
পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের গাজী (৭৫) আর নেই। তিনি শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌর সদরের বাতিখালীস্থ নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিব বাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে সরকারি কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, জেলা হ্যাচারী চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি জাহিদ হাসান মুন্না সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন