মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

আদালতের কারণ দর্শানোর নির্দেশ উপেক্ষিত<<>>পাইকগাছায় বিএনপি’র সম্মেলনে দু’পক্ষের হট্টগোল, হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটেছে

বিশেষ প্রতিনধি।।
আদালতের কারণ দর্শানোর নির্দেশ উপেক্ষা করে পাইকগাছায় হট্টগোল, হাতাহাতি ও ভাংচুরের মধ্য দিয়ে চাঁদখালী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন শেষ হয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে দলীয় সুত্রে জানাগেছে। মঙ্গলবার সকালে পূর্ব নির্ধারিত পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে সম্মেলনের উদ্ভোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। সম্মেলনে প্রধান অতিথি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু’র বক্তব্যের পর কমিটি ঘোষনা নিয়ে গুঞ্জন শুরু হয়। একপর্যায়ে উদ্ভোধক ডাঃ আব্দুল মজিদ নজরুল ইসলামকে সভাপতি ও আছাদুজ্জামান ময়নাকে সাধারণ সম্পাদকের নাম ঘোষনা দেন। এরপর সাংগঠনিক সম্পদকের পদ ঘোষনা নিয়ে বিএনপি’র উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ ও তার অনুসারী অন্যদিকে উপজেলা কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর অনুসারীরা বিতর্কে জড়িয়ে পরে এবং একসময় তা হৈ হট্টগোলে রুপ নেয় এবং উত্তেজনার একপর্যায়ে দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়লে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর। এসময় জেলা নেতৃবৃন্দরা সম্মেলনস্থল ত্যাগ করে বেরিয়ে আসে। জানাগেছে-উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে পরবর্তীতে জেলা পরিষদের ডাকবাংলোয় দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে ইউনিয়ন কমিটি ঘোষনা দেওয়া হয়। উল্লেখ্য চাঁদখালী ২নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক শেখ জিয়াউল ইসলাম জিয়া সম্মেলন কেন স্থগিত করা হবে না এ মর্মে জেলা জজ আদালতে মামলা করলে আদালত উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ ও চাঁদখালী বিএনপি’র আহবায়ক ও ঘোষিত কমিটির সভাপতি সরদার নজরুল ইসলাম ও ঘোষিত সম্পাদক আছাদুজ্জামান ময়নাকে কারণ দর্শানোর নির্দেশনার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।
    সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, আসলাম পারভেজ, মিরাজুল ইসলাম, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, শেখ আমিনুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, সাইফুল ইসলাম তারিক, সরদার তোফাজ্জেল হোসেন, সন্তোষ কুমার সরকার, সন্তোষ গাইন, সরদার ফারুক আহম্মেদ, এসএম মোহর আলী, আমিনুল ইসলাম বাহার,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন