রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭

সরকারিকরণের দোড় গোড়ায় ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ

#প্রধানমন্ত্রী, #শিক্ষামন্ত্রী, #এমপি নূরুলহকসহ সকললে অভিনন্দন
#বিশেষ_শিক্ষা_ডেস্ক
সরকারিকরণ প্রক্রিয়ায় আরো একধাপ এগিয়ে গেল ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ। বেসরকারি কলেজ সরকারি করণ প্রক্রিয়ার অংশ হিসাবে ডিড অফ গিফ্ট (হস্তান্তর দলিল) সম্পাদন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাখা-৯ (বেসরকারি কলেজ-১) এর সিনিয়র সহকারী সচিব নাছিমা খানমের ২০ এপ্রিল স্বাক্ষরিত পত্র ২৩ এপ্রিল রোববার কর্তৃপক্ষ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বেসরকারি কলেজ সরকারি করণ প্রক্রিয়ার অংশ হিসাবে তালিকাভুক্ত কলেজ সমূহের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকার (সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর নিকট হস্তান্তর করে রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল (ডিড অফ গিফ্ট) জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাইকগাছা কলেজ অন্যতম। ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর হতে প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু অতিব দুঃখের বিষয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি জাতীয়করণ সহ সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল দীর্ঘ সময়। প্রতিষ্ঠানটি জাতীয়করণের ব্যাপারে এলাকাবাসী দীর্ঘদিন দাবীও জানিয়ে আসছিল। এলাকাবাসীর জনগুরুত্বপূর্ণ এ দাবী বছরের পর বছর ধরে উপেক্ষিত হতে থাকে। অবশেষে ২০১০ সালের ২৩ এপ্রিল কয়রার এক জনসভায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রা ও পাইকগাছার একটি করে কলেজ জাতীয়করণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতিতে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ অনেকটাই সুগম হলেও নানা কারণে প্রধানমন্ত্রীর এ প্রতিশ্রুতি বাস্তবায়নে গত কয়েক বছরে তেমন কোন উদ্যোগ কিংবা অগ্রগতি দেখা যায়নি। ফলে কিছুটা হলেও নিরাশ হয়ে পড়েন এলাকাবাসী সহ কলেজ কর্তৃপক্ষ। অবশেষে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬ সালের ২২ আগস্ট ঐতিহ্যবাহী কলেজটি জাতীয়করণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি করণ প্রক্রিয়ার অংশ হিসাবে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষ সরেজমিন কলেজ পরিদর্শন করে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। সর্বশেষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক হস্তান্তর দলিল সম্পাদন করার জন্য নির্দেশনা প্রদান করায় সরকারিকরণ প্রক্রিয়ায় আরো একধাপ এগিয়ে গেল ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ। এ সংক্রান্ত পত্র পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও শিক্ষা সচিব সোহরাব হোসেন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

পাইকগাছায় ধর্ষনের ২০ দিন পর মামলা- এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি আটক- ২

#বিশেষ_ডেস্ক
পাইকগাছায় ২০ দিন অতিবাহিত হওয়ার পর এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ দুই আসামীকে আটক করে জেল হাজতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার নোয়াকাটি গ্রামের মৃত শামছু মুন্সির ছেলে নজরুল ইসলাম (৫০), একই এলাকার রমজান বিশ্বাসের স্ত্রী শারমীন ইসলাম (২১) কে ২৫ ও ৩০ মার্চ কপিলমুনি বাজারস্থ আয়ুব গাজীর বাস ভবনে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধু শারমীন ইসলাম বাদী হয়ে নজরুল ইসলাম, আয়ুব গাজীর স্ত্রী জরিনা বেগম (৪০) ও পুত্রবধু ববিতা খাতুন (২৫) কে আসামী করে থানায় ধর্ষণ মামলা করে। যার নং- ৩২, তাং- ২১/০৪/১৭ ইং। মামলার তদন্ত কর্মকর্তা ও ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, মামলার দুই আসামী নজরুল ও জরিনা বেগমকে আটক করে শনিবার দুপুরে আদালতে এবং সকালে ভিকটিম শারমীনকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য ধর্ষনের ২০ দিন অতিবাহিত হওয়ার পর থানায় মামলা হওয়ায় ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অধিকতর তদন্তের দাবী জানিয়েছে এলাকাবাসী।

পাইকগাছায় ইয়াবা সহ যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় থানা পুলিশ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানার এসআই মোমিনুর রহমান শনিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের কামাল হাজরার ছেলে রনি হাজরা (৩০) কে ৫ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।

পাইকগাছার সমাজসেবক আবু তাহের গাজীর মৃত্যু; গভীর শোক

  পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের গাজী (৭৫) আর নেই। তিনি শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌর সদরের বাতিখালীস্থ নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিব বাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে সরকারি কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, জেলা হ্যাচারী চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদ হাসান মুন্না সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

আদালতের কারণ দর্শানোর নির্দেশ উপেক্ষিত<<>>পাইকগাছায় বিএনপি’র সম্মেলনে দু’পক্ষের হট্টগোল, হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটেছে

বিশেষ প্রতিনধি।।
আদালতের কারণ দর্শানোর নির্দেশ উপেক্ষা করে পাইকগাছায় হট্টগোল, হাতাহাতি ও ভাংচুরের মধ্য দিয়ে চাঁদখালী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন শেষ হয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে দলীয় সুত্রে জানাগেছে। মঙ্গলবার সকালে পূর্ব নির্ধারিত পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে সম্মেলনের উদ্ভোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। সম্মেলনে প্রধান অতিথি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু’র বক্তব্যের পর কমিটি ঘোষনা নিয়ে গুঞ্জন শুরু হয়। একপর্যায়ে উদ্ভোধক ডাঃ আব্দুল মজিদ নজরুল ইসলামকে সভাপতি ও আছাদুজ্জামান ময়নাকে সাধারণ সম্পাদকের নাম ঘোষনা দেন। এরপর সাংগঠনিক সম্পদকের পদ ঘোষনা নিয়ে বিএনপি’র উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ ও তার অনুসারী অন্যদিকে উপজেলা কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর অনুসারীরা বিতর্কে জড়িয়ে পরে এবং একসময় তা হৈ হট্টগোলে রুপ নেয় এবং উত্তেজনার একপর্যায়ে দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়লে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর। এসময় জেলা নেতৃবৃন্দরা সম্মেলনস্থল ত্যাগ করে বেরিয়ে আসে। জানাগেছে-উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে পরবর্তীতে জেলা পরিষদের ডাকবাংলোয় দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে ইউনিয়ন কমিটি ঘোষনা দেওয়া হয়। উল্লেখ্য চাঁদখালী ২নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক শেখ জিয়াউল ইসলাম জিয়া সম্মেলন কেন স্থগিত করা হবে না এ মর্মে জেলা জজ আদালতে মামলা করলে আদালত উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও চাঁদখালী বিএনপি’র আহবায়ক ও ঘোষিত কমিটির সভাপতি সরদার নজরুল ইসলাম ও ঘোষিত সম্পাদক আছাদুজ্জামান ময়নাকে কারণ দর্শানোর নির্দেশনার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।
    সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, শেখ আমিনুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, সাইফুল ইসলাম তারিক, সরদার তোফাজ্জেল হোসেন, সন্তোষ কুমার সরকার, সন্তোষ গাইন, সরদার ফারুক আহম্মেদ, এসএম মোহর আলী, আমিনুল ইসলাম বাহার,

রবিবার, ২ এপ্রিল, ২০১৭

পাইকগাছায় বিশ্ব অর্টিজম সচেতনতা দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বিশ্ব অর্টিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার সকালে র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে “স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ডাঃ শর্মিষ্ঠা সাহা, ডাঃ আহসানারা বিনতে ময়না, ডাঃ মিঠুন দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক, সনজিৎ সরকার, নার্গিস বানু ও শাহ আলম।

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩

শিক্ষা প্রতিবেদক।।
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৬টি কেন্দ্র ও ৪টি ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ২০জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ২৩ পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান।
কেন্দ্র সচিব মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা কলেজ কেন্দ্রে ২৯৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৮৯ অনুপস্থিত ৪, অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ১৬৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৬৬ অনুপস্থিত ২, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্রে ৩৬৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৬৩ অনুপস্থিত ৩, উপজেলা সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ২৮৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৮৮ অনুপস্থিত ১, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আর কে বি কে কেন্দ্রে ৩১৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩১২ অনুপস্থিত ৩, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য জানান, গড়ইখালী শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল কলেজ কেন্দ্রে ৩৮৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৩৮৩ অনুপস্থিত ১, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী জানান পাইকগাছা আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৪৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৩৫ অনুপস্থিত ৯, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬১ পরীক্ষার্থী।