রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

পাইকগাছায় অটো টেম্পু পুড়িয়ে দেয়ার ঘটনায় দু’যুবক আটক

খুলনার পাইকগাছায় অটো টেম্পু পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ দু’যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে কপিলমুনিতে এ ঘটনা ঘটে। এদিকে দ্বিতীয় দিন রোববার সকালে অবরোধকারীরা বড় বড় গাছের গুড়ি ফেলে প্রধান সড়ক অবরোধ করে রাখলে পুলিশ তা অপসারণ করে দেয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তালা উপজেলার আরশনগর গ্রামের আকিমুদ্দীন শেখের পুত্র অটো টেম্পু চালক আব্দুর রাজ্জাক ঘটনার দিন শনিবার রাত ৮টার দিকে কপিলমুনি থেকে যাত্রী নিয়ে চুকনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় কপিলমুনি হাসপাতাল সংলগ্ন নিকারীর মোড় নামক স্থানে পৌছালে কয়েকজন দুর্বৃত্ত অটো টেম্পুটি আগুন ধরিয়ে দেয়। টেম্পুর বডিটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে চালক আব্দুর রাজ্জাক জানান। পরে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে নাছিরপুর গ্রামের শহর আলী গাজীর পুত্র মনিরুল ইসলাম (২৫) ও শ্রীরাম
পুর গ্রামের শহিদ হাজরার পুত্র এইচ.এম. আরিফ (২২) কে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি এম. মসিউর রহমান জানান।

                                                পাইকগাছায় ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
দশম জাতীয় সংসদ নির্বাচনে এ্যাড. শেখ মোঃ নূরুল হককে আ’লীগের দলীয় প্রার্থী ঘোষনা করায় পাইকগাছা গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এসএম মসিউর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন-তোবারেক হোসেন, আল-ইদ্রিস, সুমন ঘোষ, আফজালুর রহমান মিঠু, এসএম আসিফ ইকবাল (রবি), লাভলু গাজী, জিনারুল, নান্টু গাজী, সৈয়কত জয়, সুমিত আরিফ, জাকির, কালাম, প্রকাশ, মাসুম, ইসমাঈল, রাসেল ও ইনজামাম হাসান। সংপ্তি পথসভা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 
                                          পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় আটক ১ : টাকা উদ্ধার
 খুলনার পাইকগাছায় ইউপি সদস্যের বাড়ীতে ডাকাতির ঘটনায় পুলিশ আরো একজনকে আটক ও লুট হওয়া ২৮ হাজার ৫শ টাকা উদ্ধার করেছে। আটক দেলোয়ার ফকিরকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হলো। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর উপজেলার সোলাদানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মুজিবর রহমানের সশস্ত্র যাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা করলে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুরে ভ্যাকটমারী গ্রামের মান্দার ফকিরের পুত্র দেলোয়ারকে আটক করে। আটককৃতের কাছ থেকে লুট হওয়া ২৮ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা এস.আই জালাল জানান।
                                                   পাইকগাছায় বিশ্ব এইডস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় বিশ্ব এইডস দিবস উপল্েয আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে ও নার্গিস বানুর পরিচালনায় “এইডস আইভি সংক্রামন ও এইডস মৃত্যু ঃ নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই... এই আমাদের অধিকার” শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার দাশ, ডাঃ সুজন কুমার, ডাঃ সাফিকুল ইসলাম, ডাঃ সঞ্জয় কুমার, পাইকগাছা প্রেসকাবের সভাপতি গাজী সালাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, ¯প্রীং বাংলাদেশের সেলিনা পারভীন ও ব্র্যাকের প্রশান্ত কুমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন