শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

পাইকগাছায় ধর্ষনের ২০ দিন পর মামলা- এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি আটক- ২

#বিশেষ_ডেস্ক
পাইকগাছায় ২০ দিন অতিবাহিত হওয়ার পর এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ দুই আসামীকে আটক করে জেল হাজতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার নোয়াকাটি গ্রামের মৃত শামছু মুন্সির ছেলে নজরুল ইসলাম (৫০), একই এলাকার রমজান বিশ্বাসের স্ত্রী শারমীন ইসলাম (২১) কে ২৫ ও ৩০ মার্চ কপিলমুনি বাজারস্থ আয়ুব গাজীর বাস ভবনে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধু শারমীন ইসলাম বাদী হয়ে নজরুল ইসলাম, আয়ুব গাজীর স্ত্রী জরিনা বেগম (৪০) ও পুত্রবধু ববিতা খাতুন (২৫) কে আসামী করে থানায় ধর্ষণ মামলা করে। যার নং- ৩২, তাং- ২১/০৪/১৭ ইং। মামলার তদন্ত কর্মকর্তা ও ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, মামলার দুই আসামী নজরুল ও জরিনা বেগমকে আটক করে শনিবার দুপুরে আদালতে এবং সকালে ভিকটিম শারমীনকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য ধর্ষনের ২০ দিন অতিবাহিত হওয়ার পর থানায় মামলা হওয়ায় ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অধিকতর তদন্তের দাবী জানিয়েছে এলাকাবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন