নিউজ অফ পাইকগাছা ॥ খুলনার পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ নামে দু’টি কমিটি হওয়ায় বিপাকে পড়েছে তৃনমুলের ৩ সংগঠনের ধর্মালম্বী মানুষসহ গণমাধ্যম কর্মীরা। ধর্মীয় সংগঠনের নামে দু’দুটি কমিটি হওয়াটা ভালভাবে দেখছেন না পাইকগাছার সাধারণ মানুষ। অবিলম্বে এ সমস্যা উত্তোরনে জেলা ও কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছে এ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের তৃনমুল নেতাকর্মীরা।
সদ্যঘোষিত কমিটির রতন কুমার ভদ্রকে সভাপতি ও জগদীশ চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পাল্টা কমিটি গঠন করা হয়েছে। সোমবার রতন কুমার ভদ্র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বিধান চন্দ্র ভদ্র, সমীর কুমার বিশ্বাস, আন্দ্রীয় ডি রোজারিও, গোপাল চন্দ্র ঘোষ, সুধাংশু কুমার মন্ডল, তাপস কান্তি বসু, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, প্রজিৎ কুমার রায়, প্রমথ নাথ মন্ডল, যুগ্ম-সম্পাদক জগদীশ চন্দ্র দে, কুমারেশ চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ নির্মল কান্তি মজুমদার, সাংগঠনিক সম্পাদক সুকুমার চন্দ্র ঢালী, উত্তম কুমার দাশ, দীপক কুমার মন্ডল, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, এ্যাডঃ কালিপদ মন্ডল, পরেশ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ কর্মকর্তার, ত্রিনাথ বাছাড়, কণিকা রানী দাশ, সমীরণ কুমার সাধু, বিজন বিহারী সরকার, দুলাল চন্দ্র বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল, মনোজিত কুমার মন্ডল, সুনীল কুমার মন্ডল, বিজয় কুমার রায়, জগন্নাথ সানা, পীযুষ কান্তি সাধু, শিবপদ সরকার, অপূর্ব কুমার রায়, পরিমল কুমার মন্ডল, সোনাতন কুমার দাশ, অমরেন্দ্র নাথ মন্ডল, নিতাইপদ মিস্ত্রী, নিহার রঞ্জন সানা, সুবোধ কুমার বাছাড়, চিত্তরঞ্জন মন্ডল, পরিতোষ কুমার সরকার, স্বপন কুমার দাশ, প্রশান্ত কুমার কর্মকর, বিপ্লব কান্তি সাধু, রমেশ চন্দ্র মন্ডল, দেবব্রত কুমার ভদ্র, স্বপন কুমার মন্ডল, সুশান্ত কুমার রায়, বিশ্বজিৎ কুমার সাধু, ধ্রুবজ্যোতি মন্ডল, সন্তোষ কুমার সরকার, বাবু লাল বিশ্বাস, বিবেকানন্দ ধর, শিবপ্রসাদ মন্ডল, দীপক কুমার মন্ডল, প্রীতিষ কান্তি মন্ডল, প্রকাশ চন্দ্র বিশ্বাস, নির্মল কুমার সরকার, গৌরাঙ্গ কুমার কর্মকার ও দেবব্রত কুমার মন্ডল।