবুল হোসেন, রোহিত, জয়, হৃদয়, চিত্ত, শেখর, প্রকাশ, সুপ্রভাত, তারক, দ্বীপ, মামুন, আমিনুর রহমান, রাজেশ, বাদশা, ফাহাদ, টুটুল, বরুন ও গোপাল।

                                    পাইকগাছায় মোস্তফা কামাল দলীয় মনোনয়ন পাওয়ায় জাতীয় পার্টির আনন্দ মিছিল
খুলনার পাইকগাছায় উপজেলা জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে উপজেলা ও পৌর জাপার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এক আনন্দ মিছিল প্রধান সড়ক প্রদনি শেষে পোষ্ট অফিস চত্বরে পৌর জাপার আহবায়ক গাজী শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে সংপ্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, বক্তব্য রাখেন-শেখ আজিজ, তৈহিদুজ্জামান লেলিন, মাসুদুর রহমান, তন্ময় রায়, বাচ্চু লোহানী, এম এ রহিম, ডাবলু হোসেন, খাইরুল ইসলাম, জিএম বাবলা, এফ আর জিতু, ডাঃ ওলিউল্লাহ, বিরিঞ্চিপদ মন্ডল, কৃষ্ণ রায়, অমিত বিশ্বাস, বিল্লাল গাজী, জাদব মন্ডল, উত্তম রায়, হাশেম ঢালী, প্রভাষ সরকার, সাগর বিশ্বাস, মনিরুল ইসলাম, অলোকেশ ঢালী, আব্দুল্লাহ আল মামুন, শিহাব হোসেন বাবু ও সাজু আহম্মেদ। এর আগে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের প থেকে মিষ্টি বিতরণ করা হয়।

এডিটর 
নিউজ অফ পাইকগাছা

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩

খুলনা-৬ আসনে নৌকায় পাল তুললেন সাবেক এমপি নূরুল হক; কপাল পুড়েছে বর্তমান এমপি’র

দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রায়) আওয়ামীলীগের সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের শেষ পর্যন্ত দলীয় প্রার্থী হয়ে নৌকায় পাল তুললেন। অপরদিকে কপাল পুড়েছে বর্তমান এমপি এ্যাড. সোহরাব আলী সানা’র। সরকারি বিভিন্ন সংস্থার জরিপ, তৃণমূল মতামত, প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠক ও সর্বশেষ দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খুলনা-৬ আসনে বর্তমান এমপি’র জনপ্রিয়তা মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় গুরুত্বপূর্ণ এ আসনটি ধরে রাখতে সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন মিডিয়া ও দলীয় সুত্র নিশ্চিত করেছে। প্রার্থী নির্বাচনে যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এ খবর শুক্রবার এলাকায় ছড়িয়ে পড়ার পর দু’উপজেলাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
    সুত্রমতে-খুলনার জেলার সুন্দরবন সংলগ্ন কয়রা ও পাইকগাছা উপজেলার ১৭ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত খুলনা-৬ আসন। গুরুত্বপূর্ণ এ আসনে ৯০ পরবর্তী ১৯৯৬ ও ২০০৮ সালে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী দু’বার নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে এ্যাড. শেখ মোঃ নুরুলহক ও সর্বশেষ ২০০৮ সালে এ্যাড. সোহরাব আলী সানা নির্বাচিত হন। নির্বাচনের পর হতে বর্তমান সরকারের গত ৫ বছরে এমপি’র নিকট আত্মীয় কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, নিয়োগ বানিজ্যে জড়িয়ে পড়া, জামায়াত, বিএনপি নেতাকর্মীদের সাথে সু-সম্পর্ক স্থাপন
, দলীয় নেতাকর্মীদের উপো, স্বপ্নের শিববাটি ব্রীজ ইজারা প্রদান ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার-প্রচারণার অভাবসহ নানাবিধ কারনে বর্তমান এমপি’র এ্যড. সোহরাব আলী সানা’র জনপ্রিয়তা মারাত্মকভাবে হ্রাস পায়। এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ১২ প্রার্থীর মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে থাকায় সাবেক এমপি এ্যাড, শেখ মোঃ নূরুল হকের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে। দলের যুগপযোগী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলীয় নেতাকর্মী ও নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। গুরুত্বপূর্ণ এ আসনটি ধরে রাখতে সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রভাষক মাসুদুর রহমান  জানান। দলের দুঃসময়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী নির্বাচনকে স্বাগত জানিয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও মিডিয়াকর্মী এন ইসলাম সাগর। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুক্রবার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উজ্জিবিত হয়ে ওঠে উদ্বিঘœ নেতাকর্মীরা। আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়ে এলাকাবাসী। উল্লেখ্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক দলীয় প্রার্থী হিসাবে এ পর্যন্ত ৯১,৯৬ ও ২০০১ সালে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ২০০৮ সালের নির্বাচনে মনোনয়ন পেলেও শেষ মুহুর্তে হাতছাড়া হয়ে যায়। 
এডিটর 
নিউজ অফ পাইকগাছা

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় সাবেক কমিশনারসহ বিএনপি জামায়াতের ৫ নেতা আটক

খুলনার পাইকগাছায় সাবেক কমিশনারসহ বিএনপি, জামায়াতের ৫ নেতাকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে পুলিশের উপর হামলা ও ভাংচুর মামলায় আদালতে পাঠানো হয়েছে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কাজে বাঁধা ও নাশকতার আশংকায় থানাপুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গদাইপুর ইউনিয়ন জামায়াতের ধর্ম বিষয়ক সম্পাদক মৃত রজব শেখের পুত্র আবু বকর সিদ্দিক (৫১), প্রচার সম্পাদক মোঃ সাকাম সরদারের পুত্র আব্দুর রহমান সরদার (৪৫), চাঁদখালী ইউপি’র দেবদুয়ার গ্রামের শেখ আব্দুল বারীর পুত্র শেখ হাফিজুল ইসলাম (৩৫) ও আগড়ঘাটা গ্রামের নওশের মোড়লের পুত্র জামায়াত নেতা মিজানুর রহমান এবং রাতে অভিযান চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার গাজী সৈয়েদুর রহমানের পুত্র বিএনপি নেতা গাজী আব্দুস সালামকে আটক করে। এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান আটক হাফিজুলের বিরুদ্ধে ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং নির্বাচন কাজে বাঁধা ও নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয় বলে তিনি জানান।

                                ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বিরুদ্ধে মৃত্যুদাবী টাকা পরিশোধ না করার অভিযোগ
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ খুলনার পাইকগাছা শাখার কর্তৃপরে বিরুদ্ধে মৃত্যুদাবীর টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট বছরের পর বছর ধর্না দিচ্ছে বলে জানাগেছে। এ ঘটনা জানার পর সংশ্লিষ্ট কোম্পানী থেকে আগ্রহী গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানাগেছে।
 প্রাপ্ত অভিযোগে জানাযায়, উপজেলার শিলেমানপুর গ্রামের আলহাজ্ব মুনসুর আলী মোড়লের পুত্র মোঃ অহিদুজ্জামান ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৫ লাখ টাকা মূল্যের ইনহাউজ পলিসি বীমা চালু করেন। যার পলিসি নং-০৭০০০১৫৪০২-৬, এমএম কোড নং-৭৫৫৬। এদিকে বীমা চালু করার পর ২০১০ সালে ৩০ আগষ্ট অহিদুজ্জামান স্বাভাবিক মৃত্যুবরণ করে। মৃত্যুর কয়েকমাস পর বীমার নমিনি ও অহিদুজ্জামানের মা আয়রা বেগম ইউপি চেয়ারম্যানের মৃত্যুসনদপত্র সহকারে স্থানীয় কর্তৃপরে মাধ্যমে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বরাবর মৃত্যু দাবী টাকা পাওয়ার জন্য আবেদন করেন। উক্ত আবেদনে খুলনা ডিভিশন ইনচার্জ মোস্তফা হামিদী স্বাধীন আবেদন সত্য এবং মানবিক দিক বিবেচনা করে মৃত্যুদাবী টাকা প্রদানের জন্য সুপারিশ করেন। এদিকে মৃত্যুর ২ বছর অতিবাহিত হলেও মৃত্যুদাবী টাকা না পাওয়ায় ভূক্তভোগী পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছে। ভূক্তভোগী আয়রা বেগম জানান-স্থানীয় জোন অফিস কর্তৃপ আজ হবে কাল হবে বলে তালবাহানা করে আসছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট কোম্পানী থেকে আগ্রহী গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় জোন অফিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান-২০০৯ সালে চালু হওয়া এই বীমা পলিসিটি মাঝপথে সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপ বীমার দাবীকৃত টাকা ফেরৎ দেয়ার উদ্যোগ নিয়েছে। সেেেত্র অহিদুজ্জামানের মৃত্যুদাবী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদনায় 
নিউজ অফ পাইকগাছা

বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় আটক ১

খুলনার পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে স্বশস্ত্র ডাকাতির ঘটনায় ১জনকে আটক করা হয়েছে। পুলিশ মঙ্গলবার বিকালে দকোপ উপজেলার কামিনিবাসিয়া গ্রামের মোহাম্মদ আলী ফকিরের পুত্র মোবারক ফকির (২৮) কে কামিনিবাসিয়া এলাকা থেকে আটক করে। আটক মোবারককে বুধবার সকালে ৭দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত সোমবার দিবাগত রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবরের ভ্যাকটমারীর বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়। প্রায় ২৫/৩০ জনের স্বশস্ত্র ডাকাত বাড়ির মালিক ও অন্যান্য লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ লাখ টাকা ও ১০/১২ ভরি ¯¦র্ণালংকার লুট করে। এ ঘটনায় ইউপি সদস্য গাজী মুজিবর বাদী হয়ে এদিন রাতে ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করে। এদিকে ঘটনার ১দিন পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১জনকে আটক করেছে। আটক মোবারকের রিমান্ড আবেদন মঞ্জুর হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে তদন্ত কর্মকর্তা এসআই জালাল জানান।

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় নাশকতার আশংকায় দু’বিএনপি নেতা আটক; বিশেষ অভিযানে ৩০ মটর সাইকেল জব্দ

তফশীল ঘোষনার পর বিএনপি তা প্রত্যাখ্যান করে এবং ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী ঘোষনা করা হয়। নাশকতার আশংকায় খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে দু’বিএনপি নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে খুলনা জেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও পাইকগাছার সরল গ্রামের মৃত মোক্তার গাজীর পুত্র আসলাম পারভেজ (৪২) ও ৫নং ওয়ার্ডের মৃত মহিউদ্দিন সরদারের পুত্র সাবেক পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান (ডিপজল মনি) কে গভীর রাতে পুলিশ আটক করে। অবরোধের ১ম দিন পুলিশের ব্যাপক নিরাপত্ত গ্রহণ করা হয়েছে। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকালে স্থানীয় পরিবহন চত্ত্বরে লাইসেন্সবিহিন প্রায় ৩০টি মটর সাইকেল আটক করা হয়।

পাইকগাছায় পুলিশ পরিচয়ে স্বশস্ত্র ডাকাতি; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

খুলনার পাইকগাছায় পুলিশ পরিচয়ে স্বশস্ত্র ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির লোকজনকে বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৬ লাখ টাকা এবং ১০/১২ ভরি ¯¦র্ণালংকার লুট করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার প্রথম প্রহর (রাতে) উপজেলার ভ্যাকটমারী ইউপি সদস্য গাজী মুজিবরের বাড়ীতে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    থানাপুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, ঘটনার দিন ২৫/৩০ জনের স্বশস্ত্র ডাকাতদল সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবরের বাড়ীতে পুলিশ পরিচয়ে প্রবেশ করে প্রথমে মেম্বর মুুজিবরকে বেঁধে ফেলে, পরে পরিবারের অন্যান্য লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি নিয়ে মেম্বর ও তার ভাইপো সাজুদ্দির ঘরের আলমারি ও  শোকেচ ভেঙ্গে নগদ ৬ লাখ টাকা ও ১০/১২ ভরি ¯¦র্ণালংকার লুট করে তড়িৎ গতিতে পালিয়ে যায়। এ খবর পেয়ে সকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক ও থানার এসআই জালাল ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘবদ্ধ ডাকাতদলটি ট্রলারযোগে সুন্দরবন থেকে আসতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে ওসি এম মসিউর রহমান জানান। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৪ তরুন-তরুনী আটক

খুলনার পাইকগাছায় আপত্তিকর অবস্থায় স্কুল ও কলেজ পড়ুয়া ৪ (তরুন-তরুনী) শিার্থীকে আটক করা হয়েছে। শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে পৌর সদরের এক ব্যবসায়ীর বাড়ী থেকে তাদেরকে আটক করে। ঘটনাস্থল থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
থানাপুলিশ ও এলাকাবাসী সুত্রে জানিয়েছে, ঘটনার দিন পৌর সদরের বাতিখালী গ্রামের চিংড়ী ব্যবসায়ী ইমান আলী গাজীর কলেজ পুড়–য়া পুত্র রায়হান পারভেজ রনি (১৭) ও সরল গ্রামের জাফর মোল্যার পুত্র হোসাইন (১৭), সরল গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন ও দেব্রবত কুমার (দেবু)’র স্কুল পড়–য়া দু’কন্যাকে নিয়ে হাসপাতাল সংলগ্ন ব্যবসায়ী রামপ্রসাদের বাড়ীর দ্বিতল ভবনের একটি ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ব্যাপারে থানার এসআই হারুন ও সিরাজ জানান ব্যবসায়ী রামপ্রসাদের বাড়ী থেকে আপত্তিকর অবস্থায় ৪ তরুন-তরুনীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ এবং গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের এ দু’কর্মকর্তা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা থানা হেফাজতে ছিল।
                                                            পাইকগাছায় মাদকদ্রব্যসহ আটক ৩
খুলনার পাইকগাছায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ৩ জনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ী থেকে ১১ লিটার মদ, ৬ গ্রাম হিরোইন, ৩শ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে খুলনার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদকদ্রব্য আটক করে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, ঘটনার দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তারা অভিযান চালিয়ে উপজেলার আগড়ঘাটা গ্রামের খোদাবক্স মোড়লের পুত্র আসলাম পারভেজ (২৮) কে মাহমুদকাটিস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান ফাতেমা হোমিও কিনিক থেকে ১শ এম এল এর ৮৪ বোতল, ২ লিটারের ২ বোতলসহ (১১ লিটার মদ) আসলাম পারভেজকে, ৬ গ্রাম হিরোইনসহ বন্দিকাটি গ্রামের কওসার গাজীর পুত্র হারুন-অর-রশীদ মাইকেল(৩২)কে এবং ৩শ গ্রাম গাঁজাসহ রামনাথপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শেখ জাহাঙ্গীর (৪৫) কে আটক করা হয় বলে উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান। গাঁজাসহ আটক জাহাঙ্গীরকে খুলনায়  ভ্রাম্যমান আদালতে বিচার করা হবে তিনি জানান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৩

খুলনা-৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দু'নেতার নির্বাচনী তোড়-জোড়

খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) নির্বাচনী তোড় জোড় শুরু করে দিয়েছে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দু'নেতা। ইতোমধ্যে সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য দু’প্রার্থী জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু ও উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর আগামী রোববার মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেন বলে দলীয় সুত্র জানিয়েছে। ১৯৯৬ সালের পর হতে গ্রহণযোগ্য নেতা সংকটের কারনে ধীরে ধীরে নির্বাচনী এ এলাকায় দূর্বল হয়ে পড়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম। জাপা নেতা শফিকুল ইসলাম মধু জেলা ও মোস্তফা কামাল জাহাঙ্গীর উপজেলার জাপার হালধরার পর সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি করার মাধ্যমে গত কয়েক বছরে
কিছুটা হলেও সংগঠনের শক্ত ভীত তেরী করতে সম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসাবে ইতোমধ্যে দু’্উপজেলার ১৭ ইউনিয়ন ও ১টি পৌরসভার সম্মেলনও স¤পন্ন করা হয়েছে। এদিকে পার্টির চেয়ারমান হুসেইন মোহাম্মদ এরশাদ গত কয়েকদিন আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের ঘোষনা দেয়ার পর নড়ে চড়ে বসেছে দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী দু'নেতা। সম্ভাব্য দু’প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুর চেয়ে পাইকগাছা উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে রয়েছেন বলে তৃণমূল নেতাকর্মীরা জানন। অনেকেই মনে করেন গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনে ভুল হলে আওয়ামীলীগের প্রার্থীর সঙ্গে কোন প্রতিদ্বন্দিতায় হবে না। আবার অনেকেই মনে করছেন আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তন না হলে জাপা থেকে গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করা হলে জাপা এবং আ’লীগের প্রার্থীর মধ্যে তুমূল প্রতিদ্বন্দিতা হতে পারে। সবমিলিয়েই এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দু'নেতার কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম; ছুরিসহ ছিনতাইকারী আটক

খুলনার পাইকগাছায় ছিনতাইকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগে পুলিশ ছিনতাইকারীকে আটক করেছে। আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীর স্বীকারোক্তি মোতাবেক একটি ধানতে থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, উপজেলার হরিঢালী গ্রামের মোঃ আরশাদ গাজীর পুত্র শরিফুল ইসলাম (২৮) এর গদাইপুরের নতুন বাজারে একটি বেকারীর দোকান রয়েছে। ঘটনার দিন সোমবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ী যাওয়ার পথে মাহমুদকাটি নামকস্থানে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের ইশারত হালদারের পুত্র ছিনতাইকারী মোস্তাকিম (১৯) ব্যবসায়ী শরিফুলকে গতিরোধ করে মটরসাইকেল ছিনতাইয়ের চেষ্ঠা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার কাছে থাকা ছুরি দিয়ে শরিফুলকে কুপিয়ে জখম করে। এসময় আত্মচিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে ওই রাতেই মামা আলম সরদারের দনি সলুয়া বাড়ী থেকে ছিনতাইকারী মোস্তাকিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দনি সলুয়া শিকদার মোড়ের সত্যসাধুর ধানতে থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী শরিফুলের ভাই কবিরুল ইসলাম বাদী হয়ে মোস্তাকিমসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা করেছে বলে থানার ওসি এম মসিউর রহমান জানান।
                                                        খুলনা পলিটেকনিকের ছাত্র ছাত্রশিবির নেতা পাইকগাছায় আটক
খুলনার পাইকগাছায় ছাত্র শিবিরের এক নেতাকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে সনাতনকাটি থেকে তাকে আটক করে।
 থানাপুলিশ সুত্রে জানাযায়, ঘটনার দিন থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিঢালীর সোনাতনকাটি গ্রামের শেখ রফিকুলের ছেলে খুলনা সিটি পলিটেকনিক ইনিষ্টিটিউটের ২য় বর্ষের ছাত্র ও ইনষ্টিটিউটের ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শেখ পারভেজ হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করে। এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান শিবির নেতা পারভেজ এলাকায় গতকয়েকদিন ধরে আ’লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপুর্ণ নেতাকর্মীদের নামের তালিকা তৈরী করছিল। এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। আটক পারভেজকে মঙ্গলবার সকালে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

কয়রায় নিজ গুলিতে কনস্টেবলের আত্মহত্যা

খুলনার কয়রায় জুয়েল রানা নামে পুলিশের এক কনস্টেবল নিজ গুলিতে আত্মহত্যা করেছে। সোমবার বেলা পৌনে ২ টার দিকে থানার ব্র্যাকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানাগেছে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, ঘটনার দিন থানার পিছনে একটি ব্র্যাকে কনস্টেবল জুয়েল রানা (২৫) যার ব্যাচ নং ৯৮২। চাইনিজ রাইফেল দিয়ে নিজ পেটে গুলি করে। পরে এ ঘটনা টের পেয়ে থানাপুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যূ হয়। তার গ্রামের বাড়ী বাগেরহাট জেলার মোল্লারহাট থানায়। পারিবারিক কলোহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে থানার ওসি মোঃ ফজলুর রহমান জানান।

রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে রাস উৎসব পালিত; সাবেক এমপি’র জন্য প্রার্থনা

খুলনার পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের রাস উৎসব পালিত হয়েছে। উৎসবে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের চূড়ান্ত মনোনয়নের জন্য প্রার্থনা করা হয়েছে।
উৎসব উপল্েয রোববার সকালে উপজেলার লতার কাঠামারিতে সকালে নীলকোমল ঠাকুরের পুজা, পবিত্র গীতাপাঠ, পুন্যস্নান, দুপুরে সাঁতার প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, বিকালে নৌকাবাইচ প্রতিযোগিতা ও রাতে জামাই রাজা এবং চলচিত্র শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে শিববাটিস্থ পুন্যস্নান কেন্দ্র, সোলাদানার খালিয়ারচক, লস্কর, কড়–লিয়া, ভিলেজ পাইকগাছার শিবসা ব্রীজের সন্নিকোট, কপিলমুনিসহ বিভিন্নস্থানে রাস উৎসবের কর্মসূচী পালিত হয়েছে। পৃথক এসব অনুষ্ঠানে খুলনা-৬ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের চূড়ান্ত মনোনয়নের জন্য প্রার্থনা করা হয় বলে উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক সুকুমার বিশ্বাস জানিয়েছেন। 

                                                   পাইকগাছায় নাশকতার আশংকায় ৬ জামায়াত-শিবির নেতা আটক
খুলনার পাইকগাছায় নাশকতার আশংকায় ৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে পৌরসদরের ছাত্রাবাস ও চিংড়ী ঘের থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার দিন গভীর রাতে থানার এসআই হারুন অভিযান চালিয়ে পৌর সদরের আল-আমিন ট্রাস্টের মুন্না ছাত্রাবাস থেকে শিবির নেতা মোঃ জাহিদ আলম(২৩), দিদারুল আলম (৩১), মেহেদি হাসান (১৯), শাহিনুর রহমান (১৯), মনিরুল ইসলাম (১৯)) কে এবং চাঁদখালীর ইউপি’র কাটাখালীর একটি চিংড়ী ঘের থেকে জামায়াত নেতা শামসুর মোড়ল (৪৬) কে আটক করা হয়। আটককৃতদের রোববার সকালে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান। 

এডিটর
নিউজ অফ পাইকগাছা


শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

খুলনা-৬ আসনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৮ দলীয় জোট নির্বাচন বর্জনের হুমকি দিলেও দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে গত এক সপ্তাহে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ মনোনয়ন প্রত্যাশী আ’লীগের ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে অনেকেই ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটের আগে মাঠ ছেড়ে সম্ভাব্য প্রার্থীরা ঢাকায় মনোনয়নযুদ্ধে লবিং গ্র“পিং-এ ব্যস্ত রয়েছেন বলে জানাগেছে। এদিকে স্ব-স্ব প্রার্থীর পে তাদের কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে ১০ প্রার্থীর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বর্তমান এমপি এ্যাড. সোহরাব আলী সানা, সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক, জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপদেষ্টা পতœী রওশন রহমান ইভা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাবু, সাবেক এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, কয়রা উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় নেতা সুব্রত বাইন।

                                                   সাবেক এমপি নূরুল হকের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা
দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী আ’লীগের সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের চূড়ান্ত মনোনয়নের জন্য নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ উপজেলার লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল জামে মসজিদ, রাড়–লী, বাঁকা, হরিঢালী, চাঁদখালী, আমাদি, কয়রা সদর, বাগালি ও উত্তর বেদকাশি জামে মসজিদসহ বিভিন্ন মন্দিরে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
                                              পাইকগাছায় হাসপাতালের থিয়েটার ইনচার্জের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের ইনচার্জ সুনিত্রা মন্ডলের বিরুদ্ধে প্রসুতি রোগীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপরে হস্তপে কামনা করেছেন ভূক্তভোগীরা।
    প্রাপ্ত অভিযোগে জানাগেছে,অপারেশন থিয়েটারের ইনচার্জ সুনিত্রা মন্ডল দীর্ঘদিন ধরে প্রসুতি বিভাগে ভর্তিকৃত রোগীদের কাছ থেকে ডেলিভারীর পর প্রত্যেকের নিকট থেকে ৫‘শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক হাতিয়ে নিচ্ছে। এছাড়াও তার স্বামীর বিরুদ্ধেও রয়েছে নানাবিধ অভিযোগ। প্রাপ্ত সুত্রমতে-গত ২৯ অক্টোবর উপজেলার বাঁকা ও শ্রীকণ্ঠপুর গ্রামের ২ জন প্রসুতি রোগী ভর্তি হয়। ভর্তিকৃত দু'রোগীর স্বাভাবিক ডেলিভারী হলে দু’নবজাতক শিশুকে আটক রেখে ইনচার্জ সুমিত্রাসহ কর্তব্যরত নার্সরা ২ হাজার টাকা অর্থ দাবী করলে ভূক্তভোগী রোগীর স্বজনরা ৮শ টাকা দিলে তা ইনচার্জ ও নার্সরা ফেলে দেয়। পরে এ ঘটনায় ভূক্তভোগীদের প থেকে কর্তৃপ বরাবর লিখিত অভিযোগ করা হয়। এ ব্যাপারে অভিযোগটি খতিয়ে দেখতে তদন্তকমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল জানান। 

                                             পাইকগাছায় স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। নবলোক পরিষদের টেকসই পরিবেশ সয়াহক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্প ও পৌরসভার যৌথউদ্যোগে শনিবার সকালে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে কাউন্সিলর আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, কাউন্সিলর কাজী নিয়ামূল হুদা কামাল, আসমা আহম্মেদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, সাংবাদিক আব্দুল আজিজ, আবু জাফর, কাজী জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, ইমদাদুল হক, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ময়নুদ্দিন শেখ, ট্রেনিং অফিসার এজাজুর রহমান ও মনিটরিং অফিসার লিটন হালদার। সভায় কাউন্সিলর কাজী নিয়ামূল হুদাকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট পরিদর্শন কমিটি গঠন এবং সভা শেষে পৌর বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরায় স্বাস্থ্য সম্মত খাবার ব্যবস্থাপনা নির্দেশিকা প্রদান করা হয়।

সম্পাদনায়
এডিটর 
নিউজ অফ পাইকগাছা

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

এ্যাড. শেখ মোঃ নূরুল হক কর্তৃক মনোযোগ আকর্ষণী বিজ্ঞপ্তি

বাংলাদেশ-১০৪, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য সম্প্রতি খুলনা হইতে প্রকাশিত “দৈনিক পূর্বাঞ্চলে” নিম্নরূপ বিজ্ঞপ্তি প্রদান করেন। প্রসঙ্গত সাবেক সংসদের বাংলাদেশের কোন তপশীলি ব্যাংকে কোন দায়দেনা নাই।
                                   “পূর্বাঞ্চলে প্রকাশিত মনোযোগ আকর্ষণী বিজ্ঞপ্তি”
কতিপয় কৌতুহলী মহলের অপপ্রচার হেতু এবং সর্বোপরী সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, সর্বশক্তিমান স্রস্টার অসীম কৃপায় আমরা“এন হক ব্রিকস্ ইন্ডাষ্ট্রিড” এবং “এন হক এ্যান্ড এসোসিয়েটস লিঃ শিরোনামীয় “আইএফআইসি ব্যাংক লিঃ” খুলনা শাখার ঋণ হিসাব দু’টির বিপরীতে ব্যাংকের সম্পূর্ণ পাওনা টাকা ইতোমধ্যে পরিশোধান্তে আমাদের সকল রেহান সম্পত্তি অবমুক্তিকরণসহ ব্যাংকের দায়মুক্তি সনদপত্রপ্রাপ্ত হয়েছি। বিধায় সংশ্লিষ্টদের এ বিষয়ে এবং অহেতুক আমার শারীরিক অসুস্থতার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সম্পদের বিপরীতে ব্যবসায়ের স্বার্থে ঋণ গ্রহণ করতে পারেন সেটা কোন সমালোচনা বা দোষের বিষয় নয়।

এ্যাড. শেখ মোঃ নূরুল হক
সাবেক সংসদ সদস্য
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)
স্বত্বাধিকারী ঃ এন হক ব্রিকস্ ইন্ডাষ্ট্রিজ
চেয়ারম্যান এন হক এ্যান্ড
এসোসিয়েটস লিঃ

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

খুলনা-৬ আসনে সাবেক এমপি নূরুল হকের মনোনয়নপত্র জমা

খুলনা ৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে আ’লীগের ৬ জন মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। বুধবার বেলা ১ টায় সাবেক এ এমপি’র উপস্থিতিতে তার পে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের শ্যালক ও উপদেষ্টা পতœী রওশান রহমান ইভার ভাই সুজা আহম্মেদ ঢাকাস্থ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে মনোনয়নপত্রটি জমাদেন। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার পাড়, কাজী মিজানুর রহমান, জয়ব্রত বাছাড়, এবং আবু জাফর মল্লিকসহ অন্যান্য নেতাকর্মীরা।

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

খুলনা-৬ আসনে ২য় দিনে সাবেক এমপি নূরুলহক সহ দু’জনের মনোনয়ন পত্র সংগ্রহ

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে ২য় দিনে আরোও দুই জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানাগেছে। সোমবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আ’লীগের সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক ও তার জৈষ্ঠ্য পুত্র শেখ মনিরুল ইসলাম। এর আগে রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান এমপি এ্যাড. সোহরাব আলী সানা ও জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী। এ নিয়ে গত দু’দিনে এ আসনে ৪জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেন। উল্লেখ্য ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও শেষ মুহুর্তে হাতছাড়া করেন সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে এবারও অনেকটাই আশাবাদি বলে জানিয়েছেন সাবেক এ এমপি। মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আব্দুস সাত্তার পাড়, অনন্ত কুমার সরদার, জয়ব্রত কুমার বাছাড়া, গাজী মিজানুর রহমান, ছাত্রনেতা গাজী রফিক, তৌফিকুর রহমান, আজহারুল ইসলাম সম্রাট, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মৃনাল কান্তি বাছাড়।

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত আলহাজ্ব ফসিয়ার রহমানকে গণসংবর্ধনা

খুলনার পাইকগাছায় একাধিকবার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী আলহাজ্ব ফসিয়ার রহমানকে গণসংবর্ধা প্রদান করা হয়েছে। সমবায়ী, ব্যবসায়ী ও পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১ টায় পৌর চত্ত্বরে উদযাপন কমিটির আহবায়ক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক সমীর কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা সমবায় অফিসার মোঃ নূরুজ্জামান, সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, অধ্য রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক সুরাইয়া বানু, অপু মন্ডল, ডাঃ মোঃ শহীদুল্লাহ, পাইকগাছা প্রেসকাবের সভাপতি গাজী সালাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা
কামাল জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, এফএম সেলিম আখতার, আলহাজ্ব রইস উদ্দিন, শেখ কামরুল হাসান টিপু, প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শেখ আনিছুর রহমান মুক্ত, এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, দাউদ শরীফ, আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সমবায় সমিতি, ব্যবসায়ী সমিতি, শিা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের প থেকে সংবর্ধিত অতিথি আলহাজ্ব ফসিয়ার রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় জামায়াত নেতা আটক

খুলনার পাইকগাছায় এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ভবানীপুর থেকে মাদ্রাসা শিক ও জামায়াত নেতা জামাল উদ্দিনকে আটক করা হয় থানাপুলিশ জানিয়েছে।  থানাপুলিশ সুত্রে জানাযায়, গত হরতালে পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসআই হারুন অভিযান চালিয়ে ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসার শিক জাকারিয়া সরদারের পুত্র জামায়াত নেতা জামাল উদ্দিন (৩০) কে আটক করেন। আটক জামায়াত নেতাকে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।
 পাইকগাছায় আ’লীগের হরতাল বিরোধী মিছিল
খুলনার পাইকগাছায় উপজেলা আ’লীগের উদ্যোগে হরতাল বিরোধী বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এক হরতাল বিরোধী মিছিল প্রধান সড়ক প্রদনি শেষে সিনেমা হল চত্ত্বরে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, আ’লীগ নেতা এসএম সুজাউদ্দিন, গাজী আজিজার রহমান, আনোয়ার ইকবাল মন্টু, ভূধর বিশ্বাস, শেখ গোলাম রব্বানী, নির্মল ঢালী, আজিজুর রহমান, গাজী শফিকুল ইসলাম, শিবু প্রসাদ রায়, বিভূতি ভূষন সানা, স.ম আব্দুল বারেক, আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমান, যুবলীগ নেতা অহেদুজ্জামান, বারিক গাজী, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, অখিল মন্ডল, দিপংকর মন্ডল, মোঃ শফি, হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, বাদশা সানা, রোহিত গাজী, ইমরান গাজী, হৃদয়, জয়, রনি, সৌমিত্র, রাসেল ও তারক সানা।
 পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি
খুলনার পাইকগাছায় পৌর সদরে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে দূধর্ষ চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা রোববার গভীর রাতে দীপ্তি মোবাইল কর্ণার দোকান হতে নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মোবাইল চুরি করেছে বলে তিগ্রস্থ দোকানমালিক জানিয়েছে। এ ঘটনায় চুরি আতংকে উদ্বিঘœ রয়েছে ব্যবসায়ী মহল।
থানাপুলিশ সুত্রে জানাযায়, ঘটনার দিন রোববার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা পৌর সদরের দীলিপ কুমার মন্ডলের দীপ্তি মোবাইল কর্নার দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি করে পালিয়ে যায়। সোমবার বেলা ১২ টার দিকে হরতাল শিথিলহলে কর্মচারী সুদেব দোকানের কপসিকল ও সার্টার খুলে ভিতরে প্রবেশ করে সমস্ত মালামাল তছনছ করা দেখতে পান। এ ব্যাপারে দোকান মালিক দীলিপ কুমার জানান রোববার দোকানে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল উঠানো হয়। সংঘবদ্ধ চোরেরা সর্বোচ্চ ১৭ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকার প্রায় ৫ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি এম মসিউর রহমান জানান।
                                                                       পাইকগাছায় ৩ যুবককে জরিমানা
খুলনার পাইকগাছায় প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ৩ যুবককে ৩শ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ এলাকায় ৩ যুবক প্রকাশ্যে ধুমপান করলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ, বাবু গোলদার, মনি গোলদার ও সুমন গাজী নামে ৩ যুবককে প্রত্যেককে ১শ টাকা করে মোট ৩শ টাকা জরিমানা করেন।

এডিটর
নিউজ অফ পাইকগাছা

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় আলমসাধু ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

খুলনার পাইকগাছ্য়া ইঞ্জিনচালিত (আলমসাধু) ও মটরসাইকে
    জানাগেছে, সাতীরা জেলার আশাশুনি উপজেলার পাইতলী গ্রামের শাহাদাৎ মোড়লের পুত্র বাবু মোড়ল ঘটনার দিন মটরসাইকেলযোগে পাইকগাছা আসার পথে উপজেলার রাড়–লীর শ্রীকণ্ঠপুর গাজী হ্যাচারীর সামনে পৌছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তাৎনিকভাবে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল জানান।
ল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে সংঘর্ষে গুরুত্বর আহত মটরসাইকেল চালক বাবু মোড়ল (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাইকগাছায় জেলহত্যা দিবসের আলোচনা সভা
খুলনার পাইকগাছায় জেল হত্যা দিবস উপল্েয আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের উদ্যোগে রোববার সকালে সিনেমাহল চত্ত্বরে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী রফিকুল ইসলাম, বক্তব্য রাখেন-আ’লীগ নেতা এসএম সুজাউদ্দিন, গাজী আজিজার রহমান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, আলহাজ্ব গোলাম মোস্তফা, শেখ রেজাউল করিম, আনন্দ মোহন বিশ্বাস, পবিত্র মন্ডল, বিজন বিহারী মন্ডল, সুকৃতি মোহন, অনিল মল্লিক, সরদার গোলাম মোস্তফা, জ্ঞানেন্দ্র সানা, ভরত বিশ্বাস, দীপ্তি চক্রবর্তী, গাজী আব্দুল মান্নান ও শংকর দেবনাথ।

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা; মৃত্যু নিয়ে নানা গুঞ্জন
খুলনার পাইকগাছায় এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার রাত ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুহয় বলে হাসপাতাল সুত্র জানিয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে নিহতের পরিবার জানালেও মৃুত্য নিয়ে নানান গুঞ্জন চলছে বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 থানাপুলিশ ও এলাকাবাসীসুত্রে জানাযায়, উপজেলার গজালিয়া গ্রামের প্রশান্ত মন্ডল গত ৫ মাস পূর্বে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়ারচক এলাকার তপন সরদারের কন্যা চন্দনা (১৮) কে। বিয়ের বছর না পুরতেই ঘটনার দিন শনিবার রাত ৯টার দিকে নিজবসতবাড়ীতে স্ত্রী চন্দনা বিষপান করে। রাত ১০ টার দিকে চন্দনা মৃত্যুযন্ত্রনায় ছটফট করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যুহয় বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান। এ ব্যাপারে থানার এসআই সিরাজুল ইসলাম জানান ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করা হয়েছে। তবে উভয়পরে মধ্যে সমঝোতা হওয়ায় এ ঘটনায় কোন মামলা হয়নি বলে তিনি জানান। 

 সম্পাদনায়
এডিটর
নিউজ অফ পাইকগাছা


শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

প্রধানমন্ত্রী পুত্র জয়ের আগমনে সাজ সাজ রব দক্ষিনাঞ্চলের তরুন প্রজন্মের মধ্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর খুলনায় আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত হয়ে উঠেছে দলীয় নেতাকর্মীর পাশাপাশি তরুন প্রজন্ম। এ উপল্েয প্রধানমন্ত্রীর পুত্রের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের ল্েয ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলার পাইকগাছা উপজেলা আ’লীগ ও ছাত্র, যুব সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য নির্বাচনী প্রচারণায় দণিাঞ্চল সফরের অংশ হিসাবে সজীব ওয়াজেদ জয় শনিবার খুলনায় সফর করবেন। সফরকালে তিনি মহানগর ও জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন এবং দলীয়ভাবে তাকে সংবর্ধনা প্রদান করা হবে বলে দলীয় সুত্র জানিয়েছে। তার আগমন ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা জয়ের অনুষ্ঠানে যোগদান করবেন বলে নেতাকর্মীরা জানান। জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত বলেন-জয় হচ্ছে তারুন্যের অহংকার, তার আগমনে অধির অপোয় রয়েছে দণিাঞ্চলের তরুন প্রজন্ম। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম রেজাউল হক বলেন-জয়ের এ সফর আগামী দিনে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার েেত্র ইতিবাচক ভূমিকা রাখবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ বলেন প্রধানমন্ত্রী পুত্র জয়ের আগমনে ছাত্রলীগের মধ্যে সাজ সাজ রব বিরাজ করছে এবং এ আগমন দলের জন্য সুফল বয়ে আনবে বলে নেতাকর্মী তথা সকল স্তরের মানুষ মনে করছে।

সম্পাদনায় 
এডিটর
নিউজ অফ পাইকগাছা

পাইকগাছায় পুলিশের উপর হামলার ঘটনায় মেম্বরসহ ৪ জামায়াত, শিবির নেতা আটক

খুলনার পাইকগাছায় পুলিশের উপর হামলার ঘটনায় ইউপি মেম্বরসহ জামায়াত শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে থানাপুলিশ জানিয়েছে। থানাপুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে থানার এসআই হারুন অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর ও হিতামপুর গ্রামের মৃত মীর হায়দার আলীর পুত্র জামায়াত নেতা মীর আনোয়ার এলাহী (৬৩) কে নিজ বাড়ী থেকে এবং বৃহস্পতিবার গভীর রাতে লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মৃত আনার আলীর পুত্র জামায়াত নেতা জিনারুল ইসলাম (৫০), আনোয়ার আলীর পুত্র শিবির নেতা সরদার শাহীনুর (৪২) এবং গফফার মোল্যার পুত্র নজরুল ইসলাম (২৫) কে আটক করেন। ওসি এম মসিউর রহমান জানান আটককৃতদের মধ্যে মেম্বর আনোয়ার এলাহী সম্প্রতি বাঁকা এলাকায় পুলিশের উপর হামলা ও পুলিশের ব্যবহৃত গাড়ী ভাংচুর মামলার এজাহারভূক্ত আসামী। তাকে গ্রেফতার এবং বাকীদের সন্নিধ্য আসামী হিসাবে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

পাইকগাছায় জাতীয় যুবদিবস পালিত
খুলনার পাইকগাছায় সমাবেশ, র‌্যালী, আলোচনাসভা, ঋণ, সনদপত্র ও গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদের সভাপতিত্বে “প্রশিতি যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা মাধ্যমিক শিা অফিসার আতিয়ার রহমান, সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ইন্সট্যাক্টর জয়দেব বিশ্বাস, ভারপ্রাপ্ত অধ্য মিহির বরণ মন্ডল, বিপ্লব কান্তি বৈদ্য, বক্তব্য রাখেন-প্রভাষক মাসুদুর রহমান, নিজামউদ্দিন, বজলুর রহমান ও পাপিয়া আক্তার। অনুষ্ঠানে ৩ জন প্রশিনপ্রাপ্ত যুবককে ২ লাখ ১৫ হাজার টাকা যুব ঋণ এবং ৪০ জন যুবককে সনদপত্র প্রদান করা হয়।

পাইকগাছায় আ’লীগের বিােভ মিছিল অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় হরতালের নামে বিএনপি, জামায়াত-শিবি
রের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আ’লীগের উদ্যোগে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এক বিােভ মিছিল প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, শেখ রেজাউল করিম, কওছার আলী জোয়াদ্দার, পবিত্র মন্ডল, এ্যাডঃ আবুল হোসেন জোয়াদ্দার, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল হক, যুবলীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, আব্দুস সাত্তার, শেখ মাসাদুর রহমান, হেমেশ চন্দ্র মন্ডল, আব্দুর রাজ্জাক সানা, জগদীশ চন্দ্র রায়, গৌরাঙ্গ মন্ডল, সুকুমার ঢালী, অহিদুজ্জামান মোড়ল, শেখ জিয়াদুল ইসলাম, আজগর আলী, শেখ রাজু আহম্মেদ, মীর শাহীন হোসেন, ছাত্রলীগ নেতা শেখ আবুল কালাম আজাদ, অখিল মন্ডল, দিপংকর মন্ডল, শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম রাবু, রোহিত শর্মা, মকবুল ও জয়। 

পাইকগাছায় বিএনপি’র গায়েবানা জানাযা ও আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসাবে থানা ও পৌর বিএনপি’র একাংশের উদ্যোগে গায়েবানা জানাযা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ গায়েবানা জানাযা শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনি, বক্তব্য রাখেন-কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামাল, গাজী কামরুল ইসলাম, আনোয়ারুল কাদির, ইব্রাহিম গাজী, এসএম এমদাদুল হক, ইউপি সদস্য গাজী আনসার আলী, মাহাবুব জোয়াদ্দার, আব্দুর রাজ্জাক সরদার, জিএম ইকরামূল হক, শহীদ বিশ্বাস, আমিরুল ইসলাম, আলতাফ হোসেন, মনিরুল ইসলাম, ইস্রাফিল আহম্মেদ, ইলিয়াস হোসেন, আবুল কালাম আজাদ, হযরত ্আলী, ফরহাদ হোসেন, কোহিনুর, মাফি শিকারী, আবুল বাশার, বাচ্চু, মফিজুল ইসলাম, আকবর হোসেন, রাজ্জাক মোল্যা, ইদ্রিস আলী ও শফিকুল সানা।
পাইকগাছায় বিএনপি’র গায়েবানা জানাযা ও আলোচনা সভা অনুষ্ঠিত