শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা : ভয়-ভীতি প্রদর্শন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে শেখ আব্দুর রাজ্জাক গংরা বিরোধপূর্ণ জায়গায় জোর করে কাজ করার পায়তারা করছে। বাদীকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
    জানা যায়, পাইকগাছা উপজেলার ঘোষাল গ্রামের মরহুম আব্দুর রউফ নায়েবের পুত্র জিয়াউদ্দীন নায়েব, আলাউদ্দীন রাজা গংরা পাইকগাছা পৌরসভার সরল মৌজার এস,এ রেকর্ডীয় মালিক সিমু দাসী ওয়ারেশের কাছ থেকে এসএ ৪০ খতিয়ান, দাগ নং- ৭৬৮, ৭৬৯, ৭৭৫ হতে ০.৫ একর জমি ১০৪৪ কোবলায় ০৩/০৩/২০১০ তারিখে খরিদ করেন। তারপর নামপত্তন পূর্বক করখাজনা দিয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু সরল গ্রামের মৃত শেখ নবাব আলীর পুত্র শেখ আব্দুর রাজ্জাক, শেখ আব্দুর রহিম গংরা জিয়াউদ্দীন নায়েব গংদের বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে জমি দখলের পায়তারা করিলে জিয়াউদ্দীন নায়েব পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে শেখ আব্দুর রাজ্জাকসহ ৫জনকে বিবাদী করে ১৭/০১/২০১৭ তারিখে মামলা দাখিল করেন। বিজ্ঞ আদালত ২৩/০১/২০১৭ তারিখে শুনানী অন্তে ওসি, পাইকগাছা থানাকে শান্তি-শৃংখলা ও স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। যার মামলা নং- এম.আর- ০৮/১৭। এ খবর জানার পর আব্দুর রাজ্জাক গংরা আগাম আদালতে দরখাস্ত দিয়ে ০১/০২/২০১৭ তারিখে শুনানী করেন। ব্যাপক শুনানী অন্তে পূর্ব আদেশ বহাল রেখে উপজেলা সার্ভেয়ার বরাবর জরিপ পূর্বক তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য আগামী ২৭/০২/২০১৭ তারিখ দিন ধার্য্য করে আদেশ দেন। উক্ত আদেশ উপেক্ষা করে জোরপূর্বক রাজ্জাক গংরা বিরোধপূর্ণ জায়গায় কাজ করার পায়তারা করছে এবং বাদীকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করবে বলে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন