শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পাইকগাছায় শুভাগমন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পাইকগাছায় শুভাগমন উপলক্ষে নিসচা পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আগামী ২৭ ফেব্রুয়ারী-২০১৭ রোজ-সোমবার দুপুর ১ ঘটিকায়। র‌্যালী ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।  অনুষ্ঠানকে সফল ও সাথর্ক করার লক্ষ্যে নিসচার পাইকগাছা’র সদস্যবৃন্দ সহযোগিতা কামনা করেছেন। শুভেচ্ছান্তে-সাংবাদিক আব্দুল আজিজ ও সাংবাদিক এন, ইসলাম সাগর

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭

পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কার্যালয় উদ্ভোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা ও পৌর শাখা কার্যালয় উদ্ভোধন উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে আলোচনা সভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য গুদামের সামনে সংগঠন কার্যালয়ে উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা আইনজীবি সমিতির সহ-সভাপতি ও ঐক্য পরিষদের জেলা নেতা এড. অজিত কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, গদাইপুর ইউনিয়ন সভাপতি নির্মল চন্দ্র অধিকারী, পৌর সম্পাদক দেবব্রত রায় দেবু। উপজেলা সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় বক্তব্য রাখেন, অনিতা মন্ডল, কৌস্তভ রঞ্জন সানা, অনাথ বন্ধু সরদার, গৌরাঙ্গ মন্ডল, অখিল মন্ডল, প্রভাষক মনোজিত মন্ডল, এড. পরিমল কুমার মন্ডল, শিবানন্দ রায়, বিকাশ চন্দ্র সানা, সুভাষ চন্দ্র সানা, রাজীব সরদার, বাবুরাম মন্ডল, অনুকুল ব্যানার্জী, আগাষ্টিন সরদার, তপন ঘোষ (অপোষ), গোবিন্দ লাল বাছাড়, অমরেন্দ্র নাথ মন্ডল, নৃপেন্দ্র নাথ মন্ডল, সুব্রত মন্ডল, বিকাশ মন্ডল, দেবাশীষ মন্ডল প্রমুখ। সভায় লতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

<সভাপতি আজিজ, সম্পাদক এন. ইসলাম> মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠিত

মফস্বল ডেস্ক ॥
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সকালে সংগঠণের পাইকগাছা কলেজ মার্কেটস্থ কার্যালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সুন্দরবন বার্তা’র সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, দৈনিক জন্মভূমি প্রতিনিধি গাজী সালাম ও জি,এ গফুর (দৈনিক যশোর) কে উপদেষ্টা এবং মোঃ আব্দুল আজিজ (দৈনিক খুলনাঞ্চল) কে পুনরায় সভাপতি ও এন. ইসলাম সাগর (দৈনিক প্রবর্তন ও দৈনিক নওয়াপাড়া) কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কমিটির কার্যনির্বাহী পরিষদ গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে এস,এম, আলাউদ্দীন সোহাগ (দৈনিক গ্রামের কাগজ), বি. সরকার (দৈনিক সত্যপাঠ), আলাউদ্দীন রাজা (বাংলাদেশ সময়), তৃপ্তি রঞ্জন সেন (দৈনিক সময়ের খবর), যুগ্ম সম্পাদক কৃষ্ণ রায় (দৈনিক নারীকন্ঠ), কোষাধ্যক্ষ ইমদাদুল হক (দৃষ্টিপাত), সাংগঠনিক সম্পাদক স্নেহেন্দু বিকাশ (দেশ সংযোগ), দপ্তর সম্পাদক প্রমথ রঞ্জন সানা (সাতনদী), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমল কৃষ্ণ মন্ডল (দৈনিক কালেরচিত্র), সদস্য এম.আর মন্টু (পূর্বাঞ্চল), মোঃ নজরুল ইসলাম (কাফেলা), আব্দুর রাজ্জাক বুলি (সমাজের কাগজ), ইমদাদুল হক (সংযোগ প্রতিদিন) আবুল হাশেম (দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও এম.এম. আহসানউদ্দীন বাবু (মানবাধিকার সংবাদ)।

পাইকগাছার কৃতি সন্তান মহিউদ্দীন মাহি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার কৃতি সন্তান মোঃ মহিউদ্দীন মাহি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৬ ফেব্র“য়ারি সহকারী অধ্যাপক থেকে প্রশাসনিক এ গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ পান। মহিউদ্দীন মাহি পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন মোড়ল ও মাজেদা বেগমের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে মাহি সকলের ছোট। বড় ভাই মশিউর রহমান লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলে প্রভাষক ও বোন মনিরা খাতুন পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে কর্মরত। মাহি ২০০১ সালে চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধা তালিকায় এসএসসি, ২০০৩ সালে পাইকগাছা কলেজ থেকে এইচএসসি, ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স  এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে মাস্টার্স পাশ করেন। এরপর ২০১৩ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ গত সোমবার তিনি একই বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। মহিউদ্দীন মাহি’র স্ত্রী সামসাদ নওরীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিস্ট এণ্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক।

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

নবাগত সহকারী কমিশনার জোবায়েরের যোগদান

প্রতিনিধি ॥
পাইকগাছায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন জোবায়ের হোসেন চৌধুরী। তিনি সোমবার সকালে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) পদন্নোতী প্রাপ্ত ইউএনও মুহাম্মদ নাজমুল হকের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। নবাগত সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রামের মোঃ হেমায়েত উদ্দীন চৌধুরী ও সেলিনা বেগমের ছেলে। তিনি ৩১ ব্যাচের বিসিএস কর্মকর্তা। ২০১৩ সালের ১৫ জানুয়ারি নির্বাহী ম্যাজিট্রেট হিসাবে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হককে ইউএনও হিসাবে রাজশাহী বিভাগে যোগদান করতে বলা হয়েছে।

সভাপতি মন্টু, সম্পাদক মামুন <পাইকগাছা শহীদ এমএ গফুর স্মৃতি সংসদ গঠিত>

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আনোয়ার ইকবাল মন্টুকে সভাপতি ও এসএম সাইফুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ৮৭ সদস্য বিশিষ্ট (মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক) শহীদ এমএ গফুর স্মৃতি সংসদ গঠিত হয়েছে। অনূরূপভাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান সহ ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে আনোয়ার জাহিদ রবিন, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন, সুরাইয়া বানু ডলি, ইঞ্জিঃ জি.এম. মাহবুবুল আলম, ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহ, বিজয় কুমার সরদার, আমির আলী গাইন, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, আব্দুস সাত্তার পাড়, আব্দুল হাকিম, প্রভাষক ময়নুল ইসলাম, আব্দুল হাই মিন্টু ও এস.এম. শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, নিশিত রঞ্জন মিস্ত্রী, জি.এম. একরামুল ইসলাম, তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, জি.এম. রেজাউল ইসলাম ও আবুল কালাম আজাদ,  সাংগঠনিক সম্পাদক জি.এম. আব্দুল্লাহ আল মামুন লাভলু, হাফেজ মাসুম বিল্লাহ আজাদী, এস. এম. বাহারুল ইসলাম, ফরহাদুজ্জামান তুষার, আমিনুর রহমান লিটু, রোকনুজ্জামান কাজল ও মাহবুব রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আব্দুল কাদির, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম. ইসলাম সাগর, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সাগর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পারভেজ রেজা তানভীর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান খোকা, মহিলা বিষয়ক সম্পাদক রেবা আক্তার কুসুম, বন ও পরিবেশ বিষয়ক খায়রুল ইসলাম সোহাগ, শিক্ষা বিষয়ক মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক এম. আবু তাহের প্রিন্স, তথ্য ও গবেষণা বিষয়ক লিটু আনাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক জি. মোর্শেদ বাওয়ালী, স্বাস্থ্য বিষয়ক ডাঃ সুজিত কুমার বৈদ্য, ছাত্র বিষয়ক তারিক লিটু,  শিল্প ও বাণিজ্য বিষয়ক মফিজুল ইসলাম, আর্ন্তজাতিক বিষয়ক শরিফুল ইসলাম টিংকু, ধর্ম বিষয়ক হাফেজ মোঃ শহিদুল্লাহ, উপ-দপ্তর বিষয়ক এস.এম. মেহেদী হাসান রনি, সদস্য শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, কবি শামসুর রহমান, অধ্যক্ষ রবিউল ইসলাম, এ্যাড: মোশাররফ হোসেন, রমেন্দ্র নাথ সরকার, মাসুদুর রহমান মন্টু, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, নুরুর নাহার, জহুরুল হক বাচ্চু, হাবিবুল্লাহ বাহার, প্রকাশ ঘোষ বিধান,  রবি শঙ্কর মন্ডল, নুরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মাসুম, খাদিজা ইকবাল, এসনেয়ারা খানম, ইমদাদুল হক টিটু, আব্দুস সাত্তার, ডি.এম ইখতিয়ার উদ্দিন হিরো, শফিকুল ইসলাম, ফাহমিদা বিনতে হাসিব, আসমা-উস-শাকেরীন, এস.এম. আফজালুর রহমান, আব্দুল কাইয়ুম, আশরাফুল ইসলাম রাবু, শামীম রেজা, সাইফুজ্জামান সুমন, তৌফিক অরিন, ইমরান হোসেন রাজু, আফি আজাদ বান্টি, আব্দুল্লাহ আল মামুন, আছাফুর রহমান, মাকসুদুল আলম খোকন, শিবলী সাদিক, সোহেল রানা সৌরভ ও শাহজাদা তুরাগ।

পাইকগাছায় রোগী মৃত্যুর দুই দিন পর ফারিন হসপিটালের কার্যক্রম বন্ধ

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার ফারিন হসপিটালে রোগী মৃত্যুর দুই দিন পর হসপিটাল পরিদর্শন করে ক্লিনিকের সকল কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ। সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ এএসএমএ রাজ্জাক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মঈন উদ্দীন মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোঃ আয়ুব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হসপিটাল পরিদর্শন করে ক্লিনিকের সকল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেন। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ডাক্তারের অবহেলায় ও অতিরিক্ত রক্তক্ষরণে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মনিপুর গ্রামের কালাম সানার স্ত্রী প্রসুতি রেবেকা বেগমের মৃত্যু হয়। বিষয়টি রোববার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

পাইকগাছায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মফস্বল সাংবাদিক ফোরামের সমাবেশ ও মানববন্ধন

মফস্বল ডেস্ক ॥
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এন ইসলাম সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, গাজী সালাম, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কালাম আজাদ, প্রভাষক ময়নুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, সাধারণ সম্পাদক আলাউদ্দীন রাজা, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, সাংবাদিক জিএ রশিদ, প্রকাশ ঘোষ বিধান, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুর রাজ্জাক রাজু, বিভুতি ভূষণ ঢালী, কৃষ্ণ রায়, আব্দুর রাজ্জাক বুলি, নজরুল ইসলাম, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন সানা, প্রভাষক তারেক আহম্মেদ, পরিবহন শ্রমিক লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মিথুন মধু, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, প্রভাষক মোমিন উদ্দীন, বজলুর রহমান, মিজানুর রহমান, ফারদিন রায়হান জিতু, ডাঃ ওলি উল্লাহ, এসএম ফিরোজ আহম্মেদ, বদিউজ্জামান, নাজমুল  হাসান ও শেখ আবু হানিফ। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের ফাঁসীর দাবী জানান। একই সাথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ সকল সাংবাদিকের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক নির্যাতন বন্ধে যুগপোযোগী আইন প্রণয়নের দাবী জানান।

শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা : ভয়-ভীতি প্রদর্শন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে শেখ আব্দুর রাজ্জাক গংরা বিরোধপূর্ণ জায়গায় জোর করে কাজ করার পায়তারা করছে। বাদীকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
    জানা যায়, পাইকগাছা উপজেলার ঘোষাল গ্রামের মরহুম আব্দুর রউফ নায়েবের পুত্র জিয়াউদ্দীন নায়েব, আলাউদ্দীন রাজা গংরা পাইকগাছা পৌরসভার সরল মৌজার এস,এ রেকর্ডীয় মালিক সিমু দাসী ওয়ারেশের কাছ থেকে এসএ ৪০ খতিয়ান, দাগ নং- ৭৬৮, ৭৬৯, ৭৭৫ হতে ০.৫ একর জমি ১০৪৪ কোবলায় ০৩/০৩/২০১০ তারিখে খরিদ করেন। তারপর নামপত্তন পূর্বক করখাজনা দিয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু সরল গ্রামের মৃত শেখ নবাব আলীর পুত্র শেখ আব্দুর রাজ্জাক, শেখ আব্দুর রহিম গংরা জিয়াউদ্দীন নায়েব গংদের বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে জমি দখলের পায়তারা করিলে জিয়াউদ্দীন নায়েব পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে শেখ আব্দুর রাজ্জাকসহ ৫জনকে বিবাদী করে ১৭/০১/২০১৭ তারিখে মামলা দাখিল করেন। বিজ্ঞ আদালত ২৩/০১/২০১৭ তারিখে শুনানী অন্তে ওসি, পাইকগাছা থানাকে শান্তি-শৃংখলা ও স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। যার মামলা নং- এম.আর- ০৮/১৭। এ খবর জানার পর আব্দুর রাজ্জাক গংরা আগাম আদালতে দরখাস্ত দিয়ে ০১/০২/২০১৭ তারিখে শুনানী করেন। ব্যাপক শুনানী অন্তে পূর্ব আদেশ বহাল রেখে উপজেলা সার্ভেয়ার বরাবর জরিপ পূর্বক তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য আগামী ২৭/০২/২০১৭ তারিখ দিন ধার্য্য করে আদেশ দেন। উক্ত আদেশ উপেক্ষা করে জোরপূর্বক রাজ্জাক গংরা বিরোধপূর্ণ জায়গায় কাজ করার পায়তারা করছে এবং বাদীকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করবে বলে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

পাইকগাছায় শুকনা ঘেরে লুটপাট দেখিয়ে মামলা দায়ের : ৩ শ্রমিক জেলহাজতে

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় শুকনা ঘেরে লুটপাট দেখিয়ে মামলা দায়ের। ৩ শ্রমিক জেলহাজতে। জমির মালিকরা নিজ জমি ফিরে পেতে ব্যাকুল। এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা। 
জানা যায়, পাইকগাছা উপজেলার নৈলতলা মৌজার চকসুরনল এলাকায় শ্যামনগর গ্রামের টেটি গাজীর ভূমিহীন বিধবা স্ত্রী সবুরা বেগম, একই গ্রামের লিচু বিবি ও সোবহান গাজী এবং বিরাশী গ্রামের মৃত মান্দার গাজীর পুত্র আকবর গাজী ভূমিহীন হিসেবে সরকারী খাস সম্পত্তি বন্দোবস্ত গ্রহণ করে। উক্ত সম্পত্তি একই উপজেলার তকিয়া গ্রামের মৃত মোকছেদ শেখের পুত্র সোহরাব শেখ ডিড বুনিয়াদে ২০০৬ সাল হতে মৎস্য চাষ করে আসছে। তার ডিডের মেয়াদ শেষ হওয়ায় জমির মালিকরা নিজেরাই ধান্য ও মৎস্য চাষ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ঘের মালিক সোহরাব। সে জমির মালিকদের নামে গত ১ জানুয়ারি ১নং মামলা দায়ের করে। ঘেরটিতে লুটপাট ও ক্ষতিসাধনের কথা বলা হলেও লীজ ঘেরটি শুকনা রয়েছে। এদিকে ৩ জানুয়ারি জমির মালিকরা বাঁধ তৈরী করাকালীন সময়ে থানাপুলিশ ৩ শ্রমিককে গ্রেপ্তারপূর্বক জেলহাজতে প্রেরণ করেছে। এ নিয়ে এলাকাবাসীর মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পাইকগাছায় লীজ ঘেরের বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় লীজ ঘেরের বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের। শান্তি শৃংখলা রক্ষার্থে ওসিকে নির্দেশ। জোরপূর্বক ঘের দখলের চেষ্টা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
    মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার তেতুলতলা-গংগারকোনা নামক এলাকায় খুলনার দোলখোলা রোডের ইমান গাজীর পুত্র জব্বার গাজী প্রায় ২শ বিঘা জমি মৎস্য চাষ করে আসছে। উক্ত জমিতে পাইকগাছার হরিদাসকাটি গ্রামের মৃত প্রভাষ চন্দ্র মজুমদারের পুত্র নির্মল কান্তি মজুমদার ও কপিলমুনির আদালাউদ্দীন শেখের পুত্র আনারুল ইসলাম ও নগরশ্রীরামপুরের মৃত বারিক শেখের পুত্র আঃ রব শেখ মিঠুর সাথে জব্বার গাজীর দীর্ঘদিন বিরোধ চলে আসছে। লীজ ঘেরটি নিয়ে ইতিপূর্বে কয়েকবার দখল পাল্টা দখলের ঘটনা ঘটেছে। সেই সন্দেহ জব্বার গাজী পাইকগাছা  উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নির্মল মজুমদার ও আনারুল শেখ সহ ৩ জনের নামে ১৪৪ ধারা মোতাবেক মামলা দায়ের করে। যার নং এম আর ১৫/১৭। বিজ্ঞ আদালত উক্ত লীজ ঘেরটি আইন শৃংখলা রক্ষার জন্য ওসি, পাইকগাছাকে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে নির্মল মজুমদার গংরা ঘের দখলের চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা পরিষদ সদস্য টিপুকে সংবর্ধনা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সরল বাজার চত্ত্বরে প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, সরবানু বেগম, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ তৈয়ব হোসেন নূর, সহ-সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল, সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, রাফেজা খানম, ইদ্রিস আলী গাজী ও প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী সালাম। সাংবাদিক আব্দুল আজিজ এর পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল কুদ্দুস, মুনছুর আলী গাজী, আলহাজ্ব মুরশাফুল আলম, মৃত্যুঞ্জয় সরদার, শফিকুল ইসলাম, ফারদীন রায়হান জিতু, ডাঃ ওলি উল্লাহ, মোশারফ সরদার, মিজানুর রহমান, আছাবুর রহমান শিমুল, হাবিবুর রহমান, মোমিন সরদার, মোক্তার গাজী, আব্দুল গফ্ফার, মোহাম্মদ আলী গাজী, আব্দুস সালাম, রবিউল ইসলাম, জিন্নাত সরদার, আশরাফুল গাজী, রিপন সরদার, কাদের গাজী, টুটুল সরদার, মহিবউল্লাহ, রেজাউল করিম, রফিকুল ইসলাম, আমজাদ গোলদার, শাহ আলম, রহমত গাজী, গফুর গাজী, আতিয়ার সরদার, নাসির গোলদার ও ফারিহা।

পাইকগাছায় আন্তঃক্লাব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আলোকদ্বীপ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক ॥
পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদ আয়োজিত আন্তঃক্লাব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাটবাড়ী জোনাকী যুব সংঘ ফুটবল একাদশ ও আলোকদ্বীপ রংধনু সূর্য সংঘ ফুটবল একাদশের মধ্যকার খেলা ১-১ ড্র হয়। পরে টাইব্রেকারে ২-১ ব্যবধানে হাটবাড়ীকে পরাজিত করে আলোকদ্বীপ রংধনু সূর্য সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, রতন কুমার ভদ্র, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ তৈয়ব হোসেন নূর, আ’লীগনেতা সুকৃতি মোহন সরকার, শেখ আনিছুর রহমান মুক্ত, দাউদ শরীফ, নিরাপদ সরকার, অনীল মল্লিক, বাসুদেব রায়, দ্বীপ্তি চক্রবর্তী, রাম টিকাদার। বক্তব্য রাখেন, ইউপি সচিব ধীমান মল্লিক, ইউপি সদস্য কিংসুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, দিপক মন্ডল, শিবপদ মন্ডল, নিরাপদ দফাদার, আশিষ হালদার, বিশ্বজিৎ রায়, সুপদ রায়, রণধীর মন্ডল, প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী, ডালিম রায়, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, ইতিকা চক্রবর্তী, প্রণব কান্তি মন্ডল, পরেশ মন্ডল, জগদীশ চন্দ্র রায়, অঞ্জন কুমার মন্ডল, জাকির হোসেন লিটন, আসিফ ইকবাল রনি, মশিয়ার রহমান ও মাসুদ পারভেজ রাজু,

পাইকগাছায় ফারিন হস্পিটালে আবারও প্রসুতির মৃত্যু

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছা পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হস্পিটালে আবারো এক প্রসুতি’র মৃত্যু হয়েছে। ডাক্তারের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রেবেকা বেগম (২৫) নামে গৃহবধুর মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ দৌড়ঝাপ শুরু করেছেন বলে জানাগেছে। মৃত রেবেকা বেগম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মনিপুর গ্রামের কালাম সানার স্ত্রী। প্রাপ্ত অভিযোগ ও সরেজমিন গিয়ে জানাযায়, রেবেকার পরিবারের লোকজন শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই অবস্থিত বেসরকারি ক্লিনিক ফারিন হস্পিটালে ভর্তি করে। ভর্তির কিছু সময় পর তাকে সিজারিয়ান করা হলে তার গর্ভে একটি মেয়ে সন্তান হয়। পরে ডাক্তারের অবহেলায় ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রেবেকার মৃত্যু হয়। এ ব্যাপারে শনিবার সকালে সরেজমিন হস্পিটালে গেলে কোন ডাক্তার কিংবা কর্তৃপক্ষের কাউকে ক্লিনিকে পাওয়া যায়নি। এ সময় উপস্থিত কলেজ পড়ুয়া নামধারী নার্স অনুপমা দেবনাথ রেবেকার মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, রোগীর আগে থেকেই হার্ডের সমস্যা ছিল, বিষয়টি তার পরিবারের লোকজন অবহিত করেনি। আর এ কারণে সিজারিয়ানের কয়েক ঘন্টার মধ্যে রেবেকার মৃত্যু হয়। উল্লেখ্য, এর আগেও সংশ্লিষ্ট ক্লিনিকে রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে।

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

পাইকগাছায় পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিশেষ প্রতিনিধি॥
খুলনার পাইকগাছায় পরকীয়ার প্রতিবাদ করায় এক গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে পিটিয়ে গুরুত্বর জখম করেছে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধু রিমা (২০)।
ভিকটিম ও তার পরিবার সুত্রে জানাযায়-পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাাসিন্দা মোঃ রেজাউল ইসলামের কন্যা খাদিজা আক্তার রিমার সাথে এইক উপজেলার গদাইপুর ইউপি’র চরমোলাই গ্রামের মোস্তাক মোল্যার পুত্র ইখলাছুর রহমানের সহিত ইসলামী শরিয়ত মোতাবেক দুই লক্ষ ৫০ হাজার টাকা কাবিনে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকে স্বামী ইখলাছুর যৌতুকের দাবীতে অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। অপরদিকে স্বামী ইখলাছুর তার এক নিকট আত্মীয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলেই বিভিন্ন সময় মারধরের স্বীকার হয় নিরীহ গৃহবধু রিমা। ঘটনার দিন গত ৩০ জানুয়ারী সন্ধ্যায় পরকীয়ার বিষয়টি নিয়ে গৃহবধু রিমা স্বামী ইখলাছুরের সাথে কথা বলতেই তার উপর শুরু হয় মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন। মারপিটের একপর্যায়ে গৃহবধুর স্পর্শকাতর স্থানে জখম করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। একপর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় গৃহবধুকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মানবাধিকার ও বিভিন্নসংস্থা ভিকটিমের অবস্থা পর্যবেক্ষন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।