শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে সমিতির দ্বিতল ভবনের নবনির্মিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও সংবর্ধিত অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। সন্তোষ কুমার সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, সাবেক সভাপতি শামিম হোসেন, ইউপি সদস্য আবু হাসান, মহিলা আ’লীগনেতা জুলি শেখ, বেলাল হোসেন, জাকির হোসেন, মেছের আলী সানা ও আনিছুর রহমান। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুকে সংবর্ধনা প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন