বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

পাইকগাছায় রাস উৎসব উদযাপিত

প্রতিনিধি ॥ পাইকগাছায় পূণঃস্না
নের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব উদযাপিত হয়েছে। বুধবার সকালে পৌর সদরের ৬ টি পূজা মন্দিরের উদ্যোগে শিববাটীস্থ শিবসা নদীতে পূণঃøানের মধ্যদিয়ে রাস উৎসব শুরু হয়। সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে  রাস উৎসব অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আ’লীগনেতা ও এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, উদ্ভোধক ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আ’লীগনেতা শেখ কামরুল হাসান টিপু, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, আসমা আহম্মেদ, সাবেক কাউন্সিলর শাহিদা খাতুন, যুবলীগ নেতা শেখ আব্দুস সাত্তার, শেখ শহিদ হোসেন বাবুল, শেখ আলাউদ্দীন, বাবুল আখতার, শেখ জিয়াদুল ইসলাম, ইমরান হোসেন ও দীপংকর মন্ডল। অনুরুপ ভাবে বিকালে লতার গুণখালী নদীতে এক নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

A successful story of Improved Technology adaptation: Contemporary shrimp farming technique enhances production as well as increases income

SUCCESS STORY
Mr. Modhusudon Mondal son of Mr. Jogai Mondal is a self-motivated farmer of Ramnagor Village under Dorgapur Union of Ashashuni Upazilla in the district of Satkhira which is located in the south–West region of Bangladesh. He has been involved in shrimp farming since 2005 in 0.27 hectare own land and followed traditional culture system. But due to poor farming knowledge he didn`t get good production in the previous years from his pond. But due to lack of proper knowledge on shrimp farming maximum time he didn`t get good production and profit margin was very poor, sometimes even loss also. Day by day condition was getting worsened and was very hopeless. At th
is time he came to know about modern technology of shrimp farming. Environment friendly and planned farming technology is being provided by Aquaculture for Income and Nutrition (AIN) Project of WorldFish-Bangladesh with the financial assistance of USAID.
Now it is clear to Mr. Modhusudon that the unplanned traditional shrimp culture practice that ignores pond preparation techniques, stocking density, water quality, feeding management, other management strategies which cause disease of shrimp especially viral disease and so many environmental problems so that he didn’t get expected production.
In the beginning of 2013 Mr. Modhusudon took part in the training on Modified Traditional Technology (BMP) method of shrimp farming from the activities of AIN project. Though Mr. Modhusudon not able to get used to practice improved farming systems in the previous years perfectly but from beginning of the year of 2014 he had been started his farming systems followed by improved management namely Better Management Practice (BMP). Now Mr. Modhusudon applying knowledge that he earned from the training concerning preparing pond in a proper way, keeping proper water condition, applying feed, lime and fertilizer on a regular basis, maintaining the stocking density etc, following BMP method, last year (2014) he had able to produce 180 Kg shrimp, 7 Kg harina and 120 Kg whitefish from his 0.27 hectare pond which worth taka 98 thousand. On the other hand, this year (2015) he has produced 265 Kg shrimp, 13 Kg harina and 320 kg whitefish from that pond which total value taka 1 Lac 32 thousand which more production than the previous years but if the shrimp price rate is remained same like last year he has got more profit than last year because of better production than last year.
Now, he is very happy for getting bumper production and as a successful farmer he feels proud of it. He has expressed that it has been possible basically on account of the training program organized by AIN project. He has also been articulated that more profit is possible through BMP method of shrimp farming.
 This farmer, who had never made any profit before but now has been getting excellent profit through planned farming system of BMP from the previous years. As a result, surrounding farmers have already decided that they will apply BMP technology from next year. Mr. Modhusudon shares his experiences with his neighbor farmers and outside of his village. Now he is very happy and delighted & confident about shrimp culture.

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

পাইকগাছায় বখাটেদের দৌরাত্ব বৃদ্ধি; স্কুলগামী মেয়েরা উত্ত্যক্ত্যের শিকার; উদ্বিগ্ন অবিভাবক মহল

নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছায় সম্প্রতি বখাটেদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। বখাটের মধ্যে অধিকাংশ্যই কলেজ পড়–য়া ছেলে। বখাটেরা বিভিন্ন সময়ে স্কুলগামি মেয়েদের নামে ফেসবুকে অশ্লীল আইডি খুলে প্রতারণা ও উত্ত্যক্ত করে আসছে। এদের অসামাজিক ও বিতর্কিত কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েছে অবিভাবক মহল। এ ব্যাপারে জনসচেতনা বৃদ্ধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। উল্লেখ্য মাদক বিরোধী অভিযানে থানা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করায় গত বেশ  কয়েক মাস যাবত এলাকার আইন শৃংঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বখাটে ছেলেদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুদিন আগে বখাটে ছেলেরা জৈনক এক কর্মকর্তার মেধাবী (এসএসসি পরীক্ষার্থী) মেয়ের নামে ফেসবুকে অশ্লীল আইডি খুলে চরমভাবে ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। সদ্যসমাপ্ত জেএসসি পরীক্ষার শুরুরদিকে পরীক্ষা চলাকালীন সময়ে পৌর সদরের একটি কেন্দ্রে কয়েকজন তরুণ প্রবেশ করে পরীক্ষার্থীদের সাথে চরম অসাদাচারণ করে। পরীক্ষার মাঝামাঝি সময়ে লস্কর গ্রামের জৈনক এক জেএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে ভ্যান যোগে বাড়ী ফেরার পথে সরকারী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা বখাটেরা তাকে গতিরোধ করে লাঞ্চিত করে। এভাবেই এলাকার কোথাও না কোথাও প্রতিনিয়ত বখাটে ছেলেরা মেয়েদের কে উত্ত্যক্ত করে আসছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে অবিভাবক মহল। এ ব্যাপারে ওসি (তদন্ত) আলমগীর কবির জানান, সামাজিক অবক্ষয় ও অবিভাবকদের অসচেতনার কারণে বখাটেরা এ ধরণের কাজ করার সুযোগ পায় তবে এ ধরণের কোন অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশি পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসচেতনা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন পুলিশের এ কর্মকর্তা।

Women are no more backward, getting handsome earning through planned shrimp farming



SUCCESS STORY

Mrs. Sufola Biswas is an inhabitant of Keuratola village under Laskar Union of Paikgacha Upazilla in the district of Khulna which is located in the south–West region of Bangladesh. She was only a housewife and busy in household works. Her husband was unable to earn money for bearing the expenses of four family members and day by day they had to pass through very poor livelihoods. In this situation Mrs. Sufola thought about shrimp farming in her neighbors` land by taking lease beside her homestead in 0.67 hectare since 2011. But due to lack of proper knowledge on shrimp farming maximum time she didn`t get good production and profit margin was very poor, sometimes even loss also. Day by day condition was getting worsened and was very hopeless. At this time she came to know about modern technology of shrimp farming. Environment friendly and planned farming technology is being provided by Aquaculture for Income and Nutrition (AIN) Project of WorldFish-Bangladesh within the financial assistance of USAID.
 
In the beginning of 2013 Mrs. Sufola took part in the training on Modified Traditional Technology (MTT) method of shrimp farming from the activity of AIN Project. Now it is clear to Mrs. Sufola that the unplanned traditional shrimp culture practice that ignores pond preparation techniques, stocking density, water quality, feed management, other management strategies which cause disease of shrimp especially viral disease and so many environmental problems so that he didn’t get expected production.

Following traditional culture system she could produce maximum 180-200 kg shrimp in the previous years but following Modified Traditional Technology (MTT), last year (2014) she had able to produce 290 Kg shrimp, 185Kg whitefish from her 0.67 hectare pond which worth taka 1 Lac 78 thousand. On the other hand, this year (2015) she has produced 419 Kg shrimp and 145 kg whitefish from that pond which total value taka 2 Lac 16 thousand.

Now Mrs. Sufola Biswas is very please to produce more shrimp from her pond as well as increases income and rescues from the loan. She is sharing her experiences with her neighbors and they are very interested to involve themselves in shrimp farming like Mrs. Sufola. On the other hand, Mrs. Sufola is very happy and confident concerning modern and planned shrimp farming technology.

সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

পাইকগাছায় হরতালে প্রভাব পড়েনি জনজীবনে; নাশকতা এড়াতে বিজিবি মোতায়েন

নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছায় জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জনজীবনে কোন প্রভাব পড়েনি। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। এলাকার কোথাও কোন সংগঠনের পক্ষ থেকে মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে হরতালে নাশকতা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বর্ডার গার্ড (বিজিবি)। উল্লেখ্য যুদ্ধাপরাধী হিসাবে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে জামায়াত। এদিন জামায়াত অধ্যুষিত এ উপজেলায় হরতালের কোন প্রভাব পড়েনি। সকাল থেকে দূরপাল্লা সহ সকলরুটে যানবাহন চলাচল ছিল স্বাবাভিক। জামায়াত-শিবিরের কোন নেতা কর্মীর উপস্থিতি ছিলনা কোথাও তবে নাশকতা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সুবেদার আবুবক্কর সিদ্দিক ও নায়েক সুবেদার আব্দুল আজিজের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি টহল দেয় এলাকায়। পরিবহন চত্তর, জিরোপয়েন্ট ও সরল বাজারসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে অবস্থান নেয় থানা পুলিশ ও স্পেশাল আর্মস ফোর্স (এসএএফ) পুলিশ। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কবির উদ্দীন পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ ব্যাপারে ওসি আশরাফ হোসেন জানান, হরতালে এলাকার কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। নাশকতা এড়াতে বিজিবি’র পাশা-পাশি পুলিশ সতর্ক অবস্থানে ছিল। এ রির্পোট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন; বিপাকে তৃনমূল সংগঠনের নেতাকর্মীসহ গণমাধ্যমের কর্মীরা; জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা

নিউজ অফ পাইকগাছা ॥ খুলনার পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ নামে দু’টি কমিটি হওয়ায় বিপাকে পড়েছে তৃনমুলের ৩ সংগঠনের ধর্মালম্বী মানুষসহ গণমাধ্যম কর্মীরা। ধর্মীয় সংগঠনের নামে দু’দুটি কমিটি হওয়াটা ভালভাবে দেখছেন না পাইকগাছার সাধারণ মানুষ। অবিলম্বে এ সমস্যা উত্তোরনে জেলা ও কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছে এ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের তৃনমুল নেতাকর্মীরা।
    সদ্যঘোষিত কমিটির রতন কুমার ভদ্রকে সভাপতি ও জগদীশ চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পাল্টা কমিটি গঠন করা হয়েছে। সোমবার রতন কুমার ভদ্র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বিধান চন্দ্র ভদ্র, সমীর কুমার বিশ্বাস, আন্দ্রীয় ডি রোজারিও, গোপাল চন্দ্র ঘোষ, সুধাংশু কুমার মন্ডল, তাপস কান্তি বসু, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, প্রজিৎ কুমার রায়, প্রমথ নাথ মন্ডল, যুগ্ম-সম্পাদক জগদীশ চন্দ্র দে, কুমারেশ চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ নির্মল কান্তি মজুমদার, সাংগঠনিক সম্পাদক সুকুমার চন্দ্র ঢালী, উত্তম কুমার দাশ, দীপক কুমার মন্ডল, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, এ্যাডঃ কালিপদ মন্ডল, পরেশ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ কর্মকর্তার, ত্রিনাথ বাছাড়, কণিকা রানী দাশ, সমীরণ কুমার সাধু, বিজন বিহারী সরকার, দুলাল চন্দ্র বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল, মনোজিত কুমার মন্ডল, সুনীল কুমার মন্ডল, বিজয় কুমার রায়, জগন্নাথ সানা, পীযুষ কান্তি সাধু, শিবপদ সরকার, অপূর্ব কুমার রায়, পরিমল কুমার মন্ডল, সোনাতন কুমার দাশ, অমরেন্দ্র নাথ মন্ডল, নিতাইপদ মিস্ত্রী, নিহার রঞ্জন সানা, সুবোধ কুমার বাছাড়, চিত্তরঞ্জন মন্ডল, পরিতোষ কুমার সরকার, স্বপন কুমার দাশ, প্রশান্ত কুমার কর্মকর, বিপ্লব কান্তি সাধু, রমেশ  চন্দ্র মন্ডল, দেবব্রত কুমার ভদ্র, স্বপন কুমার মন্ডল, সুশান্ত কুমার রায়, বিশ্বজিৎ কুমার সাধু, ধ্রুবজ্যোতি মন্ডল, সন্তোষ কুমার সরকার, বাবু লাল বিশ্বাস, বিবেকানন্দ ধর, শিবপ্রসাদ মন্ডল, দীপক কুমার মন্ডল, প্রীতিষ কান্তি মন্ডল, প্রকাশ চন্দ্র বিশ্বাস, নির্মল কুমার সরকার, গৌরাঙ্গ কুমার কর্মকার ও দেবব্রত কুমার মন্ডল।

Improved shrimp culture technique gear up good production, increase income and improve livelihoods



SUCCESS STORY

 Mr. Halim Shekh is a marginal shrimp farmer son of late Mr. Kausar Ali Shekh, an inhabitant of the village of Tokia under Godaipur union of Paikgacha Upazilla in the district of Khulna which is located in the South-West region of Bangladesh. He had been involved in shrimp farming since 2003 in his 1 hectare own land and followed traditional culture system. Due to poor farming knowledge he harvested very minimum yield in the previous years and profit margin was very poor, sometimes no profit or evens loss also.
 
Mr. Halim didn’t have knowledge on improve shrimp farming and he didn’t try even to learn. In the beginning of 2014, he decided to join with the activities of Aquaculture for Income and Nutrition (AIN) Project of WorldFish-Bangladesh funded by USAID. After joining he came to know a new technology namely Modified Traditional Technology (MTT) which is also affordable for the marginal farmer. Now it is clear to Mr. Halim that the unplanned traditional shrimp culture practice that ignores pond preparation techniques, stocking density, water quality, feed management, other management strategies which cause disease of shrimp especially viral disease and so many environmental problems so that he doesn’t get expected production.

Mr. Halim learnt a lot about MTT culture techniques from Greater Harvest and Economic Returns from shrimp (GHERS) Initiative during farmer group meeting (every 15 days interval). For getting good production and quality shrimp he maintains proper stocking density, water quality, timely feeding, timely checking shrimp health and other necessary management practices. Following traditional culture system he could produce maximum 250-300 kg shrimp/year in the previous years but following Modified Traditional Technology (MTT), last year (2014) he had able to produce 480 Kg shrimp, 60 Kg harina and 300 Kg whitefish from his 1 hectare same pond  which worth taka 2 Lac 93 thousand. On the other hand, this year (2015) he has produced 815 Kg shrimp, 50Kg harina and 460 kg whitefish from that pond which total value taka 3 Lac 90 thousand which is more production than the previous years.

Mr. Halim, who had never made any profit, has made huge profit this year. As a result, surrounding farmers have already decided that they will apply MTT technology from next year.  Now Mr. Halim is interested to lease more lands for shrimp culture expansion that will be created job opportunities for the unemployed youths in his village. Mr. Halim shares his experiences with his neighbor farmers and outside of his village. Now Mr. Halim is delighted and confident about shrimp culture and very happy that he is getting bumper production now and as a successful farmer he feels proud of it. ‘It has been possible basically on account of the training program of Aquaculture for Income and Nutrition (AIN) Project of WorldFish-Bangladesh funded by USAID. He said, adding more profit is possible through MTT method of shrimp farming. Finally, he has thanked to all associated with the AIN Project to assistance the knowledge of improved farming technique which helped her to increase the production as well as development of his family livelihoods.

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

Strengthening of Livelihoods through Improved Technology

SUCCESS STORY
 Mr. Abu Sayed Sardar son of Mr. Nurul Sardar is a young energetic self-motivated marginal farmer of Village- Ghoshal, Union-Godaipur, Upazilla- Paikgacha of Khulna district in the South-west of Bangladesh. He has been involved in shrimp farming since 2001 in 0.53 hectare own land and followed traditional culture system. Due to poor farming knowledge he harvested very minimum yield in the previous years and profit margin was very poor, sometimes no profit or even loss also.

Mr. Sayed only depend on shrimp farming but due to poor profit margin and to loss sometimes he could not bear his household & educational expenses of the children and sometimes had to borrow money from the neighbors which was curse for him.   In this regards, he was very hopeless and could not think what to do. In this session, in the year of 2014 he decided to join with aquaculture for Income and Nutrition (AIN) Project activities of WorldFish-Bangladesh with the financial assistance of USAID.

After joining he came to know a new technology namely BMP- Better Management Practice. Now it is clear to Mr. Sayed that the unplanned traditional shrimp culture practice that ignores pond preparation techniques, stocking PCR PLs, maintain of stocking density, water quality management, feed management, other management strategies which cause disease of shrimp and failed to get expected production of shrimp.

Though Mr. Sayed not able to get used to practice improved farming systems in 2014 but from beginning of this year (2015) he has been started his farming systems followed by improved management namely BMP-Better Management Practice. Initially he was uncertain and felt anxiety of the new techniques. After 4-5 months of his culture he was getting back his confidence. When he started harvesting, his face became full of smiles and felt the happiest man in the world. From his 0.53 hectare pond he has got 364 kg shrimp,  72 Kg harina and 250 kg whitefish which total value is 2 Lac 9 thousand. This production and income is four times higher than the previous years.

This farmer, who had never made any profit, has got good profit this year which is more than his expectation. Mr. Sayed shares his experiences with his neighbor farmers and outside of his village. Now he is a happy shrimp farmer who graduated from AIN Project of WorldFish-Bangladesh funded by USAID. Specially, he has thanked to all associated with the Aquaculture for Income and Nutrition Project to assistance the knowledge of modern technology which helped him to increase the production as well as improved his livelihoods.

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

পাইকগাছার রাড়–লী ফোরকানিয়া মাদ্রাসার সাবেক কমিটির বিরুদ্ধে টাকা ও জিনিস পত্র আত্মসাৎ’র অভিযোগ

নিউজ অফ পাইকগাছা ॥ পাইকগাছার রাড়–লী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসার সাবেক কমিটির ক্যাশিয়ার ও সেক্রেটারীর বিরুদ্ধে টাকা ও জিনিসপত্র আত্মসাৎের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর্তমান কমিটির সহ-সভাপতি, সেক্রেটারী ও একসদস্য সাবেক কমিটির ক্যাশিয়ার ও সেক্রেটারীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবার লিখিত আবেদন করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার রাড়–লী পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসার সাবেক ক্যাশিয়ার একই এলাকার মৃত ওসমান গাজী (পাচু) এর ছেলে মোঃ আবুল হোসেন গাজী ও অপর ভাই সাবেক সেক্রেটারী মোঃ আব্দুস সামাদ গাজী দায়িত্বে থাকাকালিন সময় উভয়ের যোগসাজসে মাদ্রাসার জমি ক্রয়ের জন্য ১ লক্ষ ৩১ হাজার ৯’শ ৯১ টাকা এবং জমি রেকর্ড বাবাদ ৫ হাজার ৩’শ ২৯ টাকা এবং জমির কাগজপত্রসহ আসবাবপত্র নিজেদের কাছে রাখেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। ২০০৮ সাল থেকে তারা উভয়ে টাকার হিসাব ও জমির কাগজ পত্র কমিটির নিকট হস্তান্তরের জন্য বিভিন্নভাবে কালক্ষেপন করে আসায় মাদ্রাসার সহ-সভাপতি মোঃ জাহান আলী গাজী, সেক্রেটারী মোঃ জামাল উদ্দীন মোড়ল ও সদস্য মোঃ মিন্টু গাজী সাবেক ক্যাশিয়ার আবুল হোসেন গাজী ও সাবেক সেক্রেটারী আব্দুস সামাদ গাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন রাড়–লী ইউপি চেয়ারম্যানকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

পাইকগাছায় ডিগ্রী (পাস) পরীক্ষায় ৬৮৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫০

নিউজ অফ পাইকগাছা ॥   জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়
মিত শিক্ষার্থীদের প্রথমবর্ষ ডিগ্রি (পাস) কোর্সের পরীক্ষা বৃহস্পতিবার একযোগে শুরু হয়েছে। হরতাল নিয়ে উৎকন্ঠার মধ্যে থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১ম দিনের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাইকগাছা ও কপিলমুনি কলেজ কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থী ৬৮৯ জন, প্রথম দিন অনুপস্থিত ৫০ জন। পাইকগাছার দু’টি কেন্দ্রে ৯টি কলেজ পরীক্ষায় অংশগ্রহন করেছে। তারমধ্যে পাইকগাছা কলেজ কেন্দ্রে কপোতাক্ষ কলেজ কয়রা, কয়রা মহিলা কলেজ, খান সাহেব কোমর উদ্দীন কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, গড়ইখালী আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এবং কপিলমুনি কলেজ। অপরদিকে কপিলমুনি কলেজ কেন্দ্রে ৩টি কলেজ পরীক্ষায় অংশগ্রহন করেছে, তার মধ্যে পাইকগাছা কলেজ, শালিখা কলেজ এবং হরিঢালী মহিলা ডিগ্রী কলেজ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন পাইকগাছা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পাইকগাছা কলেজ কেন্দ্রের কেন্দ্র অধিকর্তা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আশা করি বাকি পরীক্ষাগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কপিলমুনি কলেজের কেন্দ্র কর্মকর্তা কলেজের অধ্যক্ষ মোঃ হাাবিবুল্লাহ বাহার জানান-কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অবশেষে পাইকগাছা পৌর সদরের প্রধান সড়কের সংস্কার কাজ শুরু;

*****মেয়র সেলিম জাহাঙ্গীরকে এলাকাবাসীর অভিনন্দন*****
দৈনিক পাইকগাছা ॥ অবশেষে পাইকগাছা পৌর সদরের দেড় কিলোমিটার প্রধান সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। পৌরসভার অর্থায়নে ২০ লাখ টাকা ব্যায় সম্বলিত সংস্কার কাজ বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উল্লেখ্য পাইকগাছা-কয়রা সড়ক পৃথক হয়ে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ জিরো পয়েন্ট থেকে পৌর বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক অঘোষিত ভাবে পরিত্যাক্ত ঘোষনা করে। যার ফলে গুরুত্বপূর্ণ সড়কটি গত কয়েক বছর সংস্কারের অভাবে জরাজির্ণ হয়ে পড়ে। এতে যাতায়াতে চরম ভোগান্তি পেতে হয় এলাকাবাসীর। অবশেষে দীর্ঘদিন পর সড়কটি চলাচলের জন্য উপযোগি করতে এবং সাধারণ মানুষের দূর্ভোগ কমাতে পৌর পরিষদ সংস্কারের উদ্যোগ নেয়। গত কয়েক দিন আগে ২০ ফুট প্রস্থ ও ৭ মিঃ মিঃ  থিংনেস সম্বলিত দেড় কিলোমিটার সড়কের শুরু হওয়া চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, পৌর সচিব তুষার কান্তি ও ষোলআনা সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। সংস্কার কাজ শুরু করায় পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরকে অভিনন্দন জানিয়েছেন এলাবাসী।