খুলনার পাইকগাছায় আ’লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অবরোধ বিরোধী বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এক বিােভ মিছিল প্রধান সড়ক প্রদণি শেষে বাজার চৌরাস্তা মোড়ে উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমানের সভাপতিত্বে সংপ্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। এসএম আমিনুর রহমান লিটুর পরিচালনায় বক্তব্য রাখেন-শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুস সাত্তার, শহীদ হোসেন বাবুল, মাসুদুর রহমান, গাজী বেলাল, এ্যাড. আব্দুর রশীদ, এ্যাড. পিযুষ সরকার, বাবুলাল বিশ্বাস, অখিল মন্ডল, জগদীশ চন্দ্র রায়, শেখ রাজু আহম্মেদ, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, স্নেহেন্দু বিকাশ, শেখ জিয়াদুল ইসলাম, শেখ সেলিম, প্রণব মন্ডল, দিপংকর মন্ডল, পরেশ মন্ডল, মৃণাল কান্তি বাছাড়, উজ্জ্বল সরদার, হাবিবুর, আনন্দ মোহন বনিক, দেবাশীষ, মৃঞ্জুঞ্জয় মন্ডল, শফিকুল ইসলাম, আসাদ, মকবুল হোসেন, রোহিত, জয়, হৃদয়, চিত্ত, শেখর, প্রকাশ, সুপ্রভাত, তারক, দ্বীপ, মামুন, আমিনুর রহমান, রাজেশ, বাদশা, ফাহাদ, টুটুল, বরুন ও গোপাল।
পাইকগাছায় মোস্তফা কামাল দলীয় মনোনয়ন পাওয়ায় জাতীয় পার্টির আনন্দ মিছিল
খুলনার পাইকগাছায় উপজেলা জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে উপজেলা ও পৌর জাপার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এক আনন্দ মিছিল প্রধান সড়ক প্রদনি শেষে পোষ্ট অফিস চত্বরে পৌর জাপার আহবায়ক গাজী শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে সংপ্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, বক্তব্য রাখেন-শেখ আজিজ, তৈহিদুজ্জামান লেলিন, মাসুদুর রহমান, তন্ময় রায়, বাচ্চু লোহানী, এম এ রহিম, ডাবলু হোসেন, খাইরুল ইসলাম, জিএম বাবলা, এফ আর জিতু, ডাঃ ওলিউল্লাহ, বিরিঞ্চিপদ মন্ডল, কৃষ্ণ রায়, অমিত বিশ্বাস, বিল্লাল গাজী, জাদব মন্ডল, উত্তম রায়, হাশেম ঢালী, প্রভাষ সরকার, সাগর বিশ্বাস, মনিরুল ইসলাম, অলোকেশ ঢালী, আব্দুল্লাহ আল মামুন, শিহাব হোসেন বাবু ও সাজু আহম্মেদ। এর আগে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের প থেকে মিষ্টি বিতরণ করা হয়।
এডিটর
নিউজ অফ পাইকগাছা













