নিউজ অফ পাইকগাছা ॥
আবার ফিরে এলাম সেই ভূমিকম্পের পূর্বাভাস দেয়া খুলনার পাইকগাছার অতনু মন্ডলকে নিয়ে। আবারও সে ভূমিকম্পের পূর্বাভাস দিল। আগামী ৫ দিনের মধ্যে বিশ্বের যেকোন প্রান্তে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। যার মাত্রা হবে ৫ এর উপরে। সুত্রমতে-পাতড়াবুনিয়ার গ্রামের মৃত প্রফুল্ল কুমার মন্ডলের পুত্র অতনু মন্ডল (২৮) গত কয়েকবছর যাবৎ ভূমিকম্প নিয়ে গবেষনা চালিয়ে আসছে। গত দুই বছর যাবৎ সে বিবিসি বাংলা বিভাগসহ বিভিন্ন গণমাধ্যমে এসএমএসের মাধ্যমে নিয়মিত পূর্বাভাস জানিয়ে আসছে। বিগত কিছুদিন পূর্বেও বেশ কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় তার পূর্বাভাসের খবর প্রকাশিত হয় এবং তার সঠিক প্রমানও পাওয়া যায়। সর্বশেষ গত সোমবার নিউজ অফ পাইকগাছাকে এসএমএস এর মাধ্যমে এক সপ্তাহের মধ্যে বিশ্বের যেকোন প্রান্তে ৫ মাত্রার উপরে ভূমিকম্প আঘাত হানতে পারে বলে অবহিত করে। বিভিন্ন গবেষকরা জানান জাপান কয়েকসেকেন্ড পূর্বে আভাস দিতে সক্ষম হলেও কয়েকদিন কিংবা কয়েকঘন্টা পূর্বেও আভাস দেওয়া সম্ভব নয় বলে তিনি জানান বিশেষজ্ঞরা মনে করেন। এখন দেখার অপেক্ষায় কি হয় ৫ দিনের মধ্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন