শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

পাইকগাছায় ফারিন হস্পিটালে আবারও প্রসুতির মৃত্যু

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছা পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফারিন হস্পিটালে আবারো এক প্রসুতি’র মৃত্যু হয়েছে। ডাক্তারের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রেবেকা বেগম (২৫) নামে গৃহবধুর মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ দৌড়ঝাপ শুরু করেছেন বলে জানাগেছে। মৃত রেবেকা বেগম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার মনিপুর গ্রামের কালাম সানার স্ত্রী। প্রাপ্ত অভিযোগ ও সরেজমিন গিয়ে জানাযায়, রেবেকার পরিবারের লোকজন শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই অবস্থিত বেসরকারি ক্লিনিক ফারিন হস্পিটালে ভর্তি করে। ভর্তির কিছু সময় পর তাকে সিজারিয়ান করা হলে তার গর্ভে একটি মেয়ে সন্তান হয়। পরে ডাক্তারের অবহেলায় ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রেবেকার মৃত্যু হয়। এ ব্যাপারে শনিবার সকালে সরেজমিন হস্পিটালে গেলে কোন ডাক্তার কিংবা কর্তৃপক্ষের কাউকে ক্লিনিকে পাওয়া যায়নি। এ সময় উপস্থিত কলেজ পড়ুয়া নামধারী নার্স অনুপমা দেবনাথ রেবেকার মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, রোগীর আগে থেকেই হার্ডের সমস্যা ছিল, বিষয়টি তার পরিবারের লোকজন অবহিত করেনি। আর এ কারণে সিজারিয়ানের কয়েক ঘন্টার মধ্যে রেবেকার মৃত্যু হয়। উল্লেখ্য, এর আগেও সংশ্লিষ্ট ক্লিনিকে রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন